সালাম সিমের নাম্বার চেক কোড | Salam SIM Number Check Code

5/5(2 votes)

Salam SIM Number Check : মাত্র তিনটি প্রদ্ধতির যেকোনো একটির মাধ্যমে সালাম সিমের নাম্বার চেক করতে পারবেন ৷ আপনি সৌদি আরবে নতুন প্রবাসি এবং আপনি একটি নতুন সালাম(Salam) সিম কিনছেন কিন্তু জানেন না কিভাবে সালাম সিমের নাম্বার চেক করবেন ৷ আপনার জন্য এই পোষ্টটি অনেক গুরুত্বপূর্ণ ৷ আসুন একনজরে পদ্ধতিগুলো দেখে নেই,,

  • পদ্ধতি ১: USSD কোড ডায়াল করে ৷
  • পদ্ধতি ২: হেল্পলাইন নাম্বারে কল করে ৷
  • পদ্ধতি ৩: মোবাইল অ্যাপের মাধ্যমে
সালাম সিমের নাম্বার চেক কোড | Salam SIM Number Check Code

পদ্ধতি ১: USSD কোড ডায়াল করে Salam SIM Number Check

কোড ডায়াল করে সালাম সিমের নাম্বার চেক সবচেয়ে সহজ এবং জনপ্রিয় উপায় ৷ এভাবে ভুলে যাওয়া সিমের নাম্বার মাত্র একটি কোড ডায়াল করে জেনে নিতে পারেন ৷ আসুন জেনে নেই কিভাবে কোড ডায়াল করে Salam সিমের নাম্বার চেক করবেন,,

  • সালাম সিমের নাম্বার চেক কোড *107# অথবা *108# ডায়াল করুণ ৷
  • আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান ৷
  • ডায়াল করার কিছুক্ষনের মধ্যে আপনার সালাম সিমের নাম্বার দেখতে পারবেন ৷

উপরের কোড দুটি কাজ না করলে, আপনি ডায়াল করুণ *100#. ডায়াল করার পর ১-৭ পর্যন্ত সিমের বিভিন্ন ফিচারগুলো দেখাবে ৷ যেমন রিচার্জ, সো প্লান, চেক মাই ব্যালেন্স, ক্রেডিট ট্রান্সফার, রোমেনিং, চেঞ্জ ল্যাংগুয়েজ এবং ডাটা পিএওয়াইজি(Data PAYG). তারপর নিচে একটি ফাকা বক্স আছে সেখানে “8” লিখে সেন্ড করুণ ৷ সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সালাম সিমের নাম্বার দেখতে পারবেন ৷

পদ্ধতি ২: হেল্পলাইন নাম্বারে কল করে Salam সিমের নাম্বার চেক

আপনি যদি সৌদি প্রবাসি হয়ে থাকেন, সালাম সিমের মোবাইল নাম্বার জানার জন্য আপনি তাদের কল সেন্টারে কল করতে পারেন ৷ তাদের প্রোম্পটগুলো অনুসরণ করে কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছ থেকে সিমের নাম্বার জেনে নিতে পারেন ৷ এক্ষেত্রে তাদের প্রতিনিধির সাথে কথা বলার জন্য আপনার সিম একাউন্টে টাকা থাকতে হবে ৷ আসুন জেনে নেই কিভাবে সালাম হেল্পলাইন নাম্বারে কল করে Salam সিম নাম্বার জানবেন,,

  • মোবাইলের ডায়াল প্যাডে যান ৷
  • সালাম কাস্টমার কেয়ার নাম্বার 1101 কল করুণ ৷
  • কল করলে আপনাকে ভাষা সিলেক্ট করতে বলবে ৷
  • তারপর তাদের অটোমেটিক সিস্টেম অনুযায়ী সিমের বিবরণগুলো জানাবে ৷
  • আপনি সরাসরি তাদের কাস্টমার কেয়ার এজেন্টের সাথে কথা বলতে পারেন ৷
  • কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে আপনার সিম নাম্বার মুখে এবং মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন ৷

