বাংলা গদ্যের জনক কে | Who is the father of Bengali prose?

Who is the father of Bengali prose? | বাংলা গদ্যের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

Who is the father of Bengali prose

প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে? | Who is the father of Bengali prose?

  • বাংলা গদ্যের জনক কে?
  • বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
  • বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
  • বাংলা সাহিত্যে গদ্যের জনক কে?
  • আধুনিক বাংলা গদ্যের জনক কে?
  • গদ্যের জনক বলা হয় কাকে?
  • বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে?
  • কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • প্যারিচাঁদ মিত্র
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • কালীপ্রসন্ন সিংহ

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৷

বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ৷

আরও কিছু গুরুত্ত্বপূর্ণ প্রশ্নঃ

প্রশ্নউত্তর
বাংলা কবিতার জনক কে?মাইকেল মধুসূদন দত্ত।
আধুনিক বাংলা সনেটের জনক কে?মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা ছােট গল্পের জনক কে?রবীন্দ্রনাথ ঠাকুর।
আধুনিক বাংলা উপন্যাসের জনক কে?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
আধুনিক বাংলা নাটকের জনক কে?মাইকেল মধুসূদন দত্ত।
  • বাংলা গদ্যের পথিকৃৎ কে?

    উত্তরঃ উইলিয়াম কেরি।

  • বাংলা চলিত রীতির প্রবর্তক/জনক কে?

    উত্তরঃ প্রমথ চৌধুরী।

  • বাংলা সাহিত্যে গদ্য ছন্দের জনক কে?

    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

  • বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের জনক কে?

    উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

  • বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের জনক কে?

    উত্তরঃ কাজী নজরুল ইসলাম।

  • বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রবর্তক/জনক কে?

    উত্তরঃ প্রমথ চৌধুরী

5/5(14 votes)
Scroll to Top