বাংলাদেশি প্রবাসিরা সৌদি আরবের কোম্পানি নাম জানতে চান ৷ শুধু প্রবাসিরাই নয়, যারা চিন্তা করছেন সৌদি আরব যাবেন, তারাও সৌদি আরবের ভালো কোম্পানি নাম জানতে চান ৷ তাই এই আর্টিকেলে আপনারা সৌদি আরবের বড় বড় কোম্পানির নাম জানতে পারবেন ৷ এসব কোম্পানিতে প্রচুর প্রবাসি কাজ করছেন ৷
এই পোষ্টে যা যা জানবেন,
সৌদি আরবের সকল কোম্পানি নাম ও তালিকা
নং | কোম্পানি নাম | অবস্থান |
---|---|---|
০১. | সৌদি আরামকো (Saudi Aramco) | ধাহরান |
০২. | SABIC (সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) | রিয়াদ |
০৩. | আল রাজী ব্যাংক | রিয়াদ |
০৪. | STC (সৌদি টেলিকম কোম্পানি) | রিয়াদ |
০৫. | বিনলাদিন গ্রুপ (Binladin Group) | জেদ্দা |
০৬. | আলমরাই (Almarai) | রিয়াদ |
০৭. | জাইন সৌদি আরব (Zain Saudi Arabia) | রিয়াদ |
০৮. | মা’আদেন/Ma’aden (সৌদি আরব মাইনিং কোম্পানি) | রিয়াদ |
০৯. | আল হাবতুর লেইটন গ্রুপ (Al Habtoor Leighton Group) | জেদ্দা |
১০. | রেড সি গ্লোবাল (Red Sea Global) | রিয়াদ |
১১. | SADAFCO (সৌদিয়া ডেইরি ও ফুডস্টাফ কোম্পানি) | জেদ্দা |
১২. | ACWA পাওয়ার | রিয়াদ |
১৩. | ডাঃ সুলাইমান আল হাবিব মেডিকেল গ্রুপ (Dr. Sulaiman Al Habib Medical Group) | রিয়াদ |
১৪. | ন্যাশনাল কমার্শিয়াল ব্যাঙ্ক (NCB) | জেদ্দা |
১৫. | নেসমা হোল্ডিং কোং লি. | জেদ্দা |
১৬. | কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি (KAEC) | জেদ্দা |
১৭. | সৌদিয়া (সৌদি আরবিয়ান এয়ারলাইন্স) | জেদ্দা |
১৮. | ফ্লাইনাস(Flynas) | রিয়াদ |
১৯. | এসএনসি-লাভালিন সৌদি আরব | রিয়াদ |
২০. | ফাহাদ আল-রাজি গ্রুপ | রিয়াদ |
২১. | দার আল-হান্দাসাহ (Dar Al-Handasah) | রিয়াদ |
২২. | ওলায়ন গ্রুপ (Olayan Group) | রিয়াদ |
২৩. | আল-ফুত্তাইম গ্রুপ (Al-Futtaim Group) | রিয়াদ |
২৪. | আল শায়া গ্রুপ (Al Shaya Group) | রিয়াদ |
২৫. | সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি (SEC) | রিয়াদ |
২৬. | জারির বইয়ের দোকান (Jarir Bookstore) | রিয়াদ |
২৭. | আলফানার (Alfanar) | রিয়াদ |
২৮. | আল-আরাব ঠিকাদারী কোম্পানি (Al-Arrab Contracting Company) | রিয়াদ |
২৯. | পেপসিকো সৌদি আরব (PepsiCo Saudi Arabia) | রিয়াদ |
৩০. | এমবিসি গ্রুপ (MBC Group) | রিয়াদ |
ক্যাটাগরি অনুসারে সৌদি আরবের কোম্পানি নাম
তেল ও গ্যাস/পেট্রোকেমিক্যাল কোম্পানিঃ—
- সৌদি আরামকো(Saudi Aramco) -ধাহরান ৷
- SABIC (সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন) – রিয়াদ ৷
- পেট্রো রাবিঘ(Petro Rabigh) – রাবিঘ ৷
- সিপচেম/Sipchem (সৌদি আন্তর্জাতিক পেট্রোকেমিক্যাল কোম্পানি) – আল খোবার ৷
- তাসনী(Tasnee) -রিয়াদ ৷
- অ্যাডভান্সড পেট্রোকেমিক্যাল কোম্পানি – জুবাইল ৷
- মাদেন/Ma’aden (সৌদি আরব মাইনিং কোম্পানি) – রিয়াদ ৷
