Who invented the transistor? | প্রিয় ভিউয়ার, ট্রানজিস্টর কে আবিষ্কার করেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “ট্রানজিস্টর আবিষ্কার করেন কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক
[MCQ] প্রশ্নঃ ট্রানজিস্টর কে আবিষ্কার করেন | Who invented the transistor?
- ট্রানজিস্টর জন বারডিন আবিষ্কার করেন ৷
- ট্রানজিস্টর আবিষ্কৃত হয় ১৯৪৮ সালে ৷
ট্রানজিস্টর কি?
ট্রানজিস্টর (Transistor) দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হয় । একে ট্রানজিস্টর বলে ।
আমেরিকার বেল ল্যাবরেটরিতে ১৯৪৮ সালে জন বারডিন (John Bardeen), উইলিয়াম শকলে (William Shockley) এবং ওয়াল্টার ব্রাটেইন (Walter Brattain) ট্রানজিস্টর উদ্ভাবন করেন । ট্রানজিস্টর আবিষ্কারের মধ্যে দিয়ে ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয় । ট্রানজিস্টর তৈরিতে একটি অর্ধপরিবাহী (Semiconductor) এর প্রয়োজন হয় । এতে অর্ধপরিবাহী হিসাবে সিলিকন বা জার্মেনিয়াম ব্যবহৃত হয় ।
কম্পিউটারের মূল মেমোরি তৈরিতে সিলিকন অর্ধপরিবাহী ব্যবহৃত হয় । ট্রানজিস্টর মূলত এমপ্লি ফায়ার ( বিবর্ধক) হিসেবে ব্যবহৃত হয় । ইলেকট্রনিক অ্যামপ্লিফায়ার (Amplifier) এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কৌশল যার ইনপুট বর্তনীতে দুর্বল সংকেত প্রয়োগ করে বহিঃ বর্তনী হতে বহুগুণ বিবর্ধিত সংকেত পাওয়া যায় ।
TX-O ( Transistor Experimental Computer ) ট্রানজিস্টরভিত্তিক প্রথম কম্পিউটার ৷
PDP-8 : ড্যাক (DEC = Digital Equipment Corporation) ১৯৬৫ সালে উপস্থাপনা করে PDP – 8 নামক ট্রনিজিস্টরভিত্তিক প্রথম মিনিকম্পিউটার ।
ট্রানজিস্টর | Transistor
ট্রানজিস্টর শব্দটির সাথে অনেকেই আমরা পরিচিত ৷ বর্তমানে ইলেকট্রনিক ডিভাইসে ট্রানজিস্টর ব্যবহার করা হয়, যার কারণে ডিভাইসের আকার কমাতে সাহায্য করে। ট্রানজিস্টর একটি সুইচ হিসাবে ব্যবহৃত হয়।
বিশ্বের প্রথম ট্রানজিস্টর পয়েন্ট-কন্টাক্ট ট্রানজিস্টর উদ্ভাবিত হয়েছিল ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে বেল ল্যাবরেটরিতে। উইলিয়াম শকলির নেতৃত্বে জন বারডিন এবং ওয়াল্টার ব্র্যাটেন নামের দুই বিজ্ঞানীর সহায়তায় এই আবিষ্কারটি করা হয়েছিল।
ট্রানজিস্টর আবিষ্কারের আগে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। এটি একটি ট্রানজিস্টরের মতোও কাজ করেছিল তবে এটির জন্য অনেক জায়গার প্রয়োজন ছিল। তাছাড়া ভ্যাকুয়াম টিউব ব্যবহারের ফলে ইলেকট্রনিক ডিভাইসের আকার অনেক বেড়ে যায় । ভ্যাকুয়াম টিউবও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ৷
এই কারণেই বিশ্বের প্রথম কম্পিউটারটি একটি ঘরের মতো বড় ছিল, কারণ এতে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল।
বেল ল্যাবসে অনেক ব্যর্থ প্রচেষ্টার পর ট্রানজিস্টরের জন্ম হয়।
-
ট্রানজিস্টর আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ট্রানজিস্টর আবিষ্কার হয় ১৯৪৮ সালে ৷
-
ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার কোনটি?
উত্তরঃ ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার— TX-O ৷
-
ট্রানজিস্টর কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ ট্রানজিস্টর মোবাইল, কম্পিউটার এবং সকল ইলেকট্রনিকস ডিভাইসে ব্যবহার করা হয় ৷
-
ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি?
উত্তরঃ ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম সিলিকন ৷
-
ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার কোনটি?
উত্তরঃ ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার— PDP-8 ৷
-
ট্রানজিস্টর কত প্রকার?
উত্তরঃ ট্রানজিস্টর দুই প্রকার ৷