Who is the father of chemistry? প্রিয় ভিউয়ার, রসায়নের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “রসায়নের জনক বলা হয় কাকে প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
The Question Also Answers:
- আধুনিক রসায়নের জনক কে? [adhunik rosayoner jonok ke]
- জৈব রসায়নের জনক কে? [joibo rosayoner jonok ke]
- ভৌত রসায়নের জনক কে? [vouto rosayon er jonok ke]
- প্রাচীন রসায়নের জনক কে? [prachin rosayon er jonok ke]
- কাকে রসায়নের জনক বলা হয়? [rosayoner jonok ke]
- রসায়নের রাজা কাকে বলা হয়? [rosayoner raja bola hoi kake]
[MCQ] প্রশ্নঃ রসায়নের জনক কে? | Who is the father of chemistry?
আরও পড়ুনঃ
- অর্থনীতির জনক কে?
- রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
- হিসাব বিজ্ঞানের জনক কে?
- কম্পিউয়াটারের জনক কে?
- ইতিহাসের জনক কে?
রসায়নে আরও কিছু গুরুত্ত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ
- পদার্থ কয় প্রকার ও কি কি ? উঃ পদার্থ ২ প্রকার যথাঃ ( ১ ) মৌলিক পদার্থ ( ২ ) যৌগিক পদার্থ
- মৌলিক পদার্থ কাকে বলে ? উঃ যে পদার্থ কে ভাঙলে ঐ পদার্থ ছাড়া অন্যকোন পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে । ( HON . Cl , Na , K. Mg . Ca , Fe , CuZn )
- যৌগিক পদার্থ কাকে বলে ? উঃ যৌগিক পদার্থ : যে সকল পদার্থকে ভাঙ্গলে অর্থাৎ বাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে । যেমন : পানি ( HO ) . একে বিশ্লেষন করলে , H এবং O নামক ২ টি মৌলিক পদার্থ পাওয়া যাবে । HO H + O2 . আবার , খাবার লবণ ( NaCl ) সোডিয়াম ক্লোরাইড একে বিশ্লেষন করলে Na এবং Cl নামক দুইটি মৌলিক পদার্থ পাওয়া NaCl Na + C.CO. → C + 0₂NH , → N₂ + H₂
- আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত ? উঃ আজ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা 118 টি ।
- কতটি মৌলিক পদার্থের নামকরন করা হয়েছে ? উঃ 114 টি মৌলিক পদার্থের নামকরন করা হয়েছে ।
- কতটি মৌলিক পদার্থকে স্বীকৃতি দেওয়া হয়েছে ? উঃ 112 টি মৌলিক পদার্থকে স্বীকৃতি দেওয়া হয়েছে ।
- প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কতটি ? উঃ প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 92 টি
- কৃত্রিম উপায়ে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কতটি ? উঃ কৃত্রিম উপায়ে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 22 টি ( Te Po , Nu , Am , Cm , BL , Cr , Es , Fm , Md . No. Lz , Sg . Bh . Hs . Mt. )
- ভৌত অবস্থা কঠিন এমন মৌলিক পদার্থের সংখ্যা কতটি ? উঃ ভৌত অবস্থা কঠিন এমন মৌলিক পদার্থের সংখ্যা 93 টি ।
- ভৌত অবস্থা তরল এমন মৌলিক পদার্থের সংখ্যা কত টি Br . Cs . Fr. Hg ) O. N. CLFI . He , Ne , Ar , Kr . Xe . Rn ) উঃ ভৌত অবস্থা তরল এমন মৌলিক পদার্থের সংখ্যা 5 টি
- ভৌত অবস্থা গ্যাসীয় এমন মৌলিক পদার্থের সংখ্যা কতটি ? উঃ ভৌত অবস্থা গ্যাসীয় এমন মৌলিক পদার্থের সংখ্যা 11 টি ( H.
