[MCQ] মার্কেটিং এর জনক কে | Father of Marketing

5/5 - (20 votes)

Who is the Father of Marketing? | প্রিয় ভিউয়ার, মার্কেটিং এর জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “মার্কেটিং এর জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

মার্কেটিং এর জনক কে | Father of Marketing

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ মার্কেটিং এর জনক কে | Who is the Father of Marketing?

  • আলেকজান্ডার হ্যামিলটন
  • ফিলিপ কোটলার
  • এ্যারোরা
  • লুকা প্যাসিওলী

উত্তরঃ ফিলিপ কোটলার

বর্তমান যুগে ব্যবসায়িক পরিমণ্ডলে অন্যতম আলোচিত শব্দ হলো মার্কেটিং । সাধারণ দৃষ্টিকোণে মূলত একটি পণ্যের উৎপাদন পরবর্তী সময় থেকে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানোর মধ্যবর্তী সকল কর্মকাণ্ডই মার্কেটিং এর অন্তর্ভুক্ত । তবে যুগের প্রয়োজনে মার্কেটিং এর সংজ্ঞা পরিবর্তিত হয়েছে বেশ কয়েকবার । বর্তমানে আমেরিকান মার্কেটিং এসোসিয়েশন কর্তৃক অনুমোদিত সংজ্ঞার অনুবাদ করলে যা দাঁড়ায় :

“মার্কেটিং হলো ক্রেতা, মক্কেল ( ক্লায়েন্ট ), অংশীদার এবং সমাজের কাছে গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাবনাকে যথাযথভাবে ও একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রকাশ , তথ্য আদানপ্রদান , বিতরণ এবং বিনিময় প্রক্রিয়াগুলো সুসম্পন্ন করা” । ( আমেরিকান মার্কেটিং এসোসিয়েশন , ২০১৩ )

এই দৃষ্টিকোণে , মার্কেটিং হলো একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে সুষ্ঠু পরিকল্পনার দ্বারা ‘ গুরুত্বপূর্ণ ’ অর্থাৎ চাহিদা আছে এমন পণ্য বা সেবাকে যথোপযুক্ত মাধ্যমে ক্রেতা , ভোক্তা বা সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেয়া হয় এবং এই লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রচার – প্রচারণা এবং বিপণন সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করা হয় । গুরুত্বহীন বা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে সময়ক্ষেপণ পণ্ডশ্রম মাত্র , তাই ব্যবসার শুরুতেই পণ্যের চাহিদা বা গুরুত্ব আছে কি না বা তৈরি করতে সমর্থ হবে কি না তা নির্ণয় করে নেয়া প্রয়োজন ।

মার্কেটিং এর জনক বলা হয় ফিলিপ কোটলার[Philip Kotler] কে ৷ Philip Kotler is the father of marketing.

  • মার্কেটিং কত প্রকার কি কি?

    উত্তর: মার্কেটিং বিভিন্ন প্রকার হতে পারে ৷ মার্কেটিং প্রধানত দুপ্রকার ৷
    ১. গতানুগতিক মার্কেটিং (Traditional Marketing) 
    ২. ডিজিটেল মার্কেটিং (Digital Marketing)

  • আধুনিক মার্কেটিং এর জনক কে?

    উত্তরঃ আধুনিক মার্কেটিং এর জনক জনক ফিলিপ কোটলার