অনন্য সুন্দর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মসজিদ গুলোর নাম এবং লোকেশনসহ বিস্তারিত জানতে পারবেন এই পোষ্টে ৷ বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বহু মুসলিম প্রবাসি রয়েছে দেশটির এই জেদ্দা শহরে ৷ মক্কার খুব নিকটবর্তী এই জেদ্দা শহর হজ্জ ও উমরাহ পালনকারীদের জন্য পরিচিত একটি শহর, যাকে মক্কার প্রবেশদার বলা হয় ৷ এই পোষ্টে জেদ্দায় অবস্থিত মসজিদ, যা আপনাকে চমকে দিবে এবং আরও কিছু মসজিদের তালিকা দেওয়া হয়েছে, আশা করে ভালো লাগবে৷
জেদ্দা লোহিত সাগর উপকূলে অবস্থিত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। জেদ্দা থেকে মক্কা মাত্র ৭০-৮০ কিলোমিটারের রাস্তা ৷ হজ ও ওমরাহ পালনকারীদের জন্য জেদ্দা প্রবেশদ্বার হিসেবে কাজ করে ৷ যেহেতু মক্কায় কোনো এয়ারফোর্ট নেই তাই মক্কার নিকটতম শহর জেদ্দায় রয়েছে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর (KAIA) ৷ সৌদির অন্যান্য শহর থেকে কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি এই এয়ারফোর্টে ল্যান্ড করে ৷ পবিত্র মক্কা নগরীর নিকটবর্তী এবং সৌদি আরবের বৃহত্তম শহর হওয়ায় কিং সৌদ মসজিদ, ভাসমান মসজিদ আল রাহমা, থ্রিডি প্রিন্টেড মসজিদ আবদুল আজিজ আবদুল্লাহ শরবতলির মতো অসংখ্য মসজিদ গড়ে উঠেছে ৷
আরও পড়ুন, সৌদি আরবে ভালো কোম্পানি ৷
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মসজিদ লোকেশনসহ | Mosque in Jeddah
আল রাহমা মসজিদ (ভাসমান মসজিদ)
লোকেশনঃ ওয়াটারফ্রন্টের উত্তর প্রান্তে, কর্নিশ রোড, জেদ্দা ৷
জেদ্দার কর্নিশ রোডের অবস্থিত আল রাহমা ভাসমান মসজিদ, যা ফাতিমা আল জাহরা মসজিদ নামেও পরিচিত। আর-রহমাহ মসজিদ সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম নগরী জেদ্দায় অবস্থিত। মসজিদটি জেদ্দা শহরের কেন্দ্রথেকে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের রাস্তা ৷ মসজিদটি ১৯৮৫ সালে নির্মিত হয়েছিল এবং এটি জেদ্দার অন্যতম দর্শনীয় মসজিদ।
আল রাহমা মসজিদ জেদ্দার ‘ভাসমান মসজিদ’ নামে পরিচিত ৷ কারণ লোহিত সাগরে জোয়ারের পানিতে ভাসলে খুব সুন্দর দেখায় ৷ মসজিদটি ২৪০০ বর্গ কিলোমিটার জায়গারর উপর নির্মিত এবং মোট ৫২টি গম্বুজ রয়েছে ৷ এই মসজিদে মুসল্লির ধারণক্ষমতা দুইহাজার তিনশো জন এবং মহিলাদের জন্য নামাজের সু-ব্যবস্থা রয়েছে ৷
কিং সৌদ মসজিদ—King Saud Mosque
লোকেশনঃ আল-মদিনা আল-মুনাওয়ারাহ রোড, আল শরাফেয়া, জেদ্দা, সৌদি আরব ৷
কিং সৌদ মসজিদ জেদ্দা শহরের বৃহত্তম মসজিদ ৷ জেদ্দার কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদ সৌদির অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোর সাথে সংযোগ রয়েছে ৷ মসজিদটির ডিজাইনার মিশরীয় স্থপতি আবদেল-ওয়াহেদ এল-ওয়াকিল ৷ তিনি সৌদি আরবে আরও ১৫টির বেশি মসজিদের নকশা করেছিলেন ৷ মসজিদটি ৯৭০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত ৷ এই মসজিদের একটি বিশাল বড় কেন্দ্রীয় গম্বুজ , বেশ কয়েকটি ছোট গম্বুজ এবং লম্বা মিনার রয়েছে ৷ গম্বুজ এবং মিনারগুলির লাইটের আলো রাতের বেলা দূরথেকে অনেক সুন্দর দেখায় ৷
