বনফুল’ কার ছদ্মনাম? | Whose nickname is Banful?

‘বনফুল’ কার ছদ্মনাম? Whose nickname is Banful?

 ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়

 খ) যতীন্দ্র মোহন বাগচী

 গ) প্রমথ চৌধুরী

 ঘ) মোহিতলাল মজুমদার

উত্তরঃ ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়

ব্যাখ্যাঃ বনফুল’ কার ছদ্মনাম? এটি বিভিন্ন পরিক্ষায় এসে থাকে ৷ গুরুত্বসহকারে পড়তে হবে ৷

আরও কিছু ছদ্মনামের তালিকা দেখুনঃ

1বিমল কুমার ঘোষ ছদ্মনামমৌমাছি
2সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনামনীললোহিত
3সমরেশ বসু ছদ্মনামকালকূট
4তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছদ্মনামহাবু শর্মা
5নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছদ্মনামশ্রীনিরপেক্ষ
6অমিতাভ চৌধুরী ছদ্মনামচাণক্য
7রাজশেখর বসু ছদ্মনামপরশুরাম
8হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছদ্মনামরসিক মল্লা
9সত্যেন্দ্রনাথ দত্ত ছদ্মনামনবকুমার,কবিরত্ন
10সতীনাথ ভাদুড়ি ছদ্মনামচিত্রগুপ্ত
11বলাইচাঁদ মুখোপাধ্যায় ছদ্মনামবনফুল
Rate this post
Scroll to Top