কবি কাহিনী কার লেখা বা কবি কাহিনী কাব্যের লেখক কে? [MCQ]

5/5(3 votes)

[Question] কবি কাহিনী কার লেখা বা কবি কাহিনী কাব্যের লেখক কে?

(ক)রবীন্দ্রনাথ ঠাকুর
(খ)কাজী নজরুল ইসলাম
(গ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)সুফিয়া কামাল

উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর


Explanation: কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা একটি বাংলা কাব্যগ্রন্থ।

‘কবি-কাহিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ। এটি একটি কাব্যগ্রন্থ। ‘কবি-কাহিনী’ ‘ভারতী’ পত্রিকায় পৌষ-চৈত্র, ১২৮৪ বঙ্গাব্দ (১৮৭৮ খ্রি.) সংখ্যায় এর কবিতাগুলি ছাপা হয়। ১৮৭৮ সালেই কবিতাগুলি নিয়ে ‘কবি-কাহিনী’ গ্রন্থ প্রকাশিত হলে গ্রন্থকার হিসেবে রবীন্দ্রনাথের পরিচয় আরম্ভ হয়। চার সর্গে বিভক্ত এই নাতিদীর্ঘ কাব্যের নায়ক এক কবি এবং নায়িকা নলিনী। নলিনীর মৃত্যুর পর নায়ক কবির বিশ্বপ্রেমের উপলব্ধিতে কাব্যের পরিসমাপ্তি। মনে করা হয়, এ কাব্যের নায়ক রবীন্দ্রনাথ নিজেই। কবিতার কাহিনিতে নাটকীয়তা নেই। অমিত্রাক্ষর ছন্দের রচনা। তবে বিন্যাস পয়ার ও ত্রিপদী উভয় ধরনের।

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions:

Scroll to Top