মাস্টার্স ব্যষ্টিক অর্থনীতি ১ম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

2025 মাস্টার্স ব্যষ্টিক অর্থনীতি ১ম অধ্যায় ভোক্তার আচরণ তত্ত্ব অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ৷ কিছু দিন পর মাস্টার্স ফাইনাল পরিক্ষা ৷ ব্যষ্টিক অর্থনীতি বিষয়ে প্রতি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে ১০ প্রশ্নের উত্তর দিতে হয় ৷ আপনারা অনেকেই বিষয়টি নিয়ে টেনশনে রয়েছেন ৷ তাই আপনারা যেন যেকোনো সময় যেকোনো জায়গায় বিষয়টি থেকে প্রস্ততি নিতে পারেন ৷

মাস্টার্স ব্যষ্টিক অর্থনীতি ১ম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

মাস্টার্স ব্যষ্টিক অর্থনীতি ১ম অধ্যায় ভোক্তার আচরণ তত্ত্ব অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2025

১. উপযোগ কি?

উত্তর: উপযোগ বলতে কোনো দ্রব্যের সেই গুণ বা ক্ষমতাকে বুঝায় যা মানুষের কোনো অভাব পূরণ করতে পারে।

২. পরোক্ষ উপযোগ কি?

উত্তর: ভোক্তার যে উপযোগ পণ্যের পরিমাণের উপর সরাসরি নির্ভর করে না, পণ্যের মূল্য ও ভোক্তার আয়ের উপর নির্ভর করে, তাকে বলে পরোক্ষ উপযোগ।

৩. পরোক্ষ উপযোগ অপেক্ষক কি?

উত্তর: যে অপেক্ষকে উপযোগ পণ্যের পরিমাণের উপর সরাসরি নির্ভর করে না, বরং পণ্যের মূল্য ও ভোক্তার আর্থিক আয়ের উপর নির্ভর করে তাকে পরোক্ষ উপযোগ অপেক্ষক বলে।

৪. প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক কি?

উত্তর: যে অপেক্ষকে উপযোগ পণ্যের পরিমাণের উপর সরাসরি নির্ভর করে তাকে প্রত্যক্ষ উপযোগ অপেক্ষক বলে।

৫. প্রান্তিক উপযোগ কি?

উত্তর: কোন দ্রব্যের ভোগ অতিরিক্ত এক একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে।”

৬. পর্যায়গত উপযোগ কাকে বলে?

উত্তর: ১ম, ২য়, ৩য় ও ৪র্থ এরকম সংখ্যা দ্বারা উপযোগ পরিমাপ করা হলে তাকে পর্যায়গত উপযোগ বলে।

৭. পর্যায়গত উপযোগ ধারণার প্রবক্তা কে?

উত্তর: জে. আর. হিকস, এ্যালেন প্রমুখ।

৮. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি?

উত্তর: অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দ্রব্য কোনো ব্যক্তি যখন ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। একেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে।

৯. ভোক্তার উদ্বৃত্ত কি?

উত্তর: ভোক্তা কোনো দ্রব্যের জন্য যে দাম দিতে ইচ্ছুক প্রকৃতপক্ষে যদি তার চেয়ে কম দামে দ্রব্যটি ক্রয় করে তাহলে প্রত্যাশিত দাম থেকে প্রকৃত দাম বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে ভোক্তার উদ্বৃত্ত বলে।

১০. ভোক্তার ভারসাম্যের শর্ত দুটি কি?

উত্তর: ভোক্তার ভারসাম্যের জন্য ২টি শর্ত বিবেচনা করা হয়। যথা-
(1) প্রয়োজনীয় শর্ত: ভারসাম্য বিন্দুতে বাজেট রেখা ও নিরপেক্ষ রেখা পরস্পরকে স্পর্শ করে। অথবা ভারসাম্য বিন্দুতে নিরপেক্ষ রেখার ঢাল ও বাজেট রেখার ঢাল পরস্পর সমান হবে।
(2) পর্যাপ্ত শর্ত: নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে।

১১. নিরপেক্ষ রেখা কি?

উত্তর: যে রেখার প্রতিটি বিন্দুতে ২টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা ভোজার সমপরিমাণ উপযোগ নির্দেশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে।

১২. নিরপেক্ষ রেখার দুইটি বৈশিষ্ট্য লিখ?

