Which program is called Magna Carta? | কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা বলা হয়? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা নামে পরিচিত? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
প্রশ্নঃ কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা বলা হয়? | Which program is called “Magna Carta”?
- কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা বলা হয়?
- কোন কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা নামে পরিচিত?
- কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা সাথে তুলনা করা হয়?
- বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে?
- কোন দাবিকে বাংলার ম্যাগনাকার্টা বলা হয়?
- কোন কর্মসূচি ম্যাগনাকার্টা নামে পরিচিত?
- কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?
- বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোনটিকে?
-
ছয় দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?
উত্তরঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত পাকিস্তান স্বাধীন রাষ্ট্র গঠিত হলেও স্বাধীন হয়নি তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশ। ভারত পাকিস্তান বিভক্ত হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অন্তভূক্ত হয়ে থাকে। বাঙালীদের উপর ১৯৪৭ সালে ব্রিটিশদের বৈষম্য, শোষণ-নিপীড়ন, জোড়-জুলুম, অন্যায়-অত্যাচার শেষ হয়ে গেলে পশ্চিম পাকিস্তানিরা বাঙালীদের উপর চরম বৈষম্য, অন্যায়-অত্যাচার শুরু করে। তারই ধারাবাহিকতায় তৎকালীন পূর্ব পাকিস্তানের বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদেরা এই বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে এবং ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারী আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা দাবি আদায়ের লক্ষে কর্মসূচী গ্রহণ করা হয়। পরবর্তীতে ১৯৬৬ সালের ১৮ মার্চ আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবুর রহমানের নামে আমাদের বাঁচার দাবি ৬ দফা কর্মসূচি শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়। ক্রমান্বয়ে ছয় দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন গড়ে উঠে। আর তাই ছয় দফা দাবিকে বাঙালী জাতির মুক্তির সনদ বলা হয় এবং এটিকে ইংল্যান্ডের রাজা জন কতৃক স্বীকৃত ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয়।
-
ম্যাগনাকার্টা অর্থ কি?
উত্তরঃ ম্যাগনাকার্টা এর বাংলা অর্থ হলো স্বাধীনতা সনদ।