কনস্ট্রাকশন/রিয়েল এস্টেট কোম্পানিঃ—
- সৌদি বিনলাদিন গ্রুপ(Saudi Binladin Group) – জেদ্দা ৷
- আল হাবতুর লেইটন গ্রুপ(Al Habtoor Leighton Group) – রিয়াদ ৷
- রেড সি গ্লোবাল(Red Sea Global) – রিয়াদ ৷
- দার আল আরকান(Dar Al Arkan) – রিয়াদ ৷
- নেসমা হোল্ডিং কোং লিমিটেড(Nesma Holding Co. Ltd) – জেদ্দা ৷
- সৌদি ওগার লিমিটেড(Saudi Oger Ltd) – রিয়াদ ৷
- আলফানার(Alfanar) – রিয়াদ ৷
- আল-আররাব ঠিকাদারী সংস্থা(Al-Arrab Contracting Company) – রিয়াদ ৷
ব্যাংকিং ও ফিনান্স কোম্পানিঃ—
- আল রাজি ব্যাংক(Al Rajhi Bank) – রিয়াদ ৷
- ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক (NCB) – জেদ্দা ৷
- আলিনমা ব্যাংক(Alinma Bank) – রিয়াদ ৷
- সৌদি ব্রিটিশ ব্যাংক (SABB) – রিয়াদ ৷
- রিয়াদ ব্যাংক(Riyad Bank) – রিয়াদ ৷
- ব্যাংক আলজাজিরা(Bank AlJazira) – জেদ্দা ৷
- ব্যাঙ্ক সৌদি ফ্রান্সি(Banque Saudi Fransi) – রিয়াদ ৷
- আল বিলাদ ব্যাংক(Al Bilad Bank) – রিয়াদ ৷
টেলিযোগাযোগ ও আইটি কোম্পানিঃ—
- STC (সৌদি টেলিকম কোম্পানি) – রিয়াদ ৷
- জাইন সৌদি আরব(Zain Saudi Arabia) – রিয়াদ ৷
- মোবিলি (Mobily) – রিয়াদ ৷
- এলম তথ্য নিরাপত্তা(Elm Information Security) – রিয়াদ ৷
- সিসকো সৌদি আরব(CISCO Saudi Arabia) – রিয়াদ ৷
স্বাস্থ্যসেবা কোম্পানিঃ—
- ডাঃ সুলাইমান আল হাবিব মেডিকেল গ্রুপ – রিয়াদ ৷
- কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার – রিয়াদ ৷
- সৌদি জার্মান হাসপাতাল গ্রুপ – জেদ্দা ৷
- কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি – রিয়াদ ৷
- আল হাম্মাদি হাসপাতাল – রিয়াদ ৷
খুচরা ও ভোগ্যপণ্য কোম্পানিঃ—
- জারির বইয়ের দোকান(Jarir Bookstore) – রিয়াদ ৷
- আলমরাই(Almarai) – রিয়াদ ৷
- আল বাইক(Al Baik) – জেদ্দা ৷
- আল ওথাইম মার্কেটস(Al Othaim Markets) – রিয়াদ ৷
- পান্ডা রিটেইল কোম্পানি(Panda Retail Company) – জেদ্দা ৷
- দানিউব সুপারমার্কেট(Danube Supermarkets) – জেদ্দা ৷
- অতিরিক্ত দোকান(Extra Stores) -খবর ৷
ইলেকট্রিসিটি, এনার্জি/ইউটিলিজ কোম্পানিঃ—
- সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি (SEC) – রিয়াদ ৷
- ACWA পাওয়ার – রিয়াদ ৷
- ন্যাশনাল ওয়াটার কোম্পানি – রিয়াদ ৷
- আল ইয়ামামাহ স্টিল ইন্ডাস্ট্রিজ – রিয়াদ ৷
বিমান ও এয়ারলাইন্স কোম্পানিঃ—
- সৌদি আরব এয়ারলাইন্স (সৌদিয়া) – জেদ্দা ৷
- ফ্লাইনাস(Flynas) – রিয়াদ ৷
- ফ্লাইডিল(Flyadeal) – জেদ্দা ৷
- বাহরি/Bahri (সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি) – রিয়াদ ৷
মিডিয়া কোম্পানিঃ—
- এমবিসি গ্রুপ(MBC Group) – রিয়াদ ৷
- রোটানা মিডিয়া গ্রুপ(Rotana Media Group) -রিয়াদ ৷
- সৌদি ব্রডকাস্টিং কর্পোরেশন (এসবিসি) – রিয়াদ ৷
- ইন্টিগ্রাল(Intigral) – রিয়াদ ৷
