[Question] প্রাচীন এর বিপরীত শব্দ কি?
(ক) | দ্যুলোক |
(খ) | বর্ধমান |
(গ) | ক্ষীয়মান |
(ঘ) | অর্বাচীন |
Explanation: প্রাচীন শব্দের বিপরীত শব্দ অর্বাচীন ৷ অন্যান্য শব্দগুলোর বিপরীত শব্দ হলোঃ
প্রদত্ত শব্দ | বিপরীত অর্থ |
---|---|
দ্যুলোক— | ভূলোক ৷ |
বর্ধমান— | ক্ষয়ীমাণ ৷ |
ক্ষীয়মান— | বর্ধমান ৷ |
Also Read: ভূত এর বিপরীত শব্দ কি?
আরও পড়ুনঃ
- প্রকাশ এর বিপরীত শব্দ – গোপন ৷
- প্রকাশিত এর বিপরীত শব্দ – অপ্রকাশিত ৷
- প্রকাশ্যে এর বিপরীত শব্দ- নেপথ্যে ৷
- প্রজ্জ্বলন এর বিপরীত শব্দ – নির্বাপণ ৷
- প্রতিকূল এর বিপরীত শব্দ – অনুকূল ৷
- প্রতিযোগী এর বিপরীত শব্দ – সহযোগী ৷
- প্রত্যক্ষ এর বিপরীত শব্দ- পরোক্ষ ৷
- প্রত্যাদেশ এর বিপরীত শব্দ – আদেশ ৷
- প্রধান এর বিপরীত শব্দ- অপ্রধান ৷
- প্রফুল্ল এর বিপরীত শব্দ- বিমর্ষ / ম্লান ৷
- প্রবল এর বিপরীত শব্দ- দুর্বল ৷
- প্রবীণ এর বিপরীত শব্দ- নবীন ৷
- প্রবৃত্তি এর বিপরীত শব্দ- নিবৃত্তি ৷
- প্রবেশ এর বিপরীত শব্দ- প্রস্থান ৷
- প্রভু এর বিপরীত শব্দ – ভৃত্য ৷
- প্রশংসা এর বিপরীত শব্দ – কুৎসা ৷
- প্রশস্ত এর বিপরীত শব্দ – সঙ্কীর্ণ ৷
- প্রশস্তি এর বিপরীত শব্দ- নিন্দা/কুৎসা ৷
- প্রশ্ন এর বিপরীত শব্দ- উত্তর ৷
- প্রশ্বাস এর বিপরীত শব্দ- নিঃশ্বাস ৷
- প্রসন্ন এর বিপরীত শব্দ- বিষণ্ণ ৷
- প্রসারণ এর বিপরীত শব্দ – সংকোচন/আকুঞ্চন ৷
- প্রস্থান এর বিপরীত শব্দ – আগমন ৷
- প্রাচীন এর বিপরীত শব্দ- অর্বাচীন ৷
- প্রাচ্য এর বিপরীত শব্দ – প্রতীচ্য/পাশ্চাত্য ৷
- প্রায়শ এর বিপরীত শব্দ- কদাচিৎ ৷
- প্রারম্ভ এর বিপরীত শব্দ- শেষ ৷
- প্রীতিকর এর বিপরীত শব্দ- অপ্রীতিকর ৷