[MCQ] কম্পিউটারের জনক কে | Who is the father of computer?

Who is the father of computer? | কম্পিউটারের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

কম্পিউটারের জনক কে | Who is the father of computer

[MCQ] প্রশ্নঃ কম্পিউটারের জনক কে? | Who is the father of computer?

  • প্যাসকেল
  • নেপিয়ার
  • মুনার
  • চার্লস ব্যাবেজ

উত্তরঃ চার্লস ব্যাবেজ ৷

কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ কে ৷

আরও কিছু গুরুত্ত্বপূর্ণ উত্তরঃ

  • গ্রিক শব্দ Compute হতে কম্পিউটার শব্দটি উৎপন্ন হয়েছে । Compute অর্থ গণনাকারী যন্ত্র ।
  • কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ ।
  • আধুনিক কম্পিউটারের জনক – জন ভন নিউম্যান ।
  • কম্পিউটার তৈরি / আবিষ্কার করেন – হাওয়ার্ড এইকিন ।
  • মাইক্রো কম্পিউটারের জনক – এইচ এডওয়ার্ড রবার্ট
  • মিনি কম্পিউটারের জনক – কেলেথ এইচ ওলসেন
  • কম্পিউটার বিজ্ঞানের জনক – অ্যালান টুরিং ৷
  • আধুনিক কম্পিউটারের জনক হিসেবে খ্যাত জন ভন নিউম্যান ৷
  • ল্যাপটপ সর্বপ্রথম প্রর্বতিত হয় ১৯৮১ সালে , এপসন কোম্পানি ।
  • কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন ।
  • কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে ।
  • IC চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার অ্যালটেয়ার – ৮৮৮০ ।
  • প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম Mark – 1.
  • প্রথম কম্পিউটার প্রোগ্রামার হলেন অ্যাডা অগ্যাস্টা ।
  • বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটারের নাম হলো ENIAC.
  • আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে ।
  • ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ ।
  • বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্টে ।
  • বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম হলো আইবিএম – ১৬২০ সিরিজ ।
  • বাংলাদেশে সর্বপ্রথম ইন্টানেট চালু ১৯৯৬ সালে ।
  • আধুনিক কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ জন ভন নিউম্যান

  • ডিজিটাল কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ হাওয়ার্ড এইকেন

  • কম্পিউটারের আবিষ্কারক কে?

    উত্তরঃ হাওয়ার্ড এইকেন।

  • ল্যাপটপের জনক কে?

    উত্তরঃ বিল মোগরিজ।

  • মাইক্রো কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ হেনরি এডওয়ার্ড রবাট।

  • মিনি কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ ক্যানেথ এইচ ওলসেন

  • প্রথম ইলেট্রনিক কম্পিউটিরের আবিষ্কারক কে?

    উত্তরঃ ড. জন এটোসফ

5/5(15 votes)
Scroll to Top