৬ দফা আন্দোলন কত সালে হয়? MCQ
A) | ১৯৫৪ সালে |
B) | ১৯৬২ সালে |
C) | ১৯৬৬ সালে |
D) | ১৯৬৯ সালে |
বঙ্গবন্ধুর ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন শুরু করেন ৷
বঙ্গবন্ধুর ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন
১৯৬৬ সালে প্রণীত ৬ দফা দাবি ছিল মূলত বাঙালি জাতির মুক্তির ম্যাগনাকার্টা। এর প্রবক্তা ছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ আন্দোলন ছিল বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে।
এই এক বান্ডিলের মাত্র ৬টি দফা দ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা তুলে ধরেন। এ কর্মসূচি একদিকে বাঙালি জাতির চেতনামূলে বিস্ফোরণ ঘটায়, অন্যদিকে স্বৈরাচারী আইয়ুব খানের ‘অপশাসনের ভিত নাড়িয়ে দেয়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও সামগ্রিকভাবে এ ছয়দফা বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।
আরও দেখুনঃ-