উত্তর: নিরপেক্ষ রেখার দুইটি বৈশিষ্ট্য হলো-
(ক) নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল ও
(খ) দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করে না।

2025 ফাইনাল মাস্টার্স ব্যষ্টিক অর্থনীতি ১ম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১৩. বাজেট রেখা কি?

উত্তর: যে রেখার প্রতিটি বিন্দুতে ২টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা সমপরিমাণ ভোক্তার আর্থিক আয় বা ব্যয় নির্দেশ করা হয় তাকে বাজেট রেখা বলে।

১৪. ভোক্তার বাজেট সমীকরণ লিখ।

উত্তর: ভোক্তার বাজেট সমীকরণ: P.X+PY. Y=M

১৫. আয় প্রভাব + পরিবর্তক প্রভাব = কি?

উত্তর: আয় প্রভাব+পরিবর্তক প্রভাব=দাম প্রভাব।

১৬. গিফেন দ্রব্য কাকে বলে?

উত্তর: যে দ্রব্যের পরিবর্তক প্রভাব ধনাত্মক ও আয় প্রভাব ঋণাত্মক এবং দাম প্রভাব ঋণাত্মক তাকে গিফেন দ্রব্য বলে।

১৭. নিকৃষ্ট দ্রব্য কি?

উত্তর: যে দ্রব্যের পরিবর্তক প্রভাব ধনাত্মক, আয় প্রভাব ঋণাত্মক এবং দাম প্রভাব ধনাত্মক তাকে নিকৃষ্ট দ্রব্য বলে।

১৮. রৈখিক রূপান্তর কি?

উত্তর: কোনো সংখ্যা সিরিজের প্রতিটি সংখ্যাকে কোনো স্থির রাশি দ্বারা গুণ, ভাগ, যোগ বা বিয়োগ করলে যে অন্য সংখ্যা সিরিজ পাওয়া যাবে, তাকে প্রথমটির রৈখিক রূপান্তর বলে।

১৯. এঞ্জেল রেখা কি?

উত্তর: আয়ের সাথে চাহিদার সম্পর্ককে যে রেখার সাহায্যে এনজেল ব্যাখ্যা করেছেন তাঁর নাম অনুসারে সেই রেখাকে এনজেল রেখা বলে।

২০. এঞ্জেল রেখাটি চিত্রে দেখাও।

উত্তর: Engel রেখাটি চিত্রে দেখানো হলো:

ফাইনাল মাস্টার্স ব্যষ্টিক অর্থনীতি ১ম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

২১. আয় প্রভাব কি?

উত্তর: দ্রব্য মূল্য স্থির অবস্থায় ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তন হলে ভোক্তার ভারসাম্যে যে পরিবর্তন হয় অথবা দ্রব্য ক্রয় সংমিশ্রণে ভোক্তার যে প্রভাব পড়ে তাকে আয় প্রভাব বলে।

২২. বিকল্পন প্রভাব কি?

উত্তর: ভোক্তার আর্থিক আয় স্থির অবস্থায় ২টি দ্রব্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয় সংমিশ্রণে ভোক্তার যে প্রভাব পড়ে তাকে পরিবর্তক প্রভাব বলে।

২৩. দাম প্রভাব কি?

উত্তর: ভোক্তার আর্থিক আয় স্থির অবস্থায় একটি দ্রব্যের মূল্যের পরিবর্তন হলে ভোক্তার ভারসাম্যে যে পরিবর্তন হয় অথবা দ্রব্য ক্রয় সংমিশ্রণে ভোক্তার যে প্রভাব পড়ে তাকে দাম প্রভাব বলে।

২৪. দাম ভোগ রেখা কি? অথবা, PCC রেখা কি?

উত্তর: ভোক্তার আয় স্থির অবস্থায় দ্রব্য মূল্যের পরিবর্তন হলে ভোক্তার যে সকল ভারসাম্য বিন্দু পাওয়া যায় সেই ভারসাম্য বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে PCC রেখা বলে।

Related Post

  1. মাস্টার্স অর্থনীতি সাবজেক্ট ও চূরান্ত সাজেশন | Masters Economics [PDF]
  2. মাস্টার্স ব্যষ্টিক অর্থনীতি সাজেশন [চূড়ান্ত] With PDF
  3. মাস্টার্স ব্যষ্টিক অর্থনীতি ১ম অধ্যায় অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
5/5(1 vote)
Scroll to Top