মুখে দুর্গন্ধ হওয়ার কারণ | Causes of Bad Breath

5/5(1 vote)

mukhe durgondho howar karon | মুখে দুর্গন্ধ হওয়ার কারণ: মুখের দুর্গন্ধ একটি বিব্রতকর বিষয় ৷ এ সমস্যায় অনেকেই কম বেশি পড়ে থাকেন ৷ বিশেষ করে বন্ধু-বান্ধবের সাথে একত্রে হা করে কথা বলা যায় না ৷ এতে সাথের জন্য আপনার থেকে দূরে থাকতে চেষ্টা করে ৷ কেননা, মুখের গন্ধ একটি বাজে অভ্যাস এবং বিব্রতকর ৷ আসুন জানার চেষ্টা করি কেন মুখে দুর্গন্ধ হয় ৷ এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে প্রিয়োবিডির সাথেই থাকুন ধন্যবাদ ৷

মুখে দুর্গন্ধ হওয়ার কারণ | Causes of Bad Breath

মুখে গন্ধ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে ৷ এদের মধ্যে ভুল খাদ্য অভ্যাসের কারণে হতে পারে ৷ না হয় শারীরিক কোনো জটিলতার কারণে হতে পারে ৷ যদি দেখা যায় লাইফস্টাইলের বদ অভ্যাসের কারনে কিংবা নেশা জাতীয় কিছু সেবনের মাধ্যমে মুখে দুর্গন্ধ হয়, তাহলে সেটা ঘরোয়া উপায় কিংবা দাঁত ব্রাশের মাধ্যমে ঠিক করা যায় ৷

অনেকের দেখা যায় সকাল-বিকাল ব্রাশ করার পরও মুখের গন্ধ যায় না ৷ এমন অবস্থায় বুজতে হবে শারীরিক কোনো জটিলতার কারনে এমনটি হচ্ছে ৷ তাই কারণটি চিহ্নিত করতে একজন দক্ষ ডাক্তারের শরণাপন্ন হতে হবে ৷

মুখে দুর্গন্ধ হওয়ার কারণ | Causes of Bad Breath

Causes of Bad Breath বা মুখে দুর্গন্ধ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে ৷ এদের মধ্যে কমন কিছু কারণ উল্লেখ করা হলোঃ—

  • মুখের দুর্বল স্বাস্থ্যবিধি: অপর্যাপ্ত ব্রাশিং এবং ফ্লসিং মুখের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে সাহায্য করে ৷ যার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ তৈরি হয় ।
  • জিহ্বায় ব্যাকটেরিয়া: অনেক সময় ব্যাকটেরিয়া জিহ্বায় জমতে পারে, যার ফলে মুখে দুর্গন্ধ হয়।
  • মাড়ির রোগ: মাড়িতে ক্ষত বা সংক্রমণ এবং প্রদাহের ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে।
  • ক্যাভিটিস: দাঁতের ক্ষয়, যা ক্যাভিটি বা ক্যারিস নামেও পরিচিত ৷ দাঁতে ব্যাকটেরিয়াজনিত ক্ষয় মুখে বাজে গন্ধ সৃষ্টি করতে পারে।
  • শুষ্ক মুখ: মুখ শুষ্ক থাকলে ব্যাকটেরিয়া সংখ্যাবৃদ্ধি করে, যার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়।
  • ধূমপান এবং তামাক ব্যবহার: ধূমপান বা নেশাদ্রব্যগুলো সেবনের ফলে ক্রমাগত নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে।
  • কিছু খাবার: রসুন এবং পেঁয়াজের মতো খাবারে অত্যধিক সালফার যৌগ থাকে, যা নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে ৷
  • ডিহাইড্রেশন: কম পরিমানে পানি খাওয়ার ফলে মুখ শুষ্ক হয়ে যায় এবং ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে।
  • ওষুধ: কিছু ওষুধ খাওয়ার ফলে মুখ শুষ্ক করে ফেলে ৷ তাছাড়া ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে মুখে গন্ধ হতে পারে ৷
  • সংক্রমণ: গলা, সাইনাস বা শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মুখে দুর্গন্ধ হতে পারে।
  • গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD): টক ঢেকুর, চোঁয়া ঢেকুর বা অ্যাসিড রিফ্লাক্স, যার ফলে মুখে অ্যাসিডের গন্ধ হতে পারে।
  • ডায়াবেটিস: ডায়াবেটিসের ফলে মুখে গন্ধ হতে পারে ৷ উচ্চ কিটোনের মাত্রার কারণে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যার প্রভাবে মিষ্টি-গন্ধযুক্ত শ্বাস হতে পারে।
  • লিভার বা কিডনির সমস্যা: লিভার বা কিডনির সমস্যার ফলে অ্যামোনিয়ার মতো গন্ধ হতে পারে, যা মুখে দুর্গন্ধের সৃষ্টি করে ৷
  • ক্ষুধামন্দা এবং উপবাস: সময়মতো খাবার গ্রহণ না করলে বা উপবাস থাকলে কিটোসিসের কারণে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে।
  • কিছু অসুস্থতা: ক্যান্সার বা বিপাকীয় ব্যাধির মতো অসুখের কারণে শ্বাসে দুর্গন্ধ হতে পারে।
  • স্ট্রেস: স্ট্রেস বা কাজের চাপ মুখ শুষ্ক করে ফেলে এবং দুর্গন্ধ সৃষ্টি করতে পারে ।

