পুরস্কার এর বিপরীত শব্দ কি [MCQ]

5/5(3 votes)

[Question] পুরস্কার এর বিপরীত শব্দ কি?

(ক)অপ্রীতিকর
(খ)পাশবিক
(গ)বিপন্ন
(ঘ)তিরস্কার

উত্তরঃ (ঘ) তিরস্কার


Explanation: পুরস্কার শব্দের অর্থ হলো সম্মান ৷ সুতরাং পুরস্কার শব্দের বিপরীত শব্দ— তিরস্কারতিরস্কার শব্দের অর্থ অনাদর, ভর্ৎসনা; নিন্দা, ধমক ৷ পুরস্কার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে— পুরঃ + কার = পুরস্কার। পুরস্কার এর সঠিক বানান হচ্ছে— ভুল বানান(পুরষ্কার)-শুদ্ধ বানান(পুরস্কার) ৷

Also Read: প্রাচ্য এর বিপরীত শব্দ কি?

আরও পড়ুনঃ

  • প্রবেশ এর বিপরীত শব্দ— প্রস্থান ৷
  • পূর্ণিমা এর বিপরীত শব্দ— অমাবস্যা ৷
  • প্রভু এর বিপরীত শব্দ— ভৃত্য ৷
  • পূর্ব এর বিপরীত শব্দ— পশ্চিম ৷
  • প্রশ্বাস এর বিপরীত শব্দ— নিঃশ্বাস ৷