২০০+ গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ চাকুরি, ভর্তি পরিক্ষায় কমনPublished: November 23, 2024Last Updated: November 23, 2024 বিভিন্ন পরিক্ষায় আসা গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ 1. প্রশংসার যোগ্য এক কথায় প্রকাশ কি? প্রশংসার যোগ্য এক কথায় প্রকাশ কি? A প্রশংসা B প্রশংসার্হ C প্রশংসাহ D ক্ষমার্হ সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (B) প্রশংসার্হ ৷ 5/5(4 votes) 👁 66 Share Tags: এক কথায় প্রকাশ160ব্যাকরণ212যোগ্য(বাক্যসংকোচন)6 2. যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ কি? যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ কি? A অকথ্য B অবাক্ত C নির্বচনীয় D অবলা সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (A) অকথ্য ৷ 5/5(4 votes) 👁 72 Share Tags: এক কথায় প্রকাশ160ব্যাকরণ212যোগ্য(বাক্যসংকোচন)6 3. যা বলার যোগ্য এক কথায় প্রকাশ কি? যা বলার যোগ্য এক কথায় প্রকাশ কি? A বক্তব্য B অকথ্য C ব্যক্ত D বচন সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (A) বক্তব্য ৷ 5/5(4 votes) 👁 78 Share Tags: এক কথায় প্রকাশ160ব্যাকরণ212যোগ্য(বাক্যসংকোচন)6 4. ক্ষমার অযোগ্য এক কথায় প্রকাশ কি? ক্ষমার অযোগ্য এক কথায় প্রকাশ কি? A ক্ষমার্য B ক্ষমাপ্রদ C ক্ষমার্হ D ক্ষমা সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (A) ক্ষমার্য ৷ 5/5(4 votes) 👁 80 Share Tags: এক কথায় প্রকাশ160ব্যাকরণ212যোগ্য(বাক্যসংকোচন)6 5. ক্ষমার যোগ্য এক কথায় প্রকাশ কি? ক্ষমার যোগ্য এক কথায় প্রকাশ কি? A ক্ষমাপ্রার্থী B ক্ষমাপ্রদ C ক্ষমার্হ D ক্ষমা সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (C) ক্ষমার্হ ৷ 5/5(4 votes) 👁 77 Share Tags: এক কথায় প্রকাশ160ব্যাকরণ212যোগ্য(বাক্যসংকোচন)6 6. বরণ করার যোগ্য এক কথায় প্রকাশ কি? বরণ করার যোগ্য এক কথায় প্রকাশ কি? A আদরণীয় B বরণীয় C অনাদরনীয় D ভাবনীয় সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (B) বরণীয় ৷ 5/5(4 votes) 👁 68 Share Tags: এক কথায় প্রকাশ160ব্যাকরণ212যোগ্য(বাক্যসংকোচন)6 7. যা মুছে ফেলা যায় না এক কথায় প্রকাশ কি? যা মুছে ফেলা যায় না এক কথায় প্রকাশ কি? A দুর্মোচ্য B দুর্জয় C দুর্ভেদ্য D দুর্লভ সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (A) দুর্মোচ্য ৷ 5/5(4 votes) 👁 106 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 8. যা কষ্টে ভেদ করা যায় এক কথায় প্রকাশ কি? যা কষ্টে ভেদ করা যায় এক কথায় প্রকাশ কি? A অদম্য B দুর্জয় C দুর্ভেদ্য D দুর্লভ সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (C) দুর্ভেদ্য ৷ 5/5(4 votes) 👁 126 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 9. যা কষ্টে অর্জন করা যায় এক কথায় প্রকাশ কি? যা কষ্টে অর্জন করা যায় এক কথায় প্রকাশ কি? A অদম্য B দুর্জয় C পরিশ্রমলব্ধ D কষ্টার্জিত সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (D) কষ্টার্জিত ৷ 5/5(4 votes) 👁 101 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 10. যা সহজে মরে না এক কথায় প্রকাশ কি? যা সহজে মরে না এক কথায় প্রকাশ কি? A অমর B দুর্মর C মরণ্য D আমরণ নিত্য সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (B) দুর্মর ৷ 5/5(4 votes) 👁 74 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 11. যা সহজে পরিপাক হয় না এক কথায় প্রকাশ কি? যা সহজে পরিপাক হয় না এক কথায় প্রকাশ কি? A দুর্বোধ্য B দুর্ভেয় C দুর্লভ D দুষ্প্রাচ্য সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (D) দুষ্প্রাচ্য ৷ 5/5(4 votes) 👁 86 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 12. যা সহজে লাভ করা যায় না এক কথায় প্রকাশ কি? যা সহজে লাভ করা যায় না এক কথায় প্রকাশ কি? A দুর্বোধ্য B দুর্ভেয় C দুর্লভ D দুর্জান সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (C) দুর্লভ ৷ 5/5(4 votes) 👁 86 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 13. যা সহজে জানা যায় না এক কথায় প্রকাশ কি? যা সহজে জানা যায় না এক কথায় প্রকাশ কি? A দুর্বোধ্য B দুর্ভেয় C দুর্লভ D দুর্জান সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (B) দুর্ভেয় ৷ 5/5(4 votes) 👁 65 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 14. যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এক কথায় প্রকাশ কি? যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এক কথায় প্রকাশ কি? A দুর্জয় B দুর্গম C দুর্লভ D দুস্তর সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (D) দুস্তর ৷ 5/5(4 votes) 👁 64 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 15. যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় প্রকাশ কি? যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় প্রকাশ কি? A দুরতিক্রম্য B অনতিক্রম্য C দুষ্প্রাপ্য D অসম্ভব সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (A) দুরতিক্রম্য ৷ 5/5(4 votes) 👁 61 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 16. যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ কি? যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ কি? A দুর্বিষহ B দুর্দম C দুষ্প্রাপ্য D অসম্ভব সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (C) দুষ্প্রাপ্য ৷ 5/5(4 votes) 👁 72 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 17. যা দমন করা যায় না এক কথায় প্রকাশ কি? যা দমন করা যায় না এক কথায় প্রকাশ কি? A অদম্য B দুর্দম C দুর্দমনীয় D অসম্ভব সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (A) অদম্য ৷ 5/5(4 votes) 👁 102 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 18. যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ কি? যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ কি? A দুর্জয় B দুর্লভ C পরিশ্রমলব্ধ D কষ্টার্জিত সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (B) দুর্লভ ৷ 5/5(4 votes) 👁 101 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 19. যা কষ্টে নিবারণ করা যায় না এক কথায় প্রকাশ কি? যা কষ্টে নিবারণ করা যায় না এক কথায় প্রকাশ কি? A নির্বাণ B দুর্নিবার C অনিবারিত D অনিবারণযোগ্য সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (C) অনিবারিত ৷ 5/5(4 votes) 👁 87 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 20. যা কষ্টে নিবারণ করা যায় এক কথায় প্রকাশ কি? যা কষ্টে নিবারণ করা যায় এক কথায় প্রকাশ কি? A দুর্নিবার B অনিবার্য C নিবারিত D অনির্বান সঠিক উত্তর দেখুন + উত্তরঃ (A) দুর্নিবার ৷ 5/5(4 votes) 👁 85 Share Tags: এক কথায় প্রকাশ160কষ্টকর/সহজে না(বাক্যসংকোচন)14ব্যাকরণ212 1 2 3 … 8 Next » 5/5(1 vote)