[MCQ] ক্যালকুলেটর আবিষ্কার করেন কে | Invented the Calculator

5/5 - (25 votes)

Who Invented the Calculator? | প্রিয় ভিউয়ার, ক্যালকুলেটর আবিষ্কার করেন কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “ক্যালকুলেটর কে আবিষ্কার করেন” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

আজকে আপনি জানতে পারবেন যে, ক্যালকুলেটর কে আবিষ্কার করেন ৷ ক্যালকুলেটর হল একটি ইলেকট্রনিক ডিভাইস যা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের মতো কঠিন গণনার কাজে ব্যবহৃত হয়। ক্যালকুলেটর দিয়ে, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে বড় গণনা যোগ, বিয়োগ বা ভাগ করতে পারেন।

ক্যালকুলেটর শব্দটি ল্যাটিন শব্দ calculare থেকে এসেছে। ক্যালকুলেটর এর অর্থ গণন-যন্ত্র; হিসাবকারী। বর্তমান সময়ে আপনি ক্যালকুলেটর মোবাইল, কম্পিউটার পেয়ে থাকেন । আপনিও নিশ্চয়ই ক্যালকুলেটর ব্যবহার করছেন, কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে ক্যালকুলেটর কে আবিষ্কার করেছে?

ক্যালকুলেটর আবিষ্কার করেন কে | Invented the Calculator

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ ক্যালকুলেটর আবিষ্কার করেন কে | Who Invented the Calculator?

  • ব্লেইজ পাঙ্কেল
  • মার্টিন কুপার
  • জ্যাক কাস্টিউ
  • জোসেফ ডে

উত্তরঃ ব্লেইজ পাঙ্কেল

  • ব্লেইজ পাঙ্কেল ক্যালকুলেটর আবিষ্কার করেন ৷ ১৬৪২ সালে ফরাসী গণিতবিদ ব্লেইজ প্যাস্কেল (Blaise Pascal) প্রথম গণনাযন্ত্র আবিষ্কার করেন।
  • প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন–লাইবনিৎস ৷
  • ১৬২৩ সালে উইলহেলম সিকার্ড (Wilhelm Schickard – Germany) অটোমেটিক ক্যালকুলেটর আবিষ্কার করেন ৷

ক্যালকুলেটর (Calculator) প্রাচীন রোমে গণনার জন্য নুড়ি ব্যবহার করা হত । রোমান ভাষায় নুড়িকে বলা হয় ক্যালকুলি (Calculi) । ক্যালকুলি শব্দ থেকেই ইংরেজি ক্যালকুলেট (Calculate) শব্দের উৎপত্তি । ১৬৭১ সালে জার্মান গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ (Gottfried VonLeibnitz) সিলিন্ডার আকৃতিবিশিষ্ট গিয়ার ব্যবহার করে একটি যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন । এটি বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর । ‘Stepped Reckoner’ নামে পরিচিত এই হিসাবযন্ত্রটির সাহায্যে পৌনঃপুনিক যোগ , গুণ এবং ভাগ করা যেত । ১৮২০ সালে ফ্রান্সের টমাস দ্য কলমার লিবনিজের যন্ত্রের অনুরূপ ‘ টমাস এরিথোমিটার ’ নামক যন্ত্র তৈরি করেন । এটি ছিল সর্বপ্রথম বাণিজ্যিক হস্তচালিত ক্যালকুলেটর ।

  • প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে?

    উত্তর: প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন লাইবনিৎস ৷

  • প্রথম ক্যালকুলেটরের নাম কি?

    উত্তরঃ প্রথম ক্যালকুলেটরের নাম হলো “টুথড হুইলস” ৷ আবিষ্কারক হলেন ব্লেইজ পাঙ্কেল