অমৃত এর বিপরীত শব্দ কি [MCQ]

5/5(3 votes)

[Question] অমৃত এর বিপরীত শব্দ কি?

(ক)বিষাক্ত
(খ)বিরল
(গ)তিক্ত
(ঘ)গরল

উত্তরঃ (ঘ) গরল


Explanation: অমৃত শব্দটি বিশেষ্য পদ ৷ অমৃত এর অর্থ হলো অমরত্ব, অর্থাৎ যার মৃত্যু নেই । ফলে অমৃত শব্দের বিপরীত শব্দ গরল

Also Read: আকাশ এর বিপরীত শব্দ কি?

or, আকাশ শব্দের সমার্থক শব্দ কি?

আরও পড়ুনঃ

  • অন্ত্য এর বিপরীত শব্দ – আদ্য ৷
  • অন্ধকার এর বিপরীত শব্দ- আলোক ৷
  • অপকার এর বিপরীত শব্দ- উপকার ৷
  • অপচয় এর বিপরীত শব্দ – উপচয় ৷
  • অপরাধ এর বিপরীত শব্দ – নিরপরাধ ৷
  • অবগুণ্ঠন এর বিপরীত শব্দ- প্রসারণ ৷
  • অবনত এর বিপরীত শব্দ- উন্নত ৷
  • অবিরল এর বিপরীত শব্দ- বিরল ৷
  • অভিজ্ঞ এর বিপরীত শব্দ- অনভিজ্ঞ ৷
  • অভিমান এর বিপরীত শব্দ- নিরভিমান ৷
  • অভ্যাস এর বিপরীত শব্দ – অনভ্যাস ৷
  • অমৃত এর বিপরীত শব্দ- বিষ / গরল ৷