Mobily Number Check : মোবাইলি সিমের নাম্বার কিভাবে দেখে মাত্র একটি কোড ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন ৷ সৌদিতে যারা নতুন বাংলাদেশি প্রবাসি রয়েছেন আপনারা সিমের নাম্বার ভুলে যান ৷ এই পোষ্টে ছয়টি পদ্ধতির যেকোনো একটি মাধ্যমে মোবাইলি সিমের নাম্বার চেক করতে পারবেন ৷
পদ্ধতি—১ : কোড ডায়াল করে KSA Mobily Number Check
আপনার মোবাইলে মোবাইলি(Mobily) সিম কার্ডটি লাগানো থাকলে মাত্র একটি কোড ডায়াল করে সিমের নাম্বারটি জেনে নিতে পারেন ৷ নিজের মোবাইলি সিমের নাম্বার দেখার জন্য এ পদ্ধতি সবচেয়ে সহজ ৷ আপনি একজন সৌদি প্রবাসি হয়ে থাকলে SMS কিংবা কল সেন্টারে কল করার ঝামেলা ছাড়াই কোড ডায়াল করার মাধ্যমে ভুলে যাওয়া নিজের নাম্বার নিজে দেখতে পারেন ৷ আসুন মোবাইলি সিমের নাম্বার কিভাবে দেখে জেনে নেই,,
- ডায়াল প্যাডে চলে যান ৷
- মোবাইলি নাম্বার চেক কোড *222# ডায়াল করুন ৷
- কোড ডায়ালের সাথে সাথে সিমের নাম্বারটি দেখতে পারবেন ৷
কোড ডায়াল করে নাম্বার দেখা অন্যসব পদ্ধতি থেকে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় ৷ এভাবে একটি কোড ডায়াল করে ভুলে যাওয়া সিমের নাম্বার দেখে নিতে পারেন ৷
আরও দেখুনঃ সৌদি আরবে সকল সিমের নাম্বার
পদ্ধতি—২ : একটি SMS পাঠিয়ে মোবাইলি সিমের নাম্বার চেক
SMS এর মাধ্যমে মোবাইলি সিম নাম্বার দেখার সুবিধা গ্রাহকে ফ্রিতে মোবাইলি সিম কোম্পানি করে দিয়েছে ৷ এরজন্য মেসেজটি পাঠালে অটোমেটিক একটি ফিরতি মেসেজে আপনার নাম্বারটি জানতে পারবেন ৷ Mobily সিম নাম্বার চেক করার জন্য যেভাবে SMS টি পাঠাবেন,,
- মেসেজ অপশনে চলে যান ৷
- মেসেজে লিখুন “1” এবং সেন্ড করুণ “1411” নম্বরে ৷
- একটি ফিরতি মেসেজে মোবাইল নাম্বারসহ, একাউন্ট ব্যালেন্স, MB, SMS, মিনিট দেখতে পারবেন ৷
এভাবে ফ্রিতে মাত্র একটি SMS পাঠিয়ে মোবিলি সিমের নাম্বার চেক করতে পারেন ৷
পদ্ধতি—৩ : আপনাকে কল করার অনুরোধ জানিয়ে মোবাইল নাম্বার চেক
আপনার বন্ধু অথবা অন্য যেকারো নাম্বারে একটি SMS পাঠিয়ে মোবাইলি সিমের নাম্বার দেখে নিতে পারেন ৷ একদম ফ্রিতে আপনি এসএমএস টি পাঠাতে পারবেন, এর জন্য কোনো টাকা চার্জ কাটবেনা ৷ আসুন জেনে নেই অন্যকে কিভাবে অনুরোধ করবেন,,
- ডায়াল এ চলে যান ৷
- ডায়াল করুণ *188#.
