সৌদি আরবের এর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা এগিয়ে

সৌদি আরবের এর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য রয়েছে এবং সেটা কয় ঘন্টা? এমন প্রশ্নের উত্তর খুজে থাকেন অনেকেই ৷ এই পোষ্টে আপনারা জানবেন বাংলাদেশ এবং সৌদি আরবের দুই দেশের সময়ের পার্থক্য এবং প্রতি ঘন্টায় সৌদি আরবের সাথে বাংলাদেশে কয়টা বাজে এবং কেন এই পার্থক্য হয় ৷

সৌদি আরবের এর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য

সৌদি আরবের এর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য

সৌদি আরব বাংলাদেশের পশ্চিমে অবস্থিত । আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে একটি সরল রেখা বরাবর যান, তবে আপনি সাধারণত উত্তর-পশ্চিম দিকে যাচ্ছেন । অর্থাৎ বাংলাদেশ পূর্ব-উত্তর কৌনিকভাবে সৌদি আরবের দিকে পশ্চিমে যেতে হয় ৷ এখন প্রশ্ন হতে পারে, তাহলে সৌদি আরবের এর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?

সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র ৩ ঘণ্টার। অর্থাৎ সৌদি আরব থেকে বাংলাদেশ তিন ঘন্টা এগিয়ে রয়েছে ৷ সেক্ষেত্রে সৌদি আরব বাংলাদেশ থেকে তিন ঘন্টা পিছিয়ে ৷ সৌদি আরব বাংলাদেশের প্রায় ৪৫ ডিগ্রি পশ্চিমে অবস্থিত ৷ যেহেতু পৃথিবী প্রতি ঘন্টায় ১৫ ডিগ্রী গতিতে ঘোরে, তাই সৌদি আরব থেকে বাংলাদেশে পূর্ব দিকে যাওয়ার ফলে ৩-ঘন্টার পার্থক্য (৪৫ ডিগ্রী ÷ ১৫ ডিগ্রী প্রতি ঘন্টা = ৩ ঘন্টা)।

যদি সৌদি আরবে দুপুর ১২টা বাজে, তখন বাংলাদেশে বেলা ৩টা বাজবে ৷ সৌদি আরবে সকাল ৯টা বাজে, তখন বাংলাদেশে দুপুর ১২টা বাজবে ৷ যখন সৌদি আরবে সন্ধ্যা ৬টা বাজবে, তখন বাংলাদেশে রাত ৯টা বাজবে ৷ যদি সৌদি আরবে রাত ১১টা বাজে বাংলাদেশে তখন পরের দিন ২টা বাজবে ৷ সৌদি আরবে যখন সকাল ৭টা বাজে বাংলাদেশে তখন ১০টা বাজে ৷

  • সৌদি আরব (UTC +3): সৌদি আরবের বেশিরভাগ এলাকা ৩৫° E এবং ৫৫° E দ্রাঘিমাংশের মধ্যে রয়েছে । এটি সৌদি আরব স্ট্যান্ডার্ড টাইম (AST) UTC +3 অর্থ্যাৎ সমন্বিত ইউনিভার্সাল টাইম বা UTC থেকে তিন ঘন্টা এগিয়ে ৷
  • বাংলাদেশ (UTC +6): বাংলাদেশ ৮৮° E এবং ৯৩° E দ্রাঘিমাংশের আরও পূর্বে অবস্থিত ৷ এটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম(BST) অনুসরণ করে, যা UTC +6 (UTC থেকে 6 ঘন্টা এগিয়ে)।

আরও পড়ুনঃ—

রিয়াদ থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার এবং বাস ভাড়া ৷

জেদ্দা থেকে মক্কার দূরত্ব এবং বাস ভাড়া ৷

সৌদি আরবে কোম্পানির নাম ৷

জেদ্দায় দর্শনীয় স্থান, শপিংমল, হোটেল, বিশ্ববিদ্যালয়ের নাম ৷

জেদ্দায় অবস্থিত মসজিদ(ভাসমান এবং থ্রিডি মসজিদ)

দিনে রাতে সৌদি আরবের এর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য উদাহরণসহ জানুন

