Invented the Microscope | অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন

Invented the Microscope | অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন
5/5 - (29 votes)

Who invented the microscope? | প্রিয় ভিউয়ার, অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

Invented the Microscope | অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন | Who invented the microscope?

  • আলেকজান্ডার ফ্লেমিং
  • ভ্যান লিউয়েন হুক
  • এডওয়ার্ড জেনার
  • উপরের কেউ নয়

উত্তরঃ ভ্যান লিউয়েন হুক

ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েন হুক (Antonie van Leeuwenhoek) ১৬৭৬ সালে তার নিজের বানানো একটি মাত্র কাচের লেন্সের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অদ্ভুত সব জিনিস দেখতে পান । তিনি এককোষী প্রাণী দেখতে পান, যা খালি চোখে কেউ দেখেনি ।

ব্যাকটেরিয়া দেখতে পান, রক্তের লোহিত কণিকা দেখতে পান । তিনি বিস্ময়ে অবাক এবং অভিভূত হয়ে যান । তাদের তিনি নাম দেন ‘অতিক্ষুদ্র প্রাণী’ (Animocule) । তিনি ছিলেন ব্যবসায়ী ।

কিন্তু লিউয়েন হুক প্রথম শক্তিশালী আতশী কাচের অণুবীক্ষণ বানিয়ে দৃষ্টির অগম্য অণুজীব (Microbe) সম্পর্কে মানুষকে জানান । সেই প্রথম মানুষের কাছে পৃথিবীজোড়া অণুজীবের একটি নতুন জগৎ উন্মোচিত হলো ।

পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না কিন্তু সেগুলোরও অস্তিত্ব আছে, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরই জানা গেল।

একথা সত্য যে, আমরা সবকিছু দেখতে পারি না। আমাদের এ পৃথিবীটা অনেক সুন্দর, যতটুকু আমরা দেখতে পারি ৷ কিন্তু আমাদের দেখার ওগোচরে আরও নানান জিনিস রয়েছে, যা আমরা কল্পনাও করতে পারি না ৷

মহাকাশে বসবাসকারী হাজার হাজার গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল আমাদের চোখ থেকে অনেক দূরে। তাই আমরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দূরের জিনিস দেখতে পাই, যা আমাদের দূরের জিনিস সম্পর্কে জানতে সাহায্য করে। দূরবীক্ষন যন্ত্রও বিজ্ঞানীদের একটি যুগান্তকারী আবিষ্কার ৷ যার ফলে সহজে দূরের কিছু দেখতে পারি ৷

ঠিক তেমনি আমাদের চোখ খুব ছোট জিনিসও দেখতে পারে না। যেমনঃ জীবাণু, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো জীব আমাদের চারপাশে কোটির সংখ্যায়। এরা আবