বিভিন্ন দেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম || Name of the residence of the President
যে দেশগুলোতে রাষ্ট্রপ্রতি রয়েছে, সেখানে রাষ্ট্রপ্রতির জন্য একটি সরকারি বাসভবন রয়েছে ৷ একটি দেশের রাষ্ট্রপ্রতি বাসভবনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজগুলো হয়ে থাকে ৷ রাষ্ট্রপতির বাসভবন, তা
হোয়াইট হাউস ,ক্রেমলিন ,এলিসি প্যালেস বা বঙ্গভবনই হোক না কেন, তা রাষ্ট্রপ্রতির থাকার জায়গা এবং অফিসিয়াল উভয়ই কাজ হয়ে থাকে ৷ আজকে বিশ্বের জনপ্রিয় কিছু দেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম জানতে পারবেন ৷
দেশের নাম | বাসভবন |
---|---|
বাংলাদেশ | বঙ্গভবন ৷ |
ভারত | রাষ্ট্রপতি ভবন ৷ |
পাকিস্তান | আইওয়ান-ই-সদর ৷ |
মায়ানমার | প্রেসিডেন্ট প্যালেস ৷ |
নেপাল | শীতল নিবাস ৷ |
ভুটান | ডিচেনচলিং প্যালেস ৷ |
শ্রীলঙ্কা | প্রেসিডেন্ট’স হাউস ৷ |
চীন | ঝংনানহাই ৷ |
রাশিয়া | ক্রেমলিন ৷ |
যুক্তরাষ্ট্র | হোয়াইট হাউস ৷ |
ইতালি | কুইরিনাল প্যালেস ৷ |
তুরস্ক | প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ৷ |
সিঙ্গাপুর | ইস্তানা ৷ |
নিউজিল্যান্ড | গভর্নমেন্ট হাউস ৷ |
যুক্তরাজ্য | বাকিংহাম প্যালেস ৷ |
ফ্রান্স | এলিসি প্যালেস ৷ |
জার্মানি | বেলভ্যু প্যালেস ৷ |
আর্জেন্টিনা | দ্যা পিঙ্ক হাউস ৷ |
ব্রাজিল | প্যালাসিও দা আলভোরাদা ৷ |
মিশর | হেলিওপলিস প্যালেস ৷ |
ইসরাইল | বেইট হানাসি ৷ |
রাষ্ট্রপতির বাসভবনের নাম MCQ আকারে
বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি?
উত্তরঃ বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন ৷ বঙ্গভবন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। বঙ্গভবনের পুরাতন নাম হলো গভর্নর হাউস, যা ১৯৭২ সালের ১২ জানুয়ারি পরিবর্তন করা হয়েছে ৷
মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি?
উত্তরঃ আমেরিকা বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হোয়াইট হাউস ৷ হোয়াইট হাউজ ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউ NW, ওয়াশিংটন, ডিসিতে অবস্থিত ৷ ভবনটির ডিজাইনার জেমস হোবান ৷ হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট জন এডামস। প্রেসিডেন্ট জন এডামস এর পর সকল রাষ্ট্রপ্রতির বাসভবন এবং প্রধান কার্যালয় হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে ৷
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি?
উত্তরঃ রাশিয়ার রাষ্ট্রপতির অফিসিয়াল বাসভবন এবং প্রধানকার্যালয়
মস্কোর ক্রেমলিন । ক্রেমলিন মস্কো নদীর তীরে মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত। ক্রেমলিন কয়েকটি ভবন দ্বারা গঠিত ৷ যেমনঃ গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদ, সিনেট বিল্ডিং, ক্যাথেড্রাল, ক্রেমলিনের প্রাচীর এবং টাওয়ার ৷
ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি?
উত্তরঃ ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম এলিসী প্রাসাদ (প্যালাইস দে ল’ইলিসি) । এটি প্যারিসের ৮ম অ্যারন্ডিসমেন্টে, চ্যাম্পস-এলিসিস এর কাছে অবস্থিত। ১৭২২ সালে এটি নির্মিত হয় এবং লুই হেনরি দে লা ট্যুর ডি’অভারগেনের জন্য তৈরি করা হয় ৷ ১৮৪৮ সালের পর থেকে ফরাসী সকল রাষ্ট্রপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে ৷