  • সৌদি আরব যখন মধ্যরাত অর্থাৎ 00:00 বাজে, বাংলাদেশ তখন 3:00 AM বাজে ৷ তার মানে সৌদি আরব থেকে বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে রয়েছে ৷
  • সৌদি আরব যখন 01:00 AM বাজে, বাংলাদেশে তখন 04:00 AM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 02:00 AM বাজে, বাংলাদেশে তখন 05:00 AM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 03:00 AM বাজে, বাংলাদেশে তখন 06:00 AM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 04:00 AM বাজে, বাংলাদেশে তখন 07:00 AM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 05:00 AM বাজে, বাংলাদেশে তখন সকাল 08:00 বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 06:00 AM বাজে, বাংলাদেশে তখন 09:00 AM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 07:00 AM বাজে, বাংলাদেশে তখন সকাল 10:00টা বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন সকাল 08:00টা বাজে, বাংলাদেশে তখন 11:00 AM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 09:00 AM বাজে, বাংলাদেশে তখন দুপুর 12:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন সকাল 10:00 টা বাজে, বাংলাদেশে তখন 13:00 অর্থাৎ 1:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 11:00 AM বাজে, বাংলাদেশে তখন 14:00 অর্থাৎ 2:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন দুপুর 12:00 PM বাজে, বাংলাদেশে তখন 15:00 অর্থাৎ 3:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 13:00 বা 1:00 PM বাজে, বাংলাদেশে তখন 16:00 অর্থাৎ 4:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 14:00 বা 2:00 PM বাজে, বাংলাদেশে তখন 17:00 অর্থাৎ 5:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 15:00 বা 3:00 PM বাজে, বাংলাদেশে তখন 18:00 অর্থাৎ 6:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 16:00 বা 4:00 PM বাজে, বাংলাদেশে তখন 19:00 অর্থাৎ 7:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 17:00 বা 5:00 PM বাজে, বাংলাদেশে তখন 20:00 অর্থাৎ 8:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 18:00 বা 6:00 PM বাজে, বাংলাদেশে তখন 21:00 অর্থাৎ 9:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 19:00 বা 7:00 PM বাজে, বাংলাদেশে তখন 22:00 অর্থাৎ 10:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 20:00 বা 8:00 PM বাজে, বাংলাদেশে তখন 23:00 অর্থাৎ 11:00 PM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 21:00 বা 9:00 PM বাজে, বাংলাদেশে তখন মধ্যরাত 00:00 টা বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 22:00 বা 10:00 PM বাজে, বাংলাদেশে তখন 01:00 AM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷
  • সৌদি আরব যখন 23:00 বা 11:00 PM বাজে, বাংলাদেশে তখন 02:00 AM বাজে অর্থাৎ বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে ৷

সৌদি আরব বাংলাদেশ থেকে কেন তিন ঘন্টা পিছিয়ে?

সৌদি আরব বাংলাদেশের পশ্চিমে অবস্থিত ৷ সময় অঞ্চলগুলি পৃথিবীর ঘূর্ণন এবং দ্রাঘিমাংশের ৩৬০ ডিগ্রী অনুসারে নির্ধারিত হয়ে থাকে ৷ পৃথিবী ৩৬০ ডিগ্রী ঘুরতে সময় লাগে ২৪ ঘন্টা ৷ আর প্রতি ১৫ ডিগ্রি ঘুরতে সময় নেয় এক ঘন্টা ৷ প্রাইম মেরিডিয়ানের প্রতি ১৫ ডিগ্রি পূর্ব বা পশ্চিমে (গ্রিনিচ, যুক্তরাজ্যে 0° দ্রাঘিমাংশে অবস্থিত) ঘুরতে, স্থানীয় সময় যথাক্রমে এক ঘন্টা বৃদ্ধি বা হ্রাস পায়। তাই সৌদি আরব থেকে বাংলাদেশে তিন ঘন্টা এগিয়ে অর্থাৎ সৌদি আরব বাংলাদেশ থেকে তিন ঘন্টা পিছিয়ে ৷

সবশেষে

প্রবাস কিংবা ব্যবসা-বানিজ্যের উদ্দেশ্যে অথবা উচ্চ শিক্ষা কিংবা হজ্জ-উমরাহ পালন করতে যাওয়ার আগে অবশ্যই সৌদি আরবের এর সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত, সেটা জেনে নেওয়া উত্তম ৷ কেননা সৌদি এবং বাংলাদেশ সময়ের ব্যবধান তিন ঘন্টা ৷ বাংলাদেশ থেকে সৌদি আরব তিন ঘন্টা পিছিয়ে ৷ আশা করি পোষ্টটি আপনাদের উপকারে আসবে, এমন গুরুত্বপূর্ণ পোষ্ট পেতে প্রিয়বিডি’র সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

5/5(1 vote)
Scroll to Top