কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় | Called the Peace Constitution

5/5 - (11 votes)

Called the Peace Constitution | ছন্দের জাদুকর কাকে বলা হয়? প্রিয় ভিউয়ার, প্রশ্ন করে থাকেন এবং অনেকে অনলাইনে খুজে থাকেন যে, বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘ শান্তি সংবিধান ‘ বলা হয়? সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

Called the Peace Constitution

প্রশ্নঃ কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? | Which country’s constitution is called “Peace Constitution”?

  • কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়?
  • বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘ শান্তি সংবিধান ‘ বলা হয় ?
  • বর্তমান বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়?
  • শান্তি সংবিধান কোন দেশের?
  • জাপান
  • সুইজারল্যান্ড
  • জার্মান
  • সুইডেন

জাপানের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়(The Constitution of Japan is called the Constitution of Peace.) । অনেকে এটাকে আবার ‘ যুদ্ধোত্তর সংবিধান ‘ নামেও অভিহিত করা হয় । শান্তির সংবিধান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ৩ মে জাপান পুরনো সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা করে । এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্দেশনায় জাপানের সংবিধান রচিত হয়েছিল ।

সংবিধানে উল্লেখ করা হয় জাপানি জনগণ ‘ জাতির একটি সার্বভৌম অধিকার হিসেবে চিরতরে যুদ্ধ পরিহার করছে ‘ এবং ভূমি , নৌ , ও বিমানবাহিনীসহ অন্যান্য সম্ভাব্য যুদ্ধ সৃষ্টিকারী বাহিনী রাখবে না । এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামে পরিচিত । উল্লেখ্য , ১৭ সেপ্টেম্বর , ২০১৫ সালে দেশটির আইনসভা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মত সীমান্ত পেরিয়ে লড়াইয়ে সেনাবাহিনীকে আইন পাসের মাধ্যমে ক্ষমতা প্রদান করে ।

  1. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

    উত্তরঃ সুপ্রিমকোর্ট।

  2. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

    উত্তরঃ ভারতের।