Who is the father of biology? | জীব বিজ্ঞানের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
This Question Also Answes:
- আধুনিক জীববিজ্ঞানের জনক কে? [Adhunik jib bigganer jonok ke]
- উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? [udvid bigganer jonok ke]
- চিকিৎসা বিজ্ঞানের জনক কে? [chikitsa bigganer jonok k]
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? [genetic engineering er jonok k]
- শ্রেণিবিন্যাসের জনক কে? [srenibinnaser jonok k]
- এনাটমির জনক কে? [anatomy jonok k]
প্রশ্নঃ জীববিজ্ঞানের জনক কে | Who is the father of biology?
জীববিজ্ঞান কাকে বলে?
বিজ্ঞানের যে শাখায় জীবদের গঠন, গুণাগুণ, জৈবিক কার্যকলাপ, বাস্তব জীবনে এদের প্রয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলা হয় ।
জীববিজ্ঞান, বিজ্ঞানের একটি প্রাচীনতম ও অন্যতম মৌলিক শাখা । জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা হলো Biology. দুটি গ্রীক শব্দ হতে ইংরেজি Biology শব্দটির উদ্ভব হয়েছে । এর প্রথমটি হলো Bios , যার অর্থ জীবন এবং দ্বিতীয় শব্দটি হলো Logos, যার অর্থ জ্ঞান । অর্থাৎ Biology হলো জীবন সম্বন্ধে জ্ঞান । Biology is the science of living things. Biology শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন একজন ফরাসী জীববিজ্ঞানী জ্যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক (১৭৪৪-১৮২৯) ।
জীববিজ্ঞানের জনক: বিজ্ঞানের যে কোন শাখায় প্রথম বিজ্ঞান ভিত্তিক আলোচনা বা গবেষণার যিনি সূত্রপাত করেন তাকে বিজ্ঞানের ঐ শাখার জনক বলা হয়ে থাকে । উদ্ভিদ ও প্রাণীর প্রকৃতি নিয়ে আলোচনার সূত্রপাত করেন গ্রীক দার্শনিক অ্যারিস্টটল ( খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২ ), তাই অ্যারিস্টটল (Aristotle)- কে জীববিজ্ঞানের জনক বলা হয় । তবে এরও বেশ আগে ভারতীয় উপমহাদেশে ঋষি অথবান, সুশ্ৰুত প্রভৃতি ব্যক্তিগণ উদ্ভিদ ও চিকিৎসা শাস্ত্রে উল্লেখযোগ্য অবদান রেখে ছিলেন ।
জীববিজ্ঞানে আরও কিছু গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ
বিষয় | জনক |
---|---|
মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন | উইলিয়াম হার্ভে |
আধুনিক কোষতত্বের জনক | স্লেইডেন ও সোয়ান |
জলাতঙ্ক রোগের টিকা আবিস্কারক | লুই পাস্তুর |
গুটি বসন্তের টিকা আবিস্কারক | এডওয়ার্ড জেনার |
বংশগতিবিদ্যার জনক | মেন্ডেল |
যক্ষা রোগের প্রতিষেধক আবিষ্কার করেন | রবার্ট ক্লোথ |
ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন | স্যার রোনাল্ড রস |
গুটি বসন্তের টিকা আবিস্কারক | এডওয়ার্ড জেনার |
পেনিসিলিন আবিস্কারক | আলেকজেন্ডার ফ্লেমিং |
পোলিও টিকা আবিস্কারক | জোনাস শল্ক |
প্রাণিবিদ্যার জনক | অ্যারিস্টটল |
আধুনিক উদ্ভিদবিদ্যার জনক | লিনিয়াস |
বিবর্তনীয় বাস্তুবিদ্যার জনক | লেমার্ক |
আধুনিক বিবর্তনের জনক | চার্লস ডারউইন |
-
আধুনিক জীববিজ্ঞানের জনক কে?
উত্তরঃ জীববিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটল কে ৷ আর আধুনিক জীববিজ্ঞানের জনক কে? প্রশ্নটির উত্তর খুজে পাওয়া যায়নি ৷ অতি শিঘ্রই উত্তরটি সংযোগ করবো ৷ Who is the father of modern biology?
-
উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাসটাস ৷
-
চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ৷
-
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?
উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক পল বার্গ(paul Berg) ৷
-
শ্রেণিবিন্যাসের জনক কে?
উত্তরঃ শ্রেণিবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস ৷
-
এনাটমির জনক কে?
উত্তরঃ এনাটমির জনক ভেসালিয়াস ৷