আতিথেয়তা / পর্যটন কোম্পানিঃ—
- দুর হসপিটালিটি(Dur Hospitality) – রিয়াদ ৷
- কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি (KAEC) – রাবিঘ ৷
- আল ফয়সালিয়া হোটেল – রিয়াদ ৷
- চার ঋতু রিয়াদ(Four Seasons Riyadh) – রিয়াদ ৷
মোটরগাড়ি কোম্পানিঃ—
- আব্দুল লতিফ জামীল(Abdul Latif Jameel) – জেদ্দা ৷
- আলজোমাইহ অটোমোটিভ কোম্পানি – রিয়াদল ৷
- আল-ফুত্তাইম গ্রুপ(Al-Futtaim Group) – রিয়াদ ৷
- টয়োটা সৌদি আরব(Toyota Saudi Arabia) – রিয়াদ ৷
খাদ্য ও পানীয় কোম্পানিঃ—
- SADAFCO (সৌদিয়া ডেইরি অ্যান্ড ফুডস্টাফ কোম্পানি) – জেদ্দা ৷
- পেপসিকো সৌদি আরব(PepsiCo Saudi Arabia) – রিয়াদ ৷
- সাভোলা গ্রুপ(Savola Group) – জেদ্দা ৷
- হালওয়ানি ব্রাদার্স(Halwani Bros.) – জেদ্দা ৷
পরামর্শ ও নিরীক্ষা কোম্পানিঃ—
- KPMG সৌদি আরব – রিয়াদ ৷
- PwC মধ্যপ্রাচ্য – রিয়াদ ৷
- ডেলয়েট সৌদি আরব – রিয়াদ ৷
- আর্নস্ট অ্যান্ড ইয়াং(EY) সৌদি আরব) – রিয়াদ ৷
- ম্যাককিনসে অ্যান্ড কোম্পানি সৌদি আরব – রিয়াদ ৷
সিমেন্ট এবং বিল্ডিং উপকরণ কোম্পানিঃ—
- ইয়ামামা সিমেন্ট কোম্পানি – রিয়াদ ৷
- রিয়াদ সিমেন্ট কোম্পানি – রিয়াদ ৷
- অ্যারাবিয়ান সিমেন্ট – জেদ্দা ৷
- দক্ষিণ প্রদেশ সিমেন্ট কোম্পানি(Southern Province Cement Company) – আভা ৷
লজিস্টিক এবং পরিবহন কোম্পানিঃ—
- সৌদি পোস্ট(Saudi Post) – রিয়াদ ৷
- আরামেক্স(Aramex) – রিয়াদ ৷
- DHL সৌদি আরব – জেদ্দা ৷
- নাকেল এক্সপ্রেস(Naqel Express) – রিয়াদ ৷
- সৌদি রেলওয়ে কোম্পানি (SAR) – রিয়াদ ৷
- SAPTCO (সৌদি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানি) – রিয়াদ ৷
শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটঃ—
- কিং সৌদ বিশ্ববিদ্যালয় – রিয়াদ ৷
- কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAUST) – থুয়াল ৷
- প্রিন্স সুলতান ইউনিভার্সিটি – রিয়াদ ৷
- আল ফয়সাল বিশ্ববিদ্যালয় – রিয়াদ ৷
- এফাত বিশ্ববিদ্যালয় – জেদ্দা ৷
- তাতভীর এডুকেশন হোল্ডিং কোম্পানি – রিয়াদ ৷
বীমা কোম্পানিঃ—
- তাউনিয়া (কোঅপারেটিভ ইন্স্যুরেন্সের কোম্পানি) – রিয়াদ ৷
- বুপা আরব(Bupa Arabia) – জেদ্দা ৷
- মেডগাল্ফ (ভূমধ্যসাগর ও উপসাগরীয় বীমা এবং পুনর্বীমা কোং) – রিয়াদ ৷
- আলিয়াঞ্জ সৌদি ফ্রান্সি সমবায় বীমা – রিয়াদ ৷
- আল আহলি তাকাফুল – জেদ্দা ৷
শিল্প পণ্য এবং উৎপাদন কোম্পানিঃ—
- আলফানার(Alfanar) – রিয়াদ ৷
- সৌদি সিরামিকস(Saudi Ceramics) – রিয়াদ ৷
- জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানি – আল খোবার ৷
- মিডল ইস্ট স্পেশালাইজড ক্যাবলস কোং (MESC) – রিয়াদ ৷
- আল-জামিল গ্রুপ – আল খোবার ৷
- আলহামরানী গ্রুপ অব কোম্পানিজ – জেদ্দা ৷
কৃষি ও খাদ্য উৎপাদন কোম্পানিঃ—
- ন্যাশনাল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোম্পানি (NADEC) – রিয়াদ ৷
