Who is the Father of Muslim Philosophy? | প্রিয় ভিউয়ার, মুসলিম দর্শনের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “মুসলিম দর্শনের জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক
[MCQ] প্রশ্নঃ মুসলিম দর্শনের জনক কে | Who is the Father of Muslim Philosophy?
দর্শন বিষয়ক কিছু প্রশ্ন উত্তরঃ
প্রশ্নঃ দর্শন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ গ্রীক দার্শনিক পিথাগোরাস ।
প্রশ্নঃ দর্শনের আলোচনার প্রধান চারটি ক্ষেত্রের নাম লিখ ।
উত্তরঃ জ্ঞানবিদ্যা , অধিবিদ্যা , রূপবিদ্যা , আদর্শবিদ্যা বা মূল্যবিদ্যা ।
প্রশ্নঃ দার্শনিক আলোচনার পদ্ধতি কত প্রকার ও কী কী?
উত্তরঃ দার্শনিক আলোচনার পদ্ধতি ছয় প্রকার । এ গুলো হলো-
- ১. নির্বিচারবাদ,
- ২. সংশয়বাদ,
- ৩. বিচারবাদ,
- ৪. দ্বান্দ্বিক পদ্ধতি,
- ৫. কার্তেসীয় পদ্ধতি,
- ৬ . প্রাধিকার পদ্ধতি ।
মুসলিম দর্শনের জনক বলা হয় আল – কিন্দি (আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল – কিন্দি) কে ৷ Al-Kindi is called the Father of Muslim Philosophy.
প্রশ্নঃ দর্শন আকস্মিক কিছু নয় , অলৌকিক কিছু নয় , বরং অনিবার্য ও স্বাভাবিক উক্তিটি কার?
উত্তরঃ দৰ্শন আকস্মিক কিছু নয় , অলৌকিক কিছু নয় , বরং অনিবার্য ও স্বাভাবিক উক্তিটি করেছেন- দার্শনিক পেরি ।
প্রশ্নঃ দর্শন পাঠের উপকারিতা কী?
উত্তরঃ দর্শন পাঠের উপকারিতা হলো ১. মানবসত্তায় দর্শন , ২. ব্যক্তির মুক্তিতে দর্শন , ৩. সমাজের প্রগতিতে দর্শনের ভূমিকা , ৪. ব্যক্তি জীবনে দর্শনের ভূমিকা ।
প্রশ্নঃ Philosophy- শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ Philosophy- শব্দটি সর্বপ্রথম কে করেন গ্রিক চিন্তাবিদ ব্যবহার পীথাগোরাস ।
প্রশ্নঃ History of Philosophy – বইটির লেখক কে?
উত্তরঃ History of Western বইটির লেখক Philosophy দার্শনিক বার্টার্ড রাসেল ।
-
দর্শনের জনক কে?
উত্তর: দর্শনের জনক হলেন থেলিস।
-
আধুনিক দর্শনের জনক কে?
উত্তরঃ আধুনিক দর্শনের জনক রেনে ডেকার্ট। ৷