[MCQ] টেলিভিশন কে আবিষ্কার করেন | Who invented television?

Who invented television? | প্রিয় ভিউয়ার, টেলিভিশন কে আবিষ্কার করেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “টেলিভিশন আবিষ্কার করেন কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

টেলিভিশন কে আবিষ্কার করেন | Who invented television

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ টেলিভিশন কে আবিষ্কার করেন | Who invented television?

  • এডিসন
  • ফ্যারাডে
  • এফ বি মোর্স
  • জন এল বেয়ার্ড

উত্তরঃ জন এল বেয়ার্ড

জন এল বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন। John L. Baird invented television.

টেলিভিশন একটি জনপ্রিয় মাধ্যম । যার মাধ্যমে একমুখী তথ্য সম্প্রচার করা যায় । এই ব্যবস্থায় একটি নির্দিষ্ট সম্প্রচার কেন্দ্র থেকে সংকেত পাঠানো হয় এবং ঐ সম্প্রচার কেন্দ্রের আওতাধীন সকলে টেলিভিশন যন্ত্রের মাধ্যমে প্রোগ্রাম দেখতে পায় । বিভিন্ন TV standards NTSC- National Television System Committee , PAL Phase Alternation by Line ইত্যাদি ।

টেলিভিশনে পিকচার এবং সাউন্ডকে ট্রান্সমিটারের মাধ্যমে এনকোড করে রেডিও সিগনালে রুপান্তর করা হয় , যা পরে রিসিভার এন্টেনার ভিকোড করা হয় , এবং সর্বশেষে টেলিভিশনের ডিসপ্লে ডিভাইস ইলেকট্রিক্যাল সিগনালকে ভিস্যুয়াল ইমেজ এ পরিণত করে , যা কিনা দর্শকরা টিভি পর্দায় দেখতে পায় ।

টেলিভিশন কথাটা বিদেশী । গ্রীক ভাষার শব্দ Tele অর্থাৎ ‘দূর’ আর ল্যাটিন শব্দ videre অর্থাৎ ‘ দর্শন ‘ বা ‘দেখা’ মিলে এর সৃষ্টি । একে বাংলা করে ‘দূরদর্শন’ বলা যেতে পারে , কিন্তু রেডিও, টেলিফোন, টেলিগ্রামের মতো টেলিভিশনও আজ বাংলা শব্দ হিসেবে দিব্যি চালু হয়ে গিয়েছে । একে সংক্ষেপে ‘ টিভি’ও বলছি আমরা হরদম ।

আমাদের দেশে একটা প্রবাদ আছে ‘যেমন কথা তেমন কাজ’ । টেলিভিশনের বেলায় ব্যাপারটা হুবহু খাটে । নামে যেমন ‘দূরদর্শন’ , কাজেও তেমনি । দুনিয়ার কোন্ দূরদেশে ঘটছে উত্তেজনাপূর্ণ অলিম্পিকের খেলা , মক্কায় চলছে হজ্জ , আফ্রিকার গভীর বনে ছুটছে জিরাফ , অথবা চাঁদের ওপরে হাঁটছে মানুষ — সব আমরা দেখছি ঘরে বসেই ।

  • বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্রচারিত নাটকের নাম কি?

    উত্তর: বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্রচারিত নাটকের নাম একতলা-দোতলা ৷

  • বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় কখন?

    উত্তরঃ বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন চালু হয় ১৯৮০ সালে

  • রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

    উত্তরঃ রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর রঞ্জন রশ্মি বের হয় ৷

5/5(23 votes)
Scroll to Top