- ডায়াল করার পর এসএমসে একটি ফাকা জায়গা দেখতে পারবেন, সেখানে বন্ধুর নাম্বারটি দিন(যাকে SMS পাঠাবেন) ৷ তারপর সেন্ড করুন ৷
- সেন্ড করার কিছুক্ষন পর বন্ধু একটি SMS(Call Me) পাবেন ৷
- সবশেষে বন্ধু আপনাকে কল করে অথবা SMS এর মাধ্যমে নাম্বারটি জানিয়ে দিতে পারেন ৷
এভাবে বন্ধুকে একটি ফ্রি এসএমএস(SMS) এর মাধ্যমে আপনাকে কল করার জন্য বলতে পারেন এবং মোবাইল নাম্বারটি জানতে পারেন ৷
পদ্ধতি—৪ : Helpline এ কল করে মোবাইলি নাম্বার চেক
সরাসরি মোবাইলি কাস্টমার কেয়ারে কল দিয়ে মোবাইল নাম্বার জানতে পারেন ৷ এর জন্য কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে আপনার সিমে টাকা থাকতে হবে ৷ কল করে এজেন্টকে নাম্বারটি মুখে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দিতে বলবেন ৷ তবে কল সেন্টারে আরবি অথবা ইংরেজিতে কথা বলতে হবে ৷ নতুন প্রবাসিদের এটি জামেলা হতে পারে ৷ আসুন জেনে নেই যারা আরবি অথবা ইংরেজি ভাষা বুঝেন, আপনারা কিভাবে কল সেন্টারে কল দিয়ে Mobily সিমের নাম্বার জানবেন,
- মোবাইলের কল অপশনে চলে যান ৷
- মোবাইলি হেল্পলাইন নাম্বার “1100” কল করুণ ৷
- ভাষা নির্বাচন করুণ ৷
- তাদের প্রোম্পটগুলো অনুসরণ করে এজেন্টের সাথে কথা বলতে নাম্বারটি চাপুন ৷
- কাস্টমার কেয়ার প্রতিনিধিকে আপনার নাম্বারটি মুখে এবং SMS এ বলার জন্য বলুন ৷
এভাবে মোবাইলি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে ভুলে যাওয়া Mobily নাম্বার জানতে পারেন ৷
পদ্ধতি—৫ : CITC ওয়েবসাইটের মাধ্যমে Mobily সিমের নাম্বার চেক
CITC ওয়েবসাইটের মাধ্যমেও ভুলে যাওয়া সিমের নাম্বার চেক করতে পারেন ৷ শুধু তাই নয় আপনার আকামা নাম্বারের অধীনে কতগুলো সিম নিবন্ধন রয়েছে সবগুলো নাম্বার দেখতে পারবেন ৷ ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে মোবাইলি সিমের নাম্বার দেখবে, আসুন জেনে নেই,
- প্রথমে ফোনের একটি ব্রাউজারে যান ৷
- CITC অফিসিয়াল ওয়েবসাইটে ডুকুন ৷
- “আমার নম্বর সম্পর্কে জিজ্ঞাসা” পেইজটিতে চলে যান ৷
- সেখানে আকামা আইডি নাম্বার, আপনার জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন ৷
- সাবমিট করার কিছুক্ষন পর ঐ ID দিয়ে যতোগুলো সিম নিবন্ধন রয়েছে সবগুলো দেখতে পারবেন ৷
এভাবে ভুলে যাওয়া নাম্বার সহজে বাহির করতে পারবেন ৷
পদ্ধতি—৬ : মোবাইলি অ্যাপ দিয়ে মোবিলি নাম্বার চেক
কোড ডায়াল করার পর দ্বিতীয় সহজ যে পদ্ধতি রয়েছে মোবিলি নাম্বার চেক করার জন্য তা হলো তাদের মোবিলি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ৷ এক্ষেত্রে আপনাকে আগেই এপে লগিন করে নিতে হবে এবং ইন্টারনেট কানেকশন লাগবে ৷ তাহলে যেকোনো সময় নিজের নাম্বার দেখার জন্য অ্যাপে ডুকে দেখতে পারেন ৷
সবশেষ
আশা করি এখন থেকে মোবাইলি নাম্বার চেক(Mobily Number check) খুব সহজে করতে পারবেন নিজে নিজে ৷ আপনারা যারা সৌদিতে রয়েছেন, বিশেষ করে নতুন প্রবাসি এবং একটি মোবাইলি(Mobily) সিম কিনে থাকলে মাঝে মাঝে সিম নাম্বারটি ভুলে যান ৷ এই পোষ্ট মোবাইলি মোবাইল নাম্বার খুজে পেতে সাহায্য করবে ৷ সৌদি আরবে অন্যান্য সিমের নাম্বার চেক, ব্যালেন্স চেক, ইন্টারনেট চেক এবং অফার জানতে প্রিয়বিডি”র ভিজিট করুণ ৷