Who discovered the cell? | প্রিয় ভিউয়ার, কোষ আবিষ্কার করেন কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । Kosh ke abiskar koren. আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “কোষ কে আবিষ্কার করেন” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
[M.C.Q] কোষ আবিষ্কার করেন কে?
Question: Who discovered the cell?
A. | রর্বাট সেইডন |
B. | রবার্ট ব্রাউন |
C. | রর্বাট হুক |
D. | রর্বাট চার্লস |
১৬৬৫ সালে রবার্ট হুক (Robert Hooke) জটিল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটি বোতলের ছিপির (cork) পাতলা টুকরা পরীক্ষণের সময় তাতে মৌমাছির চাকের মতো খুব ছোট ছোট ছিদ্র দেখতে পান ৷ আসলে সেগুলি ছিলো মৃত কোষ । তিনি তখন কোষের ভিতরের বিভিন্ন উপাদান বা কোষের কাজ সম্পর্কে কিছুই জানতেন না । Cell শব্দটি এসেছে ল্যাটিন cellula থেকে, যার অর্থ ‘a small room’ ।
লিউয়েনহুক (Antony van Leeuwenhoek) ১৬৭০ সালে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে শুক্রাণু , লোহিত রক্ত কণিকা , প্রোটোজোয়া প্রভৃতি পর্যবেক্ষণ করেন । পরবর্তীতে ১৬৭৪ সালে তিনি শৈবাল Spirogyra পর্যবেক্ষণ করতে গিয়ে প্রথম জীবন্ত কিছু (সম্ভবতঃ ব্যাকটেরিয়া) দেখতে পান এবং সেগুলিকে এ্যানিমাকিউলস্ (animalcules) নামকরণ করেন, যার অর্থ ‘ক্ষুদ্র প্রাণী’ ।
১৮৩৩ সালে রবার্ট ব্রাউন (Robert Brown) উদ্ভিদ কোষের উপরে তাঁর আনুবীক্ষণিক পর্যবেক্ষণের ফল প্রকাশ করেন এবং তাতে প্রথম‘ কোষ নিউক্লিয়াস’ শব্দটি ব্যবহার করেন । পরবর্তী ১৭০ বছরে বিভিন্ন বিজ্ঞানী অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে কোষ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করেন ।
এদের মধ্যে ১৮৩৮ সালে জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ম্যাথিয়াস স্লেইডেন (Matthias Schleiden), ১৮৩৯ সালে প্রাণিবিজ্ঞানী থিওডর শোয়ান (Theodore Schwann) এবং ১৮৫৮ সালে রুডল্ফ ভার্কো ( Rudolf Virchow ) প্রমুখ বিজ্ঞানীদের গবেষণার উপর ভিত্তি করে কোষ মতবাদ (cell theory) প্রদান করা হয়, যার বিষয়বস্তু ছিলো 4 কোষ জীবনের মূল গাঠনিক একক ; জীবিত যে – কোন কিছুই কোষ দিয়ে তৈরী; এবং পুরাতন কোষ বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে । এখন বলতে পারেন, kosh ke abiskar koren?
সবশেষে বলা যেতে পারে, কোষ আবিষ্কার করেন রর্বাট হুক ৷ Robert Hooke discovered the cell.
- কোষের ইংরেজি প্রতিশব্দ সেল (cell)। সেল শব্দটি লাতিন শব্দ ৷ কোষ একটি বিশেষ্য পদ ৷ কোষ শব্দের অর্থ হচ্ছে আবরণ, ভান্ডার রাজকোষ ৷
- কোষ বিভাজন আবিস্কার করেন ওয়াল্টার ফ্লেমিং(Walter flemming) ১৮৮২ সালে ।
- মাইটোকন্ড্রিয়াকে কোষের প্রাণশক্তি বলা হয় ৷ কোষের যাবতীয় শক্তি উৎপাদনের কাজ মাইটোকন্ড্রিয়াতে হয়ে থাকে ৷ ফলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদনের কারখানা বলা হয় বা পাওয়ার হাউজ বলে থাকে ৷
- উদ্ভিদ দেহে কোষের রান্নাঘর বলা হয় পাতাকে ৷ সূর্যের আলোয় এবং মাটি থেকে শিখরের মাধ্যমে পানি শোষণ করে পাতায় উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে ৷
-
কোষ কি?
উত্তর: উত্তর: উদ্ভিদদেহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত । এসব অঙ্গ প্রত্যঙ্গ আবার কতকগুলো টিস্যুর সমষ্টি । আর টিস্যুগুলো হলো কোষের সমষ্টি । বৈষম্যভেদ্য, পর্দাবেষ্টিত, প্রোটোপ্লাজম দিয়ে গঠিত, স্ব- প্রজননশীল, জীবদেহের গঠনমূলক এবং ক্রিয়ামূলক একককে কোষ বলা হয় । কোষের আবিষ্কারক হলেন রর্বাট হুক ৷ নিউক্লিয়াসের সংগঠন এবং কোষীয় অঙ্গাণুর ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা হয়েছে । যথাঃ
A. সুগঠিত নিউক্লিয়াসবিহীন আদিকোষ (prokaryotic cell) এবং
B. সুগঠিত নিউক্লিয়াসযুক্ত প্রকৃতকোষ (eukaryotic cell) । -
কোষবিদ্যা কী?
উত্তরঃ উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় কোষের ভৌত রাসায়নিক গঠন , জৈবিক কার্যাবলী , বিকাশ , পরিস্ফূরণ , বিভাজন হয়ে নতুন কোষের উৎপত্তি ইত্যাদি বিষয়ে গবেষণা এবং পর্যালোচনা করা হয় তাকে কোষবিদ্যা বলে । কোষবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো cytology.
-
একটি আদর্শ কোষ কী?
উত্তরঃ দেহের প্রত্যেক অঙ্গের কোষই বৈশিষ্ট্যমন্ডিত । তাই কোনো উদ্ভিদকোষই আদর্শ নয় । তবে বিভিন্ন উদ্ভিদকোষের সমন্বয়ে এমন একটি কোষ তৈরি করা যায় যাকে আদর্শ কোষ বলা যেতে পারে ।