কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) অগ্নিবীণা ৷
👁 19
Explanation
‘অগ্নিবীণা'(১৯২২) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি একটি বিদ্রোহী প্রধান কাব্য। ব্রিটিশ বিরোধী বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে এটি উৎসর্গ করেন কবি। এ কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। ‘প্রলয়োল্লাস’ এ কাব্যের প্রথম কবিতা এবং ‘বিদ্রোহী’ ২য় কবিতা। এ কাব্যের অন্যান্য কবিতা রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ারা, রণভেরী, শাত-ইল আরব, খেয়াপারের তরণী, কোরবাণী ও মোহররম।
- অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা — প্রলয়োল্লাস ৷
- অগ্নিবীণা কাব্যের শেষ কবিতা — মোহররম৷
- অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয় ৷
- কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য উৎসর্গ করেন বারীন্দ্রকুমার ঘোষ কে ৷
- “আনন্দময়ীর আগমনে” কবিতা রচনার জন্য অগ্নিবীণা নিষিদ্ধ হয় ৷
Recommended For You
- মাদার তেরেসার আসল নাম বা পুরো নাম আঞ্জেজি গনসে বোজাক্সহিউ ৷
- “আনন্দময়ীর আগমনে” কবিতা রচনার জন্য অগ্নিবীণা নিষিদ্ধ হয় ৷
- ১৯৫২ সালে মাদার তেরেসা নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন ৷
- কাজী নজরুল ইসলামের পিতার নাম ফকির আহমদ ৷
- অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস ৷
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ৷
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ ছায়ানট ৷
- অগ্নিবীণা কাব্যের শেষ কবিতা- মোহররম ৷
Related Post
- বন্দীর বন্দনা কার লেখা? [MCQ]
- বনি আদম কার লেখা? [MCQ]
- রসুল বিজয় কার লেখা? [MCQ]
- রাজা যায় রাজা আসে কার লেখা? [MCQ]
- বেলা শেষের গান কার লেখা? [MCQ]
- শেষ লেখা কার লেখা? [MCQ]
- চৈতালী কাব্যগ্রন্থ কার লেখা? [MCQ]
- চিত্রা কাব্যগ্রন্থটি কার লেখা? [MCQ]
- সোনার তরী কাব্যগ্রন্থটি কার লেখা? [MCQ]
- মানসী কাব্য গ্রন্থটি কার লেখা? [MCQ]