ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি [MCQ]

5/5(3 votes)

[Question] ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?

(ক)বৃহৎ
(খ)বর্ধিষ্ণু
(গ)বর্ধমান
(ঘ)বৃদ্ধি

উত্তরঃ (গ) বর্ধমান


Explanation: ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান ৷ কেননা ক্ষীয়মান অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর অন্যদিকে বর্ধমান অর্থ বৃদ্ধি পাচ্ছে এমন ৷

প্রদত্ত শব্দবিপরীত অর্থ
বৃহৎঅণু ৷
বর্ধিষ্ণুক্ষয়িষ্ণু ৷
বৃদ্ধিহ্রাস ৷

Also Read: আপদ এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • ক্রয় এর বিপরীত শব্দ – বিক্রয় ৷
  • ক্রোধ এর বিপরীত শব্দ- প্রীতি ৷
  • ক্ষণস্থায়ী এর বিপরীত শব্দ- দীর্ঘস্থায়ী ৷
  • ক্ষতি এর বিপরীত শব্দ- ফায়দা ৷
  • ক্ষয় এর বিপরীত শব্দ- বৃদ্ধি ৷
  • ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ- বর্ধিষ্ণু ৷
  • ক্ষিপ্ত এর বিপরীত শব্দ – শান্ত ৷
  • ক্ষীণ এর বিপরীত শব্দ- পুষ্ট ৷
  • ক্ষীপ্র এর বিপরীত শব্দ- মন্থর ৷
  • ক্ষীয়মাণ এর বিপরীত শব্দ- বর্ধমান ৷
  • ক্ষুদ্র এর বিপরীত শব্দ- বৃহত্‍ ৷