মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদের কাছে কি মিনতি করেছেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) প্রেমভাবে তাঁকে স্মরণ করতে ৷
👁 148
Explanation
Recommended For You
- মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম টিমোথি পেনপোয়েম ৷
- মেঘনাদবধ কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয় ৷
- মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান হলো সনেট – এর প্রবর্তন ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘মেঘনাদবধ কাব্য’ ইংরেজিতে প্রথম অনুবাদ করেন রাজনারায়ণ বসু ৷
- বাংলা ভাষায় সনেট প্রথম মধুসূদন দত্তের লেখা ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম সনেট বঙ্গভাষা ৷
- মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন ৷
- মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য বীরাঙ্গনা ৷
- মাইকেল মধুসূদন দত্তের প্রবর্তিত ছন্দের নাম অমিত্রাক্ষর ৷
- শর্মিষ্ঠা এক ধরনের পৌরাণিক নাটক ৷
Related Post
- কোন কবিতা রচনার জন্য অগ্নিবীণা নিষিদ্ধ হয়? MCQ
- অগ্নিবীণা কাব্যের শেষ কবিতা কোনটি? MCQ
- অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? MCQ
- আঠারো বছর বয়সের ইতিবাচক দিক প্রতিফলিত হয়েছে নিচের কোন চরণে? MCQ
- ‘এ বয়সে কানে আসে কত মন্ত্রণা’- কোন ধরনের মন্ত্রণার সম্মুখীন হয় তরুণরা? MCQ
- আঠারো বছর বয়স ভয়ংকর কেন? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ কেমন? MCQ
- আঠারো বছর বয়সের সংবেদনশীলতার কথা উঠে এসেছে নিচের কোন চরণে? MCQ
- আঠারো বছর বয়স কবিতায় শপথের কোলাহল বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? MCQ
- আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়? MCQ