Who discovered the cell | কোষ আবিষ্কার করেন কে

Who discovered the cell? | প্রিয় ভিউয়ার, কোষ আবিষ্কার করেন কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । Kosh ke abiskar koren. আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “কোষ কে আবিষ্কার করেন” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

[M.C.Q] কোষ আবিষ্কার করেন কে?

Question: Who discovered the cell?

A.রর্বাট সেইডন
B.রবার্ট ব্রাউন
C.রর্বাট হুক
D.রর্বাট চার্লস

উত্তরঃ C. রর্বাট হুক

Who discovered the cell | কোষ আবিষ্কার করেন কে

১৬৬৫ সালে রবার্ট হুক (Robert Hooke) জটিল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি বোতলের ছিপির (cork) পাতলা টুকরা পরীক্ষণের সময় তাতে মৌমাছির চাকের মতো খুব ছোট ছোট ছিদ্র দেখতে পান ৷ আসলে সেগুলি ছিলো মৃত কোষ । তিনি তখন কোষের ভিতরের বিভিন্ন উপাদান বা কোষের কাজ সম্পর্কে কিছুই জানতেন না । Cell শব্দটি এসেছে ল্যাটিন cellula থেকে, যার অর্থ ‘a small room’ ।

লিউয়েনহুক (Antony van Leeuwenhoek) ১৬৭০ সালে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে শুক্রাণু , লোহিত রক্ত কণিকা , প্রোটোজোয়া প্রভৃতি পর্যবেক্ষণ করেন । পরবর্তীতে ১৬৭৪ সালে তিনি শৈবাল Spirogyra পর্যবেক্ষণ করতে গিয়ে প্রথম জীবন্ত কিছু (সম্ভবতঃ ব্যাকটেরিয়া) দেখতে পান এবং সেগুলিকে এ্যানিমাকিউলস্ (animalcules) নামকরণ করেন, যার অর্থ ‘ক্ষুদ্র প্রাণী’ ।

১৮৩৩ সালে রবার্ট ব্রাউন (Robert Brown) উদ্ভিদ কোষের উপরে তাঁর আনুবীক্ষণিক পর্যবেক্ষণের ফল প্রকাশ করেন এবং তাতে প্রথম‘ কোষ নিউক্লিয়াস’ শব্দটি ব্যবহার করেন । পরবর্তী ১৭০ বছরে বিভিন্ন বিজ্ঞানী অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে কোষ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করেন ।

এদের মধ্যে ১৮৩৮ সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ম্যাথিয়াস স্লেইডেন (Matthias Schleiden), ১৮৩৯ সালে প্রাণিবিজ্ঞানী থিওডর শোয়ান (Theodore Schwann) এবং ১৮৫৮ সালে রুডল্ফ ভার্কো ( Rudolf Virchow ) প্রমুখ বিজ্ঞানীদের গবেষণার উপর ভিত্তি করে কোষ মতবাদ (cell theory) প্রদান করা হয়, যার বিষয়বস্তু ছিলো 4 কোষ জীবনের মূল গাঠনিক একক ; জীবিত যে – কোন কিছুই কোষ দিয়ে তৈরী; এবং পুরাতন কোষ বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে । এখন বলতে পারেন, kosh ke abiskar koren?

সবশেষে বলা যেতে পারে, কোষ আবিষ্কার করেন রর্বাট হুক ৷ Robert Hooke discovered the cell.

  • কোষের ইংরেজি প্রতিশব্দ সেল (cell)। সেল শব্দটি লাতিন শব্দ ৷ কোষ একটি বিশেষ্য পদ ৷ কোষ শব্দের অর্থ হচ্ছে আবরণ, ভান্ডার রাজকোষ
  • কোষ বিভাজন আবিস্কার করেন ওয়াল্টার ফ্লেমিং(Walter flemming) ১৮৮২ সালে ।
  • মাইটোকন্ড্রিয়াকে কোষের প্রাণশক্তি বলা হয় ৷ কোষের যাবতীয় শক্তি উৎপাদনের কাজ মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে ৷ ফলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদনের কারখানা বলা হয় বা পাওয়ার হাউজ বলে থাকে ৷
  • উদ্ভিদ দেহে কোষের রান্নাঘর বলা হয় পাতাকে ৷ সূর্যের আলোয় এবং মাটি থেকে শিখরের মাধ্যমে পানি শোষণ করে পাতায় উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে ৷
  • কোষ কি?

    উত্তর: উত্তর: উদ্ভিদদেহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত । এসব অঙ্গ প্রত্যঙ্গ আবার কতকগুলো টিস্যুর সমষ্টি । আর টিস্যুগুলো হলো কোষের সমষ্টি । বৈষম্যভেদ্য, পর্দাবেষ্টিত, প্রোটোপ্লাজম দিয়ে গঠিত, স্ব- প্রজননশীল, জীবদেহের গঠনমূলক এবং ক্রিয়ামূলক একককে কোষ বলা হয় । কোষের আবিষ্কারক হলেন রর্বাট হুক ৷ নিউক্লিয়াসের সংগঠন এবং কোষীয় অঙ্গাণুর ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা হয়েছে । যথাঃ
    A. সুগঠিত নিউক্লিয়াসবিহীন আদিকোষ (prokaryotic cell) এবং
    B. সুগঠিত নিউক্লিয়াসযুক্ত প্রকৃতকোষ (eukaryotic cell) ।

  • কোষবিদ্যা কী?

    উত্তরঃ উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় কোষের ভৌত রাসায়নিক গঠন , জৈবিক কার্যাবলী , বিকাশ , পরিস্ফূরণ , বিভাজন হয়ে নতুন কোষের উৎপত্তি ইত্যাদি বিষয়ে গবেষণা এবং পর্যালোচনা করা হয় তাকে কোষবিদ্যা বলে । কোষবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো cytology.

  • একটি আদর্শ কোষ কী?

    উত্তরঃ দেহের প্রত্যেক অঙ্গের কোষই বৈশিষ্ট্যমন্ডিত । তাই কোনো উদ্ভিদকোষই আদর্শ নয় । তবে বিভিন্ন উদ্ভিদকোষের সমন্বয়ে এমন একটি কোষ তৈরি করা যায় যাকে আদর্শ কোষ বলা যেতে পারে ।

4.9/5(33 votes)
Scroll to Top