বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? MCQ
A) | ২৩ মার্চ ১৯৬৬ |
B) | ২০ এপ্রিল ১৯৬২ |
C) | ২১ ফেব্রুয়ারি, ১৯৫৪ |
D) | ২২ মার্চ ১৯৫৮ |
বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ ১৯৬৬ সালের ২৩ মার্চ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ৷
বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কর্মসূচি
৬ দফা ছিল বস্তুত পূর্ব পাকিস্তানের মানুষের বাঁচার দাবি। এতে পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিকসহ সকল অধিকারের কথা ওঠে এসেছে। আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি আখ্যা দিয়ে ব্যাপক দমন-পীড়ন শুরু করে। ফলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে।
এ আন্দোলনের ফলে ১৯৬৯ সালে স্বৈরশাসক আইয়ুব খানের পতন হয়। ইয়াহিয়া খান একটি সাধারণ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। ১৯৭০ সালে আয়োজিত এ সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ ৬ দফাকে নির্বাচনি ইশতেহার হিসেবে ঘোষণা করে এবং বঙ্গবন্ধু এ নির্বাচনকে ৬ দফার পক্ষে গণভোেট হিসেবে অভিহিত করেন।
অতঃপর, ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত এ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক উভয় পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে।
আরও দেখুনঃ-