- আলমরাই(Almarai) – রিয়াদ ৷
- আল-ওয়াতানিয়া এগ্রিকালচার – রিয়াদ ৷
- সৌদি ফিশারিজ কোম্পানি – জেদ্দা ৷
- তানমিয়া ফুড গ্রুপ -রিয়াদ ৷
- আল কাবীর গ্রুপ অব কোম্পানিজ – জেদ্দা ৷
ফার্মাসিউটিক্যালসঃ—
- SPIMACO (সৌদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মেডিকেল অ্যাপ্লায়েন্স কর্পোরেশন) – রিয়াদ ৷
- তাবুক ফার্মাসিউটিক্যালস(Tabuk Pharmaceuticals) – তাবুক ৷
- জমজুম ফার্মা(Jamjoom Pharma) – জেদ্দা ৷
- অ্যাস্ট্রা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ(Astra Industrial Group) – রিয়াদ ৷
- সানোফি সৌদি আরব(Sanofi Saudi Arabia) – রিয়াদ ৷
প্রযুক্তি ও উদ্ভাবন কোম্পানিঃ—
- সৌদি তথ্য প্রযুক্তি কোম্পানি (SITE) – রিয়াদ ৷
- অ্যাডভান্সড ইলেকট্রনিক্স কোম্পানি (AEC) – রিয়াদ ৷
- হুয়াওয়ে সৌদি আরব – রিয়াদ ৷
- ওরাকল সৌদি আরব – রিয়াদ ৷
- আইবিএম সৌদি আরব – রিয়াদ ৷
- এসএপি সৌদি আরব – রিয়াদ ৷
রাসায়নিক ও শিল্প ক্যামিকেল কোম্পানিঃ—
- সাহারা পেট্রোকেমিক্যালস – রিয়াদ ৷
- অ্যাডভান্সড পেট্রোকেমিক্যাল কোম্পানি – জুবাইল ৷
- সৌদি কায়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি – জুবাইল ৷
- কেমানল (মিথানল কেমিক্যাল কোম্পানি) – জুবাইল ৷
- ন্যাশনাল পেট্রোকেমিক্যাল কোম্পানি (পেট্রোকেম) – জুবাইল ৷
ফ্যাশন ও পোশাক কোম্পানিঃ—
- ফাওয়াজ আল হোকাইর গ্রুপ – রিয়াদ ৷
- আল শায়া গ্রুপ -রিয়াদ ৷
- আজাদিয়া গ্রুপ -রিয়াদ ৷
- ল্যান্ডমার্ক গ্রুপ সৌদি আরব – রিয়াদ ৷
- নাহদি মেডিকেল কোম্পানি (খুচরা ফার্মেসি) – জেদ্দা ৷
সৌদি আরবের ভালো কোম্পানি নাম
সৌদি আরবের কোম্পানি নাম আল মারাই
- কোম্পানির নামঃ আলমরাই কোম্পানি ৷
- প্রতিষ্ঠাকালঃ ১৯৭৭ ৷
- সদরদপ্তরঃ রিয়াদ, সৌদি আরব ৷
- মালিকঃ আল-ফয়সাল হোল্ডিং কোম্পানি সহ প্রধান স্টেকহোল্ডারা ৷
- শিল্পঃ খাদ্য ও পানীয় ৷
- পণ্যঃ দুধ, পনির, দই, মাখন, ক্রিম, ফলের রস, রুটি, পেস্ট্রি, কেক এবং শিশুদের জন্য পুষ্টিকরপন্য ৷
- কোম্পানির ধরনঃ বেসরকারী কোম্পানি ৷
আল মারাই সৌদি আরবের অন্যতম বৃহত্তম এবং উন্নতমানের খাদ্য ও পানীয় কোম্পানিগুলির মধ্যে একটি ৷ এটি সৌদি আরবের রিয়াদে অবস্থিত ৷ এখানে উন্নত মানের দুগ্ধজাত পণ্য, ফলের রস, বেকারি পণ্যসহ শিশুদের পুষ্টি পণ্য তৈরি হয়ে থাকে ৷ আল মারাই কোম্পানির পন্য শুধুমাত্র সৌদি আরবেই নয়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং ওমান সহ মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ৷ এই কোম্পানিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অনেক দেশের প্রবাসিরা কাজ করে থাকেন ৷
সৌদি আরবের কোম্পানি নাম সাসকো
- কোম্পানির নামঃ সৌদি অটোমোটিভ সার্ভিসেস কোম্পানি(SASCO) ৷
- প্রতিষ্ঠাকালঃ ১৯৮২ ৷
- সদরদপ্তরঃ রিয়াদ, সৌদি আরব ৷
