Virtue Is Knowledge উক্তিটি কার? [MCQ]

5/5(3 votes)

[Question] Virtue Is Knowledge উক্তিটি কার?

(ক)সক্রেটিস
(খ)প্লেটো
(গ)এরিস্টটল
(ঘ)হব্‌স

উত্তরঃ (ক) সক্রেটিস


সংক্ষেপে ব্যাখ্যাঃ

Virtue Is Knowledge উক্তিটি সক্রেটিস এর ৷

সক্রেটিসকে বলা হয়ে থাকে গ্রিক দর্শনের জনক। এখন থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে গ্রিক দর্শন সারা পৃথিবীর মানুষকে মুক্ত চিন্তার পথ দেখাতে পেরেছিল। প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে গ্রিক দার্শনিক থেলস, অ্যানাকসিমাইলস, পিথাগোরাস নানা তথ্য দিতে পেরেছিলেন। আকাশে যে তারকারাজি রয়েছে তার উৎস খোঁজ করার জন্য শিষ্যদের নিয়ে পিথাগোরাস গোপন একটি সংগঠন গড়ে তুলেছিলেন। তিনিই প্রথমে বলেন, পৃথিবী, সূর্য ও অন্যান্য গ্রহগুলো বলের আকৃতির মতো গোলাকৃতি।

চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে এবং সূর্যের আলোতেই সে আলোকিত হয়। পিথাগোরাস সম্প্রদায় মনে করতেন, সম্পত্তি হবে সমস্ত সম্প্রদায়ের, ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকবে না। একারণে অভিজাত শ্রেণি ক্ষুব্ধ হয়ে পিথাগোরাস সম্প্রদায়ের সমাবেশ স্থান পুড়িয়ে দেয়। গ্রিক দার্শনিক সক্রেটিসও মানুষের আচরণ সম্পর্কে নানা তথ্য দিতে পেরেছেন। সভ্যতার শীর্ষে আমাদের বর্তমান যে অবস্থান এর পশ্চাতে রয়েছে গ্রিক দর্শনের অসামান্য অবদান ৷

সক্রেটিস কোনো গ্রন্থ রচনা করেননি। তাঁর দার্শনিক চিন্তাধারাকে আমাদের সামনে তুলে ধরেছেন তাঁর ছাত্র প্লেটো। প্লেটোর ছাত্র ছিলেন অ্যরিস্টটল। তবে অ্যরিস্টটল সক্রেটিসকে দেখেননি। অ্যারিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার-দি গ্রেট। গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিক সত্তর বছর বয়সী বৃদ্ধ সক্রেটিসকে হেমলক বিষ পানে হত্যা করা হয়েছিল কয়েকজন নাগরিকের তুচ্ছ অভিযোগের ভিত্তিতে।

আরও পড়ুনঃ

Scroll to Top