[MCQ] দর্শনের জনক কে | Father of Philosophy

Who is the Father of Philosophy
5/5 - (17 votes)

Who is the Father of Philosophy? | প্রিয় ভিউয়ার, দর্শনের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “দর্শনের জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

Who is the Father of Philosophy

[MCQ] প্রশ্নঃ দর্শনের জনক কে | Who is the Father of Philosophy?

  • এরিস্টটল
  • হেরোডোটাস
  • অগাস্ট কোঁৎ
  • থেলিস

উত্তরঃ থেলিস

গ্রিকের থেলিস নামক এক ব্যক্তিকে দর্শনের জনক [Father of Philosophy] বলা হয় ৷ আর দর্শন শাস্ত্রের জনক হলেন সক্রেটিস ৷ আধুনিক দর্শনের জনক হলেন রেনে ডেকার্ট ৷

দর্শন ও দার্শনিক

দর্শনের শাব্দিক অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ । দার্শনিক হলেন জ্ঞানের প্রতি অনুরাগী । বাংলা দর্শন ও দার্শনিক শব্দ দুটির ইংরেজি প্রতিশব্দ হলো Philosophy এবং Philosopher . Philosophy শব্দটি গ্রিক Philos এবং Sophia থেকে উদ্ভূত হয়েছে । Philos অর্থ loving বা অনুরাগ । Sophia অর্থ knowledge বা জ্ঞান । তাই Philosophy মূলত জ্ঞানের প্রতি অনুরাগ । সত্যের প্রতি অনুরাগ , জ্ঞান সন্ধান , সত্য সন্ধান ইত্যাদি অর্থেও শব্দটির ব্যবহার রয়েছে ।

কাজেই Philosopher বলতে সে ব্যক্তিকে বুঝায় যিনি জ্ঞান ও সত্যের প্রতি অনুরাগী এবং যিনি জ্ঞান ও সত্য সন্ধানী । গ্রিক মনীষী পিথাগোরাস প্রথম Philosophy শব্দটি ব্যবহার করেন । তাঁর মতে , জ্ঞানের প্রতি অনুরাগ তথা সত্য অনুসন্ধানের প্রতি অবিচল নিষ্ঠাই দর্শনের মূল লক্ষ্য ।

দর্শন হলো তত্ত্ব দর্শন । দার্শনিক হলেন তত্ত্ব উপলব্ধির চেষ্টাকারী বা তত্ত্ব উপলব্ধিকারী । দর্শন শব্দটি সংস্কৃত শব্দ । ‘ দৃশ ’ ধাতু এবং ‘ অনট ’ সংস্কৃত প্রত্যয়যোগে শব্দটির উৎপত্তি । ‘ দর্শন মানে চোখে দেখা । তবে এখানে চোখে দেখা অর্থে না বুঝে দর্শন অর্থে বুঝাবে তত্ত্ব – দর্শন , জগৎ ও জীবনের স্বরূপ উপলব্ধি । সত্যের প্রত্যক্ষ উপলব্ধি বা সাক্ষাৎকারই দর্শন । আর দার্শনিক হলেন তিনি যিনি এ সত্য উপলব্ধির কাজে ব্যাপৃত বা যাঁর এ সত্য – উপলব্ধি ঘটেছে ।

তাই দর্শন বলতে যা বুঝায় Philosophy- এর ব্যুৎপত্তিগত অর্থ তা নয় । কেননা তত্ত্ব উপলব্ধি Philosophy- এর অর্থ নয় । তবুও উভয়ের মধ্যে কতগুলো দিকের মিল আছে । সেগুলো হলো বিষয়বস্তু এবং আলোচনা পদ্ধতিগত মিল । এ ছাড়া জীবনের সাথে উভয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । এসব মিলের জন্যই Philosophy- এর প্রতিশব্দ হিসেবে দর্শন শব্দ ব্যবহার করা হয়েছে ।

দর্শন হলো জগতের চরম তত্ত্ব সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিমূলক প্রচেষ্টা । বিচার – বিবেচনা , বিশ্লেষণ , সংশ্লেষণ ও অনুধ্যানের মাধ্যমে সত্তা , জগৎ ও জীবনের সাথে জড়িত বিষয়াবলির খণ্ড খণ্ড রূপের আলোচনার পরিবর্তে একটা অখণ্ড রূপের আলোচনার প্রচেষ্টা ।

  • আধুনিক দর্শনের জনক কে?

    উত্তর:আধুনিক দর্শনের জনক হলেন রেনে ডেকার্ট।

  • মুসলিম দর্শনের জনক কে?

    উত্তরঃ মুসলিম দর্শনের জনক আল কিন্দি ৷