- মালিকঃ সৌদি স্টক এক্সচেঞ্জে(তাদাউল) তালিকাভুক্ত। ৷
- শিল্পঃ অটোমোটিভ, রিটেইল ও সার্ভিস ৷
- পণ্যঃ পেট্রোল, ডিজেল, লুব্রিকেন্টস, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং মেরামত, টায়ার পরিষেবা, স্ন্যাকস এবং পানীয়, মোবাইল আনুষাঙ্গিক, খাদ্য ও পানীয়, হোটেল পরিষেবা ইত্যাদি ৷
সাসকো সৌদি আরবের রিয়াদে অবস্থিত অটোমোটিভ সার্ভিসেস কোম্পানি ৷ এই কোম্পানি যানবাহনের সাথে জড়িত সকল সেবাগুলো দিয়ে থাকে ৷ সেবাগুলোর মধ্যে অন্যতম জ্বালানী পণ্য যেমনঃ পেট্রোল, ডিজেল, লুব্রিকেন্টস ৷ স্বয়ংচালিত পরিষেবাগুলোর মধ্যে রয়েছে গাড়ির রক্ষণাবেক্ষণ এবং মেরামত করা, টায়ার পরিষেবা ৷ খুচরা এবং সুবিধার পণ্যগুলোর মধ্যে রয়েছে স্ন্যাকস এবং পানীয়, ভ্রমনের জন্য প্রয়োজনীয় আইটেম, মোবাইল আনুষাঙ্গিক পন্য ৷ খাদ্য ও পানীয় এর মধ্যে রয়েছে ফাস্ট ফুড, ক্যাফে, হোটেল এবং বিশ্রামাগার ৷ এই কোম্পানিতে প্রচুর প্রবাসি রয়েছে ৷
সৌদি আরবের কোম্পানি নাম জুসুর ইমদাদ
জুসুর ইমদাদ কোম্পানিতে প্রচুর প্রবাসিরা কাজ করে থাকে ৷ এই কোম্পানি লজিস্টিক, সাপ্লাই চেইন এবং শিল্প খাতের উপর দৃষ্টি দিয়ে থাকে ৷ বিশ্বমানের অবকাঠামো নির্মাণ এবং তেল, গ্যাস, নির্মাণ এবং উৎপাদন সহ গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে ৷ লজিস্টিকস এবং সাপ্লাই চেইন কাজের মধ্যে রয়েছে গুদামজাতকরণ এবং বিতরণ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, পরিবহন পরিষেবা ৷ ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসের মধ্যে রয়েছে প্রকিউরমেন্ট পরিষেবা, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ৷ অবকাঠামো এবং নির্মাণ সহায়তাসহ তেল, গ্যাস পরিষেবা ইত্যাদি ৷
সৌদি আরবের কোম্পানি নাম আরামকো
- কোম্পানির নামঃ সৌদি আরামকো ৷
- প্রতিষ্ঠাকালঃ ১৯৩৩ ৷
- সদরদপ্তরঃ ধাহরান, পূর্ব প্রদেশ, সৌদি আরব ৷
- মালিকঃ সরকার ৷
- শিল্পঃ তেল ও গ্যাস, শক্তি, পেট্রোকেমিক্যাল ৷
- পণ্যঃ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন ৷ পেট্রল, ডিজেল, জেট ফুয়েল, লুব্রিকেন্ট, রাসায়নিক ও প্লাস্টিক, হাইড্রোজেন উৎপাদন ইত্যাদি ৷
আরামকো সৌদি আরবের সরকারি মালিকানাধিন বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি ৷ এখানে বিভিন্ন দেশের প্রচুর প্রবাসি রয়েছে ৷ এই কোম্পানি তেল ও গ্যাস অনুসন্ধান, উৎপাদন, পরিশোধন এবং বিতরণের কাজ করে থাকে ৷ সৌদি আরবে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ৷
সর্বশেষেঃ আপনারা যারা সৌদি যাবেন অথবা সৌদি প্রবাসি রয়েছেন, আজকের আর্টিকেলে সৌদি কোম্পানি নাম (Saudi Arabian Company Name) যেনে উপকৃত হবেন ৷ এসব কোম্পানিতে প্রচুর প্রবাসি চাকুরি করে থাকেন ৷ আপনারা কোম্পানিগুলোর নামের সাথে এর লোকেশন জানতে পারবেন ৷ এরকম অন্যান্য দেশের কোম্পানির নাম জানতে প্রিয়বিডি’র সাথেই থাকুন ৷