[MCQ] রাষ্ট্রবিজ্ঞানের জনক কে | Who is the father of political science?

Who is the father of political science? | রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

রাষ্ট্রবিজ্ঞানের জনক কে | Who is the father of political science

[MCQ] প্রশ্নঃ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? | Who is the father of political science?

  • নিকোলার ম্যাকিয়াভেলী
  • অগাস্ট কোঁৎ
  • এরিস্টটল
  • হেরোডোটাস

উত্তরঃ এরিস্টটল ৷

এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ৷ Aristotle is called the father of political science.

আরও পড়ুনঃ

রাষ্ট্রবিজ্ঞানের আরও কিছু গুরুত্ত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ

প্র : সার্বভৌম রাষ্ট্র কী ?

উ : স্বাধীন সার্বভৌমত রাষ্ট্র হলো একটি অবস্তুগত বৈধ সত্ত্বা , যা একটি কেন্দ্ৰীয় সরকার কর্তৃক শাসিত এবং যার একটি নির্দিষ্ট ভূখন্ডে সার্বভৌমত্ব বিদ্যমান । একটি স্থায়ী জনগোষ্ঠীর নির্দিষ্ট সীমানা , সরকার এবং অপর কোন সার্বভৌম রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের যোগ্যতা থাকলে তাকে সার্বভৌম রাষ্ট্র বলে ।

প্র : কোন শক্তি বলে রাষ্ট্র তার অস্তিত্ব টিকিয়ে রাখে ?

উ : রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব । সার্বভৌম শক্তির বলে রাষ্ট্র তার অস্তিত্ব টিকিয়ে রাখে ।

প্র : ওয়েস্টফেলিয়া সার্বভৌমত্ব বলতে কী বুঝ ?

উ : ওয়েস্টফেলিয়া সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রীয় সীমানা এবং অভ্যন্তরীণ কাঠামোর ভেতরে বিদেশী গুপ্তচরবৃত্তির অনুপস্থিতির উপর ভিত্তি করে সৃষ্ট জাতি – রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণাকে বুঝায় । এটি রাষ্ট্র , বহুজাতিক কর্পোরেশন এবং সংগঠনসমূহের এক আন্তর্জাতিক ব্যবস্থা যা ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তির মাধ্যমে শুরু হয় ।

প্র : ডি জুরি রাষ্ট্র কী ?

উ : ডি জুবি রাষ্ট্র শব্দটির উৎপত্তি ল্যাটিন ভাষা থেকে । ল্যাটিন ডি জুরি অর্থ আইনত । অর্থাৎ ডি জুরি রাষ্ট্র মানে আইনত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র । রাষ্ট্র গঠনের চারটি মৌলিক উপাদান বাদে এর বাড়তি আরো একটি যোগ্যতা আছে । সেটি হলো স্বীকৃতি । অর্থাৎ অন্যান্য আইনত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি । স্বাধীন – সার্বভৌম রাষ্ট্র বলতে সাধারণত আইনত স্বাধীন রাষ্ট্রকেই বুঝায় । যেমন বাংলাদেশ , ভারত , পাকিস্তান । এগুলো ডি জুরি রাষ্ট্র । political science

প্র : কোনটি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না ?

উ : সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না ।

প্রঃ কোন শতাব্দীতে সার্বভৌম ক্ষমতা পরিপূর্ণ রূপ লাভ করে ?

উ : ষোড়শ শতাব্দীতে সার্বভৌম ক্ষমতা পরিপূর্ণ রূপ লাভ করে ।

প্র : সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ বিধায় জনগণ আইন মান্য করে চলে- কার উক্তি ?

উ : জন অস্টিনের উক্তি ৷

প্র : বাংলাদেশের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী কে ?

উ : বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি । বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র নিজেকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে ।

প্র : সার্বভৌমত্বের আধুনিক ধারণা সর্বপ্রথম কোন দেশে জন্মলাভ করে ?

উ : ফরাসিতে ।

প্র : রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি ?

উ : সার্বভৌমত্ব । বাংলাদেশের নাম সর্বস্ব সার্বভৌম ক্ষমতার অধিকারী মহামান্য রাষ্ট্রপতি । বাংলাদেশের প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী মন্ত্রিপরিষদ ।

প্র : আইনগত সার্বভৌমত্ব কি ?

উ : যে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ , যার মাধ্যমে রাষ্ট্রের চুড়ান্ত আদেশ আইনের রূপ লাভ করে এবং আদালত কর্তৃক স্বীকৃত হয় , তাকেই আইনগত সার্বভৌমত্ব বলে । আইনগত সার্বভৌমত্বের স্বার্থক প্রবক্তা জন অস্টিন । political science

প্র : রাষ্ট্রের চুড়ান্ত ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্ব কার উক্তি ?

উ : অধ্যাপক উইলোবীর উক্তি ।

প্র : রাষ্ট্রকে সকল সংঘের সংঘ- বলেছেন কে ?

উ : ফিগিস ।

  • আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

    উত্তরঃ নিকোলার ম্যাকিয়াভেলী

  • রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় ধারণা কোনটি?

    উত্তরঃ ক্ষমতা

  • একজন ব্যক্তি একই সঙ্গে কয়টি রাষ্ট্রের সদস্য হতে পারে?

    উত্তরঃ একজন ব্যক্তি একই সঙ্গে একটি মাত্র রাষ্ট্রের সদস্য হতে পারে ।

  • রাষ্ট্র কিরূপ ধারণা?

    উত্তরঃ রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা ।

  • সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন কারা ?

    উত্তরঃ টিউডররা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছেন ।

  • আমিই রাষ্ট্র- কে বলেছেন ?

    উত্তরঃ চতুদৰ্শ লুই

  • শক্তি নয় , জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি কে বলেছেন ?

    উত্তরঃ শক্তি নয় , জনগণের ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি বলেছেন অধ্যাপক গ্রিন ।

4.8/5(21 votes)
Scroll to Top