আরও পড়ুনঃ

মুখে দুর্গন্ধের জন্য কোন ৭টি শারীরিক সমস্যা দায়ী

মুখের দুর্গন্ধ বাহ্যিক কিছু কারণে যেমন হয়ে থাকে যেমনঃ পেয়াজ, রসুনের মতো খাবারে আবার সিগারেট, তামাক জাতীয় নেশায়, ঠিক শারীরিক কিছু সমস্যার কারনেও মুখে দুর্গন্ধ হতে পারে ৷ মুখের দুর্গন্ধের জন্য অনেকগুলো শারীরিক সমস্যা রয়েছে ৷ এদের মধ্যে বিশেষ করে মুখে দুর্গন্ধের জন্য যে ৭টি শারীরিক সমস্যা দায়ী, এগুলো হলোঃ—

  1. মাড়ির রোগ, যাকে পিরিওডন্টাল ডিজিজ বলা হয় ৷ মাড়িতে সংক্রমণ এবং প্রদাহের ফলে দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস হয় ৷
  2. দাঁতের সমস্যা, আকাবাকা দাঁত ফলে খাদ্য কণা জমে দুর্গন্ধ তৈরি ৷ তাছাড়া দাঁতের ক্ষয়রোগ, দাঁতের সংক্রমণ এবং মুখের দুর্বল স্বাস্থ্যবিধির ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে।
  3. শুষ্ক মুখ (জেরোস্টোমিয়া) যা মুখে লালা প্রবাহ হ্রাস করে, ফলে ব্যাকটেরিয়া বহুগুণ বৃদ্ধি পায়, যার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধ হয়।
  4. সংক্রমণ: গলা, সাইনাস বা শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া আক্রমন বা ভাইরাল সংক্রমণ নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে।
  5. অ্যাসিড রিফ্লাক্স এর ফলে মুখে টক অ্যাসিডের গন্ধ হতে পারে।
  6. শ্বাসযন্ত্রের ব্রঙ্কাইটিস বা ফুসফুসের সংক্রমণের মতো দীর্ঘস্থায়ী অসুখ নিঃশ্বাসের দুর্গন্ধে সৃষ্টি করতে পারে ।
  7. লিভার বা কিডনি রোগে মানুষের শ্বাসে বিভিন্ন রকমের গন্ধ হতে পারে।

আশা করি মুখে দুর্গন্ধ হওয়ার কারণ এবং কি কি কারনে মুখে দুর্গন্ধ হয় আজকের আর্টিকেলটি পড়ে বুজতে পারছেন ৷

DISCLAIMER: আর্টিকেলটি শুধু মাত্র পরামর্শ ও তথ্য প্রদানের উদ্দেশ্যে ৷ এটা কোনোভাবেই যোগ্য চিকিৎসার বিকল্প হতে পারে না । মুখের যেকোনো সমস্যায় প্রথমে একজন দক্ষ ডাক্তারের পরামর্শ নিন ৷ ধন্যবাদ ৷