Who is the Father of Botany? | প্রিয় ভিউয়ার, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক
[MCQ] প্রশ্নঃ উদ্ভিদ বিজ্ঞানের জনক কে | Who is the Father of Botany?
থিওফ্রাস্টাসকে উদ্ভিদবিজ্ঞানের জনক বলা হয় । তার লেখা বই ‘দি হিস্টোরি অব প্ল্যান্টস’ এর নয়টি ভাগ এবং ‘অন দি কজেস অব প্ল্যান্টস’ এর ছয়টি ভাগ খুবই উল্লেখযোগ্য ।
উদ্ভিদবিজ্ঞান থেকে কিছু প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ পাস্তুরাইজেশন কী?
উত্তরঃ পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন লুই পাস্তর ১৮৬৪ সালে । নির্দিষ্ট তরল পদার্থ ( বিশেষ করে দুধ ) থেকে নির্দিষ্ট অণুজীবসমূহকে অপসারিত করে তাকে ঐ অবস্থায় দীর্ঘক্ষণের প্রক্রিয়াকে পরিচালনা করা হয় , তাকে পাস্তুরাইজেশন বলে ।
প্রশ্নঃ পাস্তুরায়ন কী?
উত্তরঃ তরল পানীয়কে জীবানুমুক্ত করার প্রক্রিয়াকে পাস্তুরায়ন বলে । দুধকে 30 min এ 63 ° c অথবা 15s এ 72 ° c তাপমাত্রায় উত্তপ্ত করে হঠাৎ ( 4 ° C – 7 ° C ) তাপমাত্রায় নামিয়ে আনলে দুধ জীবাণুমুক্ত হয় । ফরাসী বিজ্ঞানী লুই পাস্তুর এ প্রক্রিয়া আবিষ্কার করেন ১৮৬৪ সালে ।
প্রশ্নঃ পাস্তুরাইজেশনের সুবিধাগুলো লিখ ।
উত্তরঃ পাস্তুরাইজেশনের সুবিধা- ১. এই পদ্ধতি প্রয়োগে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর অণুজীব ধ্বংস হয় । ২. দুধে উপস্থিত ব্যাকটেরিয়া ৯৯ % হ্রাস পায় । ৩.এই পদ্ধতিতে দীর্ঘসময় দুধ সংরক্ষণ করা যায় ।
প্রশ্নঃ পাস্তুরাইজেশনের অসুবিধাগুলো লিখ ।
উত্তরঃ পাস্তুরাইজেশনের অসুবিধা- ১. এই প্রক্রিয়ায় তাপের ফলে দুধের স্বাদ বিনষ্ট হয় । ২. অনেক সময় সংবেদনশীল ভিটামিন তাপে নষ্ট হয় । ৩. সময় ও তাপমাত্রা সঠিকভাবে প্রয়োগের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন ।
প্রশ্নঃ উদ্ভিদের ছত্রাক গঠিত রোগের কারণ কে বর্ণনা করেন ?
উত্তরঃ ডি বেরি ।
প্রশ্নঃ Father of Bacteriology বলা হয় কাকে ?
উত্তরঃ লুই পাস্তরকে । তিনি আধুনিক অণুজীববিজ্ঞানের জনক ।
-
জীববিজ্ঞান এর জনক কে?
উত্তর: এরিস্টটল ।
-
প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ এরিস্টটল ৷