এভাবে সালাম নাম্বার ভুলে গেলে তাদের হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিতে পারেন ৷ প্রক্রিয়াটি সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে ৷ কারণ কল সেন্টারে ইংরেজি অথবা অরবি ভাষায় কথা বলতে হবে ৷ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে সিমে টাকা থাকতে হবে ৷ ফলে কল সেন্টারে কল করে সিমের নাম্বার জানা অনেকের কাছে জামেলা হতে পারে ৷

আরও দেখুনঃ-

  1. এসটিসি(STC) নাম্বার চেক কোড ৷

পদ্ধতি ৩: মোবাইল অ্যাপের মাধ্যমে সালাম সিমের নাম্বার চেক

Salam মোবাইল অ্যাপের দিয়ে নিজের নাম্বার নিজে চেক করতে পারেন ৷ এজন্য গুগুল প্লেস্টোর অথবা অ্যাপ স্টোর থেকে তাদের নিজস্ব অ্যাপটি ডাউনলোড করতে হবে ৷ নতুন সিমটি কিনার পর অথবা নাম্বারটি মনে থাকলে অ্যাপে একটি একাউন্ট করে নিবেন ৷ এতে করে সিমের নাম্বারটি ভুলে গেলে খুব সহজে জেনে নিতে পারেন ৷ কিভাবে মাই সালাম অ্যাপের মাধ্যমে সিমের নাম্বার চেক করবেন নিচের পদ্ধতিগুলো দেখে নিন,,

  • মোবাইলের গুগল প্লে স্টোরে যান ৷
  • সালাম মোবাইল অ্যাপmysalam” ডাউনলোড করুন এবং ইনস্টল করুণ ৷
  • “মাই সালাম” এপে পূর্বে সালাম নাম্বার দিয়ে একাউন্ট করা থাকলে অটোমেটিক লগিন হয়ে যাবে ৷
  • অটোমেটিক লগিন না হলে আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিন ৷
  • লগিন হয়ে গেলে অ্যাপের ড্যাশবোর্ডে প্রোফাইলে আপনার সিম নাম্বার দেখতে পারবেন ৷

আপনি একবার সালাম মোবাইল অ্যাপে লগিন করে নিলে যেকোনো সময় সালাম সিমের নিজের নাম্বার চেক করে নিতে পারেন ৷ এটি একদম সহজ প্রক্রিয়া যদি লগিন করা থাকে ৷ এভাবে তাদের অ্যাপের মাধ্যমে ভুলে যাওয়া সিমের নাম্বার জানতে পারেন ৷ তবে একটি কথা মনে রাখবেন, যেকোনো সিমের ক্ষেত্রেই হোক ঐ সিমের নিজস্ব মোবাইল অ্যাপ সিম কিনার সাথে সাথে একাউন্ট করে ফেলা ৷ এতে যেকোনো সময় সিমের নাম্বার, ব্যালেন্স চেক, ইন্টারনেট চেক, অফার চেকসহ অন্যান্য ফিচারগুলো খুব সহজে উপভোগ করতে পারবেন ৷

সবশেষ

প্রিয় প্রবাসি ভিউয়ার, আশা করি এখন থেকে সালাম সিমের নাম্বার চেক( Salam SIM Number Check ) নিজেই খুব সহজে করতে পারবেন ৷ উপরের তিনটি পদ্ধতির যেকোনো একটির মাধ্যমে সালাম মোবাইল নাম্বার চেক করতে পারেন ৷ এই পোষ্টটি নতুন প্রবাসিদের উপকারে আসবে ৷ এরকম বিভিন্ন দেশের সিমের নাম্বার চেক, ব্যালেন্স চেক, ইন্টারনেট চেক, অফার চেক ট্রিকসগুলো জানতে প্রিয়বিডি”র সাথেই থাকবেন ৷ ধন্যবাদ ৷

Scroll to Top