বাংলাদেশে কোন ইকোপার্ক কোথায় অবস্থিত পর্যটকদের রোডম্যাপ

5/5(1 vote)

পর্যটকদের কমন প্রশ্ন কোন ইকোপার্ক কোথায় অবস্থিত? ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ, ট্যুরের জন্য বাংলাদেশের জনপ্রিয় ইকোপার্কগুলো ঘুরে দেখার ইচ্ছা রয়েছে, আপনারা এই পোষ্টের মাধ্যমে ইকোপার্কগুলোর অবস্থান জানতে পারবেন ৷ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ অসংখ্য ইকোপার্ক গড়ে উঠেছে ৷ আসুন একনজরে দেখে নেই কোন ইকো পার্ক কোথায় অবস্থিতঃ—

বাংলাদেশে কোন ইকোপার্ক কোথায় অবস্থিত

বাংলাদেশে কোন ইকোপার্ক কোথায় অবস্থিত

ইকোপার্কের নামঅবস্থান
মধুটিলা ইকোপার্কশেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত ৷
সীতাকুণ্ড ইকোপার্কচট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত ৷
বাঁশখালী ইকোপার্কচট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলায় অবস্থিত ৷
মধুপুর ইকোপার্কটাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত ৷
টিলাগড় ইকোপার্কসিলেট জেলার টিলাগড় এলাকায় অবস্থিত ৷
মুরাইছড়ি ইকোপার্কমৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ৷
ধানসিঁড়ি ইকোপার্কদিনাজপুর জেলার তাজপুরে অবস্থিত ৷
কুয়াকাটা ইকোপার্কপটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত ৷
রাজেশপুর ইকোপার্ককুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৷
মাধবকুণ্ড ইকোপার্কমৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত ৷
হরিনপালা ইকোপার্কপিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় অবস্থিত ৷
চন্দ্রমহল ইকোপার্কবাগেরহাট সদর উপজেলায় ৷
কাজিরবাগ ইকোপার্কফেনীর কাজিরবাগ পরশুরাম সড়কের পাশে অবস্থিত।
মহামায়া ইকোপার্কচট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত ৷
সুরঞ্জনা ইকোপার্কবরগুনা জেলার সদর উপজেলায় ৷
আপন বাড়ি ইকোপার্ককুমিল্লার চান্দিনায় অবস্থিত ৷
বুড়িগঙ্গা ইকোপার্কঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে ৷
শেখ রাসেল ইকোপার্কখুলনার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত ৷
বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কসিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় ৷
ঝিনাইদহ ইকোপার্কঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ৷

আপনাদের কমন প্রশ্নগুলোর উত্তর দেখুন

বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃ বাংলাদেশের প্রথম ইকোপার্ক “বোটানিক্যাল গার্ডেন ও ইকো – পার্ক” ৷ এটি চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত ৷ এটি এশিয়া মহাদেশের বৃহত্তম ইকোপার্ক ৷ সীতাকুণ্ড ইকোপার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। ৮০৮.০০ হেক্টর জমি নিয়ে পার্কটি তৈরি ৷ জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য, যা পর্যটকদের শিক্ষা ও বিনোদনের জায়গা হয়ে উঠেছে ৷

শেখ রাসেল ইকো পার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃ শেখ রাসেল ইকো পার্ক খুলনার বটিয়াঘাটা উপজেলায় রূপসা নদীর তীরে অবস্থিত ৷ এই পার্ক ৪৩.৬০ একর জমির উপরে গড়ে উঠছে ৷ বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাইয়ের নামে শেখ রাসেল ইকো পার্ক তৈরি করা ৷ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খুলনার এই শেখ রাসেল ইকো পার্ক ৷

মধুটিলা ইকো পার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃ মধুটিলা ইকো পার্ক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত ৷ পার্কটি শেরপুর জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ অন্যদিকে ঢাকা থেকে মধুটিলা ইকোপার্কের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপে ভরপুর এই মধুটিলা ইকোপার্ক ৷ এখানে আরও রয়েছে সাইটভিট টাওয়ার, লেক, প্যাডেল বোট, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, শিশুপার্ক, রেস্টহাউসসহ বিভিন্ন স্থাপনা, যা পর্যটকরা ঘুরে ঘুরে দেখতে পারে ।

মুরাইছড়া ইকো পার্ক কোথায়?

উত্তরঃ মুরাইছড়া ইকো পার্ক মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় কর্মধা ইউনিয়নে অবস্থিত ৷ মুরাইছড়া ইকোপার্ক নামকরণ করা হয়েছে মুরইছড়া ঝর্ণা ও মুরইছড়া নদীর নামে ৷ প্রাকৃতিক ঘন গাছ-গাছালি ও জীববৈচিত্রের সমাহারে অপরুপ সৌন্দর্যে ভরপুর এই পার্ক ৷ ছোট ছোট টিলা নিয়ে গড়ে তোলা এই পার্কে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন ৷

মাধবকুন্ড ইকো পার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃ মাধবকুন্ড ইকো পার্ক সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। এই ইকোপার্কে অন্যান্য আকর্ষনের মধ্যে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, পরিকুণ্ড ঝর্ণা, শ্রী শ্রী মাধবেশ্বরের তীর্থস্থান, এবং চা বাগান ৷ পর্যটকদের কথা মাথায় রেখে এখানে রেস্টহাউজ ও রেস্টুরেন্ট হয়েছে ৷ ২০০১ সালে ২৬৭ একর জমিতে মাধবকুন্ড ইকো পার্ক তৈরি করা হয়েছে ৷ এখানে ভ্রমনের উপযুক্ত সময় শীতকাল, তবে শীতকালে ঝর্ণায় পানি কম থাকায় অনেকে বর্ষার সময় যায় ৷ ঢাকা থেকে মধুটিলা ইকোপার্কের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

বাঁশখালী ইকোপার্ক কোথায় অবস্থিত?

উত্তরঃ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত বাঁশখালী ইকোপার্ক চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলায় অবস্থিত ৷ ২০০৩ সালে ১২০০ হেক্টর জমি নিয়ে এই পার্ক গঠিত ৷ ইকোপার্কটি চট্টগ্রাম শহর হতে ৫০ কিমি দক্ষিণ-পশ্চিমে রয়েছে ৷ এখানে রয়েছে উঁচু-নিচু পাহাড়, লেকের স্বচ্ছ পানি ও বনাঞ্চল ৷ তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক পর্যটক এই পার্কে ঘুরতে আসেন ৷

সর্বশেষ

প্রিয় ভিউয়ার, আপনারা যারা এতোদিন বাংলাদেশের কোন ইকোপার্ক কোথায় অবস্থিত জানতে চেয়েছেন, আশা করি আপনাদের জন্য আজকের আর্টিকেল উপকারে আসবে ৷ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে নতুন নতুন অসংখ্য ইকোপার্ক গড়ে উঠছে ৷ এসব পার্কগুলো একদিকে দর্শককে বিনোদনের মাধ্যম হয়ে উঠছে অপর দিকে শিখতে পারছে অনেক কিছু ৷ এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেতে প্রিয়বিডি’র সাথেই থাকুন ৷

Scroll to Top