- হ্যালোজেন মৌলের সংখ্যা কতটি ? হ্যালোজেন মৌলের সংখ্যা 5 টি ( CIF . Br . LAIA কে X দ্বারা চিহ্নিত করা হয় । [ At প্রকৃতিতে খুবই অল্প পরিমানে পাওয়া যায় ।
- নিষ্ক্রীয় গ্যাসের সংখ্যা কত টি ? ডঃ নিষ্ক্রীয় গ্যাসের সংখ্যা 6 টি ( He . Ne . Ar . Kr . Xe . Rn ) ০১৪। কোন কোন মৌলিক গ্যাসের অণুসমূহ বিপরমাণুক উঃ ৭ টি মৌলিক গ্যাসের অণুসমূহ দ্বিপরমাণুক যথা ? ( CI F. Bro . In H. ON ) [ father of chemistry ]
- তীব্র ক্ষার ধাতুর সংখ্যা কতটি ? উঃ তীব্র ক্ষার ধাতুর সংখ্যা 6 টি যথাঃ Li , Na , K. Rb Cs . Fr
- মৃৎক্ষার ধাতুর সংখ্যা কতটি ? উঃ মৃৎক্ষার ধাতুর সংখ্যা 6 টি । যথা : Be Mg . Ca Sr Ba Ra
- অধাতুর সংখ্যা কতটি ? উঃ অধাতুর সংখ্যা 19 টি ( HON.C.S.P. CLF . Br . LAL He . No. Ar Kr . Xe , Rn , B. Si
- উপধাতুর সংখ্যা কতটি ? উঃ উপধাতুর সংখ্যা 7 টি ( B , Si Ge As Se , Sh , Te ) [ 1 ]
- দুর্বল ধাতুর সংখ্যা কতটি ? উঃ দুর্বল ধাতুর সংখ্যা ৪ টি ( AI , Gia . In . Sn . T1 . Pb . Bi . Po )
- ঋতুর সংখ্যা কতটি ? উঃ ধাতুর সংখ্যা 78 টি ( +23 . J ০২১। ধাতু কাকে বলে ? উঃ যে সকল পদার্থ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী , চকচক করে , আঘাত করলে টুনচুন শব্দ হয় , ঘাতসহ নমনীয় / ভঙ্গুর নয় , ইচ্ছামত আকার দেওয়া যায় সে সকল পদার্থ কে ধাতু বলে । এদের মধ্যে যেকোন একটি বা দুটি বৈশিষ্ট্য থাকলে তা ধাতুর অন্তর্ভূক্ত ।
- নরম ধাতু কত । উঃ নরম ধাতু 6 টি । যথাঃ Pb , Cu , Zn , Na Mg . K
- সবচেয়ে হালকা মৌল কোনটি ? উঃ সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন ( H )
- সবচেয়ে ভারী মৌল কোনটি ? উঃ সবচেয়ে ভারী মৌল ‘ ইউরেনিয়াম ( U )
- মুদ্রাধাতু কয়টি ও কি কি ? উঃ মুদ্রাধাতু 3 টি যথাঃ কপার [ Cupool সিলভার LAgaml , গোল্ড [ Aupl
- ধাতুর অক্সাইড কোন প্রকৃতির ? উঃ ধাতুর অক্সাইড ক্ষারকীয় বা উভধর্মী ।
-
আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ জন ডাল্টন আধুনিক রসায়নের জনক ৷ আবার অনেকে এন্টোনি ল্যাভয়শিয়ে কে আধুনিক রসায়নের জনক বলে থাকেন ৷
-
জৈব রসায়নের জনক কে?
উত্তরঃ জৈব রসায়নের জনক হলেন ফ্রেডারিক উইলার।
-
ভৌত রসায়নের জনক কে?
উত্তরঃ ভৌত রসায়নের জনক বলা হয় ফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড ৷
-
প্রাচীন রসায়নের জনক কে?
উত্তরঃ প্রাচীন রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান ।
-
রসায়নের রাজা কাকে বলা হয়?
উত্তরঃ সালফিউরিক এসিডকে রসায়নের রাজা বলা হয়।