মসজিদটির নামকরণ করা হয়েছে সৌদি আরবের দ্বিতীয় রাজা সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের নামে , যিনি ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত শাসন করেছিলেন।
মসজিদটির ভিতরেও খুব সুন্দর, যেখানে মুসল্লিদের নামাজ পড়ার জন্য অনেক বড় জায়গা রয়েছে ৷ এর ধারনক্ষমতা পাঁচ হাজারেরও বেশি মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে ৷ আর মহিলাদের জন্য রয়েজে নামাজের সু-ব্যবস্থা ৷ এই বিশাল মসজিদে জুমুআর নামজ (শুক্রবারে), তারাবিহ নামাজ এবং ঈদের নামাজে অনেক মুসলিম দূরদূরান্ত থেকে আসেন ৷
আল-আনানি মসজিদ—Al-Anani Mosque
লোকেশনঃ কর্নিচ রোড, জেদ্দা, সৌদি আরব ৷ আশ শাতি জেলার কাছাকাছি ৷
আল-আনানি মসজিদ লোহিত সাগরের কর্নিশ রোডে অবস্থিত হওয়ায় উপকূলীয় পরিবেশ, সমুদ্রের ঢেউয়ের শব্দ, মসজিদের লাইটিং দূর থেকে দর্শককে আকর্ষণ করে ৷ সমুদ্রের শীতল বাতাস মসজিদের মুসল্লির মন জুড়িয়ে যায় ৷ সন্ধ্যায় কার্নিশ রোডে হাটা এবং সূর্যাস্তের অপরুপ সৌন্দর্য সত্যিই আপনাকে বিস্মিত করবে ৷ তাছাড়াও মসজিদটি আশ শাতি জেলার কাছাকাছি হওয়ায় প্রচুর মুসল্লি নামাজ পড়তে আসেন ৷
মসজিদটির নামকরণ করা হয়েছে শেখ হাসান আব্বাস আল-আনানির নামে, যিনি সৌদি আরবের একজন সুপরিচিত ব্যবসায়ী এবং সমাজসেবক ছিলেন ৷ তিনিই মসজিদ নির্মাণে অর্থায়ন করেছিলেন ৷
এই মসজিদের কাছাকাছি রয়েছে জেদ্দা ফাউন্টেন (কিং ফাহদের ফোয়ারা) এবং রেড সি মল, যা দর্শনার্থীরা মসজিদটি দেখার পরে সহজে এই আকর্ষণগুলো ঘুরে দেখতে পারেন ৷
আব্দুল আজিজ আবদুল্লাহ শরবতলী মসজিদ (প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ)
লোকেশনঃ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা, সৌদি আরব ৷
3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিশ্বের প্রথম মসজিদ আব্দুল আজিজ আবদুল্লাহ শরবতলি মসজিদ ৷ এটি জেদ্দার আল-জাওহারা শহরে অবস্থিত ৷ মসজিদটির আয়তন পাঁচ হাজার ছয়শো বর্গমিটার, যা কয়েকশো মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন ৷ স্বামী আবদুল আজিজ আবদুল্লাহ শরবতলির নামে স্ত্রী ওয়াজনাত মুহাম্মদ আবদুল ওয়াহেদ এই মসজিদ তৈরি করেছেন ৷
অনন্য সুন্দর আরও কিছু জেদ্দায় অবস্থিত মসজিদ
- সাইয়িদা আয়েশা মসজিদ—আল রাওদাহ জেলা, জেদ্দা, সৌদি আরব ৷
- আল মালিক ফাহদ মসজিদ—কিং আব্দুল আজিজ রোড, আল শাতি জেলা, জেদ্দা ৷
- আব্দুল আজিজ আব্দুল্লাহ শরবতলী মসজিদ—আল-বালাদ, কেন্দ্রীয় জেদ্দা ৷
- বিন লাদেন মসজিদ—আল-জামিয়া জেলা, জেদ্দা ৷
- হাসান এনানী মসজিদ—আল নুজলাহ আল শারকিয়া জেলা, জেদ্দা ৷
- মসজিদ আল-মুআল্লিমি—আল মারওয়াহ জেলা, জেদ্দা ৷
- মসজিদ আল-নূর—আল রাওদাহ জেলা, জেদ্দা ৷
- মসজিদ আল-জাফালি—আল-বালাদ, জেদ্দা ৷
- মসজিদ আল-খালিজ—উত্তর জেদ্দা ৷
আরও পড়ুন, রিয়াদ থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার ৷
পরিশেষে
সৌদি আরবের জেদ্দায় অবস্থিত মসজিদ কি কি এবং কোথায় অবস্থিত বিস্তারিতসহ এই আর্টিকেল আশা করি আপনাদের উপকারে আসবে ৷ প্রিয়বিডি’র সাথে থাকুন, নতুন নতুন তথ্য জানুন ৷ ধন্যবাদ ৷