পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? MCQ

পৌরনীতি ও সুশাসন কোন ধরনের বিজ্ঞান? MCQ

A)রাজনৈতিক বিজ্ঞান
B)অর্থনৈতিক বিজ্ঞান
C)সামাজিক বিজ্ঞান
D)সাংস্কৃতিক বিজ্ঞান

উত্তরঃ C) সামাজিক বিজ্ঞান

পৌরনীতি ও সুশাসন হলো সামাজিক বিজ্ঞানের একটি অংশ ৷

পৌরনীতি ও সুশাসন সামাজিক বিজ্ঞানের একটি শাখা

পৌরনীতি ও সুশাসন হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা যেখানে সরকারের সংগঠন ও পদ্ধতি, সংবিধান এবং নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি এটি নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট পর্যালোচনা করে। অন্যদিকে, অর্থনীতি বা অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা পণ্যের উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ, ভোগ ও ভোক্তার আচরণ এবং মানুষের অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ সম্পর্কে আলোচনা করে।

সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম-কানুন, রীতি-নীতি প্রচলিত ছিল। বর্তমান সময়েও দেখা যায়, সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম-কানুন, রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান। নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য তাই গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা আজ CIVICS বা ‘পৌরনীতি’ বলে পরিচিত। এজন্য পৌরনীতিকে ‘নাগরিকতা বিষয়ক বিজ্ঞান’ও বলা হয়। পৌরনীতি ও সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান।

আরও দেখুনঃ-

4.8/5(9 votes)
Scroll to Top