[MCQ] আধুনিক কম্পিউটারের জনক কে | Who is the father of modern computer?

Who is the father of modern computer? | আধুনিক কম্পিউটারের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

আধুনিক কম্পিউটারের জনক কে | Who is the father of modern computer

[MCQ] প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে? | Who is the father of modern computer?

  • প্যাসকেল
  • নেপিয়ার
  • মুনার
  • চার্লস ব্যাবেজ

উত্তরঃ চার্লস ব্যাবেজ ৷

আধুনিক কম্পিউটারের জনক কে? এ প্রশ্নটির উত্তর নিয়ে অনেকে অনেক সমস্যায় পড়তে হয় । যেমন কেউ বলে চার্লস ব্যাবেজ, আবার কেউ বলে জন ভন নিউম্যান ৷ তবে এম.সি.কিউ প্রশ্নে দুটি অপশন কখনই থাকে না ৷ এখানে প্রশ্নে দুটি উত্তরের মধ্যে যেটি থাকবে, সেটিই সঠিক উত্তর হবে ৷

কম্পিউটার আবিষ্কারের কথা

গণনার কাজে মানুষ প্রথমে হাতের আঙুল, পাথর, ঝিনুকের ব্যবহার করত। এসব থেকে ধীরে ধীরে এসেছে গণনার জন্য ব্যবহৃত প্রথম যন্ত্র অ্যাবাকাস। আজকের কম্পিউটার কোনো একক ব্যক্তি আবিষ্কার করেননি। কম্পিউটার আবিষ্কারের পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি নিচে তাঁদের সম্পর্কে আলোচনা করা হলো:

ব্লেইজ প্যাসকল (Blaise Pascal): ফরাসি গণিতবিদ ব্লেইজ প্যাসকল ১৬৪২ সালে মাত্র ১৯ বছর বয়সে একটি গণনা যন্ত্র আবিষ্কার করেন যাকে ‘প্যাসকালাইন’ নামে অভিহিত করা হয়। ধারণা করা হয় এটিই পৃথিবীর সর্বপ্রথম ক্যালকুলেটর।

চার্লস ব্যাবেজ (Charls Babase): ১৮৩৩ সালে ইংরেজ গণিতবিদ চার্লস ব্যাবেজ দুটি গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন। তিনি এদের নাম দেন ১. ডিফারেন্স ইঞ্জিন ও ২. অ্যানালিটিক ইঞ্জিন। প্রযুক্তি এতটা উন্নত না হওয়ায় তিনি তার ধারণা অনুযায়ী কম্পিউটার তৈরি করে যেতে পারেননি। তাই তার গঠনতন্ত্র ও নির্দেশ অনুসরণ করেই আধুনিক কম্পিউটার তৈরি করা হয়। তাই চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

ড. জন ভিনসেন্ট অ্যাটানাসফ এবং ক্লিফোর্ড ব্যারি: ১৯৩৭ সালে ড. জন ভিনসেন্ট এবং ক্লিফোর্ড ব্যারি চার্লস ব্যাবেজের ধারণাকে কাজে লাগিয়ে সর্বপ্রথম ডিজিটাল কম্পিউটার তৈরি করেন। এই কম্পিউটারের নাম ছিল ‘অ্যাটানাসফ ব্যারি কম্পিউটার’ যাকে সংক্ষেপে ABC কম্পিউটার বলা হয়। এটি ছিল আকৃতিতে বিশাল। কিন্তু আমরা আজকে যে ছোট আকৃতির কম্পিউটার ব্যবহার করছি তা যুগে যুগে বিভিন্ন বিজ্ঞানী ও প্রতিষ্ঠানের চেষ্টা ও সাধনার ফলে আধুনিক রূপ নিয়েছে।

আরও কিছু গুরুত্ত্বপূর্ণ উত্তরঃ

  • অ্যাবাকাস – পৃথিবীর প্রথম গণনা যন্ত্র
  • প্রথম ইলেকট্রনিক / ডিজিটাল কম্পিউটার – মার্ক -১ ( Mark – 1 )
  • প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার – – এনিয়াক -১ ( ENIAC – 1 )
  • বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার – ইউনিভ্যাক -১ ( UNIVAC – 1 )
  • ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার – TX – 0
  • ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার – PDP-8
  • প্রথম সুপার কম্পিউটার – CDC – 6600
  • চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার – B2500 এবং B3500
  • চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার – IBM System 360
  • আধুনিক কম্পিউটারের জনক হিসেবে খ্যাত জন ভন নিউম্যান ৷
  • ল্যাপটপ সর্বপ্রথম প্রর্বতিত হয় ১৯৮১ সালে , এপসন কোম্পানি ।
  • কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন ।
  • কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে ।
  • মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা- বিল গেটস ।
  • Apple এর প্রতিষ্ঠাতা – স্টিভ জবস ।
  • বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা- মার্ক জুকারবার্গ ।
  • সামাজিক যোগাযোগ সাইট টুইটার এর প্রতিষ্ঠাতা- জ্যাক ডরসি ।
  • ই – কর্মাস সাইট Amazon.com এর প্রতিষ্ঠাতা – জেফ বোজস ।
  • ই – কর্মাস সাইট Alibaba.com এর প্রতিষ্ঠাতা- জ্যাক মা ।
  • HUAWEI এর প্রতিষ্ঠাতা – রেন জেংফি ।
  • Samsung এর প্রতিষ্ঠাতা – লি বাইয়ুং – চুল ।
  • আধুনিক কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ জন ভন নিউম্যান

  • ডিজিটাল কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ হাওয়ার্ড এইকেন

  • কম্পিউটারের আবিষ্কারক কে?

    উত্তরঃ হাওয়ার্ড এইকেন।

  • ল্যাপটপের জনক কে?

    উত্তরঃ বিল মোগরিজ।

  • মাইক্রো কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ হেনরি এডওয়ার্ড রবাট।

  • মিনি কম্পিউটারের জনক কে?

    উত্তরঃ ক্যানেথ এইচ ওলসেন

  • প্রথম ইলেট্রনিক কম্পিউটিরের আবিষ্কারক কে?

    উত্তরঃ ড. জন এটোসফ

5/5(17 votes)
Scroll to Top