Who is the father of modern computer? | আধুনিক কম্পিউটারের জনক কে? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

[MCQ] প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে? | Who is the father of modern computer?
আরও কিছু গুরুত্ত্বপূর্ণ উত্তরঃ
- অ্যাবাকাস – পৃথিবীর প্রথম গণনা যন্ত্র
- প্রথম ইলেকট্রনিক / ডিজিটাল কম্পিউটার – মার্ক -১ ( Mark – 1 )
- প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার – – এনিয়াক -১ ( ENIAC – 1 )
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার – ইউনিভ্যাক -১ ( UNIVAC – 1 )
- ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার – TX – 0
- ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার – PDP-8
- প্রথম সুপার কম্পিউটার – CDC – 6600
- চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটার – B2500 এবং B3500
- চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার – IBM System 360
- আধুনিক কম্পিউটারের জনক হিসেবে খ্যাত জন ভন নিউম্যান ৷
- ল্যাপটপ সর্বপ্রথম প্রর্বতিত হয় ১৯৮১ সালে , এপসন কোম্পানি ।
- কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন ।
- কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে ।
- মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা- বিল গেটস ।
- Apple এর প্রতিষ্ঠাতা – স্টিভ জবস ।
- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা- মার্ক জুকারবার্গ ।
- সামাজিক যোগাযোগ সাইট টুইটার এর প্রতিষ্ঠাতা- জ্যাক ডরসি ।
- ই – কর্মাস সাইট Amazon.com এর প্রতিষ্ঠাতা – জেফ বোজস ।
- ই – কর্মাস সাইট Alibaba.com এর প্রতিষ্ঠাতা- জ্যাক মা ।
- HUAWEI এর প্রতিষ্ঠাতা – রেন জেংফি ।
- Samsung এর প্রতিষ্ঠাতা – লি বাইয়ুং – চুল ।
-
আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ জন ভন নিউম্যান ৷
-
ডিজিটাল কম্পিউটারের জনক কে?
উত্তরঃ হাওয়ার্ড এইকেন ।
-
কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তরঃ হাওয়ার্ড এইকেন।
-
ল্যাপটপের জনক কে?
উত্তরঃ বিল মোগরিজ।
-
মাইক্রো কম্পিউটারের জনক কে?
উত্তরঃ হেনরি এডওয়ার্ড রবাট।
-
মিনি কম্পিউটারের জনক কে?
উত্তরঃ ক্যানেথ এইচ ওলসেন ৷
-
প্রথম ইলেট্রনিক কম্পিউটিরের আবিষ্কারক কে?
উত্তরঃ ড. জন এটোসফ ৷