Who is the father of mathematics? | গণিতের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, গণিতের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
This Question Also Answes:
- পাটিগণিতের জনক কে?
- বীজ গণিতের জনক কে?
- ত্রিকোণমিতির জনক কে?
- জ্যামিতির জনক কে?
- ক্যালকুলাস এর জনক কে?
- লগারিদম এর জনক কে?
- সংখ্যাতত্ত্ব জনক কে?
- শূন্যে আবিষ্কারক কে?
- সেটতত্ত্ব এর জনক কে?
[MCQ] প্রশ্নঃ গণিতের জনক কে | Who is the father of mathematics?
Archimedes | আর্কিমিডিস ছিলেন একজন গ্রিক গণিতবিদ , পদার্থবিজ্ঞানী , জ্যোতির্বিদ , ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এবং আবিষ্কারক । আর্কিমিডিসকে বলা হয় গণিতশাস্ত্রের জনক(Father of Mathematics) । প্রাচীনকালের শ্রেষ্ঠ গণিতবিদ ও পদার্থবিদ । পৃথিবীর সর্বকালের তিন শ্রেষ্ঠ গণিতবিদের মধ্যে তিনি তৃতীয় । তিনি সংখ্যাতত্ব ও বীজগণিতের উন্নয়নে বেশ কিছু কাজ করেছেন । কিন্তু পদার্থবিদ্যা ও জ্যামিতিতে তার অবদান সবচেয়ে বেশি । প্রাচীন পদার্থবিদদের মধ্যে তিনিই সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে গণিত ও জ্যামিতির ব্যবহার শুরু করেন । তাঁকে অনুসরণ করেই পরবর্তীতে বিজ্ঞানীরা বিজ্ঞানের প্রায় সকল শাখাতে গণিতের ব্যাপক ব্যবহার শুরু করেন । তিনি গোলকের আয়তন , -এর মান , অসীম সিরিজের যোগফল ও বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেন ।
গণিতের বিভিন্ন শাখার জনকঃ
-
পাটিগণিতের জনক কে?
উত্তরঃ পাটিগণিতের জনক বলা হয় আর্যভট্র কে ৷
-
বীজ গণিতের জনক কে?
উত্তরঃ বীজ গণিতের জনক মুসা আল খারিজমী ৷
-
ত্রিকোণমিতির জনক কে?
উত্তরঃ ত্রিকোণমিতির জনক হিপ্পারচাস ৷
-
জ্যামিতির জনক কে?
উত্তরঃ জ্যামিতির জনক হলো ইউক্লিড ৷
-
ক্যালকুলাস এর জনক কে?
উত্তরঃ ক্যালকুলাস এর জনক নিউটন ৷
-
লগারিদম এর জনক কে?
উত্তরঃ লগারিদম এর জনক জন নেপিয়ার ৷
-
সংখ্যাতত্ত্ব জনক কে?
সংখ্যাতত্ত্ব জনক পিথাগোরাস ৷
-
শূন্যে আবিষ্কারক কে?
শূন্যে আবিষ্কারক হলেন ব্রহ্মগুপ্ত ও আর্যভট্র ৷
-
সেটতত্ত্ব এর জনক কে?
সেটতত্ত্ব এর জনক জর্জ ক্যান্টর ৷