About us

অসংখ্য ধন্যবাদ প্রিয়বিডি বিজিট করার জন্য ৷ শিক্ষা মানুষের জ্ঞানের পরিধিকে প্রসারিত করে ৷ আপনার জ্ঞানের পরিধি আরো প্রসারিত করতে প্রচুর পড়ুন ৷

আপনি যদি বিসিএস, চাকুরি পরিক্ষাসহ যেকোনো ভর্তি পরিক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্নাবলির উত্তর জানতে চান কিংবা এম.সি.কিউ টাইপ প্রশ্নের উত্তর, জব সমাধান, রিসেন্ট সাধারন জ্ঞান(GK) অর্থ্যাৎ সমসাময়িক বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে Priobd.com সাহায্য করবে ৷

প্রিয়বিডি কিভাবে আপনাকে সাহায্য করবে

  • আপনার কাঙ্খিত প্রশ্নটি অথবা কিয়োর্ডটি সার্চবারে লিখে সার্চ করুন ৷
  • নিচে ক্যাটাগরি বাচাই করে আপনার প্রশ্নটি খুজুন ৷

ভিজিটর অনলাইনে কোন কোন প্রশ্নগুলো বেশি খুজে থাকে অথবা আমাদের প্রশ্ন করে থাকে, ঐসকল প্রশ্নগুলোর উত্তর আমরা সংক্ষিপ্ত আকারে দিয়ে থাকি ৷ ফলে ভিজিটর অল্প সময়ে কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জানতে পারেন ৷ ভিজিটরের প্রশ্নের উত্তর পেয়ে উপকৃত হলে আমাদের কষ্টের সার্থক হয় ৷ আমরা চাই জ্ঞানের আলো প্রতিটি মানুষের মাঝে সহজে পৌছে যাক ৷ ভিজিটরকে সেটিসফাই রাখা আমাদের মূল উদ্দেশ্য ৷

প্রিয় ভিউয়ার, আমাদের কোথাও ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ৷ মানুষ মাত্রই ভুল ৷ আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন ৷ আমরা যতোটি সম্ভব ভুলগুলো সমাধান করার চেষ্টা করবো ৷ কোনো প্রশ্নের উত্তর ভুল হলে প্রশ্নসহ আমাদের ইমেল([email protected]) করবেন ৷

🙂 আমাদের সাথে যোগাযোগ করুণঃ Contact us