জীবন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি? [MCQ]

5/5(3 votes)

[Question] জীবন এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ কোনটি?

(ক)স্বধা
(খ)প্রাণদ
(গ)ইন্দ্রালয়
(ঘ)প্রাণ

উত্তরঃ (ঘ) প্রাণ


সংক্ষেপে ব্যাখ্যাঃ

জীবন এর সমার্থক শব্দঃ প্রাণ, আয়ু,জান,অসু, আয়ুস্কাল ইত্যাদি ।

সুতরাং এখানে জীবন শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো প্রাণ

অপরপক্ষে,

  • স্বধা এর সমার্থক শব্দঅন্ন, দব্য, তণ্ডুল, ওদন, ভাত, আহার, ইরা, অশন, ভক্ষ, রসদ, ভক্ষ্য, আহার্য, পথ্য, খোরাক, আহারীয়, ভোজন, স্বধা।
  • প্রাণদ এর সমার্থক শব্দজল, অম্বু, অপ, উদক, পয়ঃ, ইরা, ইলা, পুষ্কর, তোয়, নীর, সলিল, বারি, সুধা, অম্ভঃ, অর্ণ, প্রাণদ, সরঃ, বারুণ, বর্বূর, সম্বর।
  • ইন্দ্রালয় এর সমার্থক শব্দস্বর্গ, স্বর্গলোক, শত্রুভবন, দেবালয়, সুরলোক, সুরপুর, দ্যু, সুরপুরী, সুরসদ্ম, সুরসভা, দপ্তিক, ধ্রুবলোক, সুরালয়, ত্রিদিব, দ্যুলোক, ইন্দ্রসভা, ঋভুক্ষ, অমরালয়, অমর্ত্যালোক, অমর্ত্যভুবন, দ্যো, অমরা, অমরাবতী, অমরলোক, অমরাধাম, অক্ষয়লোক, অক্ষয়ধাম, দ্যাবাপৃথিবী, সুধর্মা, সুধর্মসভা, স্বরাজ্য, নিত্যধাম, ত্রিদশালয়, ত্রিবিষ্টপ, সুখাধার, আনন্দলোক, দিব্যলোক, দিব্যধাম, ইন্দ্রলোক, ইন্দ্রপুরী, ইন্দ্ররাজ্য, ইন্দ্রালয়, পুণ্যলোক, অমৃতলোক, ঊর্ধ্বলোক।

রিপোর্ট করুন

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বদা চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]