বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে? [MCQ]

[Question] বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে?

(ক)রবীন্দ্রনাথ ঠাকুর
(খ)নজরুল ইসলাম
(গ)দ্বিজেন্দ্রলাল রায়
(ঘ)সলীল চৌধুরী

উত্তরঃ (ক) রবীন্দ্রনাথ ঠাকুর


Explanation: বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর

  • বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই।
  • ‘আমার সোনার বাংলা’ বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে(বাংলা ১৩১২) ৷
  • ১৩ জানুয়ারি, ১৯৭২ সালে ‘আমার সোনার বাংলা’ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ৷
  1. বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজীতে অনুবাদ করেন কে?

    উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজীতে অনুবাদ করেন সৈয়দ আল আহসান ৷

  2. বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয় বাংলা কত সালে?

    উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীত রচিত হয় বাংলা ১৩১২ সনে ৷

  3. বাংলাদেশের জাতীয় সংগীত ১৯০৫ সালে (বাংলা ১৩১২) বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত “আমার সোনার বাংলা” রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

    উত্তরঃ বাংলাদেশের জাতীয় সংগীত ১৯০৫ সালে (বাংলা ১৩১২) বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত “আমার সোনার বাংলা” রবীন্দ্রনাথের গীতবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত ৷

রিপোর্ট করুণ

“আমরা(Priobd.com) সকল তথ্য সঠিক দেওয়ার জন্য সর্বত্র চেষ্ঠা করেছি ৷ আপনার যদি মনে হয় এই আর্টিকেলে কোনো তথ্য ভুল হয়েছে, দয়া করে প্রশ্নসহ যে অংশটি ভুল হয়েছে তা উল্লেখ করে আমাদের জিমেল করুণ”
Gmail: [email protected]

Related Questions:

5/5(3 votes)
Scroll to Top