পৃথিবীর সমার্থক শব্দ কোনটি [MCQ]

5/5(3 votes)

[Question] পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?

(ক)অখিল
(খ)তটিনী
(গ)স্থির
(ঘ)অতিকায়

উত্তরঃ (ক) অখিল


Explanation: এখানে পৃথিবী এর সমার্থক শব্দ হলো অখিল ৷ পৃথিবী শব্দের অন্যান্য সমার্থক বা প্রতিশব্দ গুলো হলোঃ—ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী, মরলোক, সংসার ।

সম্পর্কিত অন্যান্য সমার্থকশব্দঃ

আকাশ এর সমার্থক শব্দঃ
অন্তরীক্ষ, অম্বর, অভ্র, অনন্ত, আসমান, গগন, ব্যোম, নীলিমা, দ্যুলোক, শূন্য, নভঃ
চাঁদ এর সমার্থক শব্দঃ
চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু হিমকর, বিধু, নিশাপতি , নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ , রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ।
সূর্য এর সমার্থক শব্দঃ
সূর্য শব্দের সমার্থক শব্দ হলো- অর্ক, ভানু, তপন, রবি, দিবাকর, আফতাব, সবিতা, আদিত্য, মিহির।