জঙ্গম এর বিপরীত শব্দ কি [MCQ]

5/5(3 votes)

[Question] জঙ্গম এর বিপরীত শব্দ কি?

(ক)স্থাবর
(খ)অরণ্য
(গ)পর্বত
(ঘ)সমুদ্র

উত্তরঃ (ক) স্থাবর


Explanation: জঙ্গম শব্দটি বিশেষণ পদ ৷ জঙ্গম অর্থ হলো গতিশীল; অস্থাবর ৷ ফলে জঙ্গম শব্দের বিপরীত শব্দ স্থাবর ৷ স্থাবর অর্থ গতিহীন ৷

Also Read: ঝাপসা এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • জঙ্গম এর বিপরীত শব্দ – স্থাবর ৷
  • জটিল এর বিপরীত শব্দ – সরল ৷
  • জড় এর বিপরীত শব্দ – চেতন ৷
  • জনাকীর্ণ এর বিপরীত শব্দ – জনবিরল ৷
  • জন্ম এর বিপরীত শব্দ – মৃত্যু ৷
  • জমা এর বিপরীত শব্দ- খরচ ৷
  • জয় এর বিপরীত শব্দ – পরাজয় ৷
  • জরা এর বিপরীত শব্দ- যৌবন ৷
  • জরিমানা এর বিপরীত শব্দ- বকশিশ ৷
  • জল এর বিপরীত শব্দ – স্থল ৷
  • জলচর এর বিপরীত শব্দ – স্থলচর ৷
  • জলে এর বিপরীত শব্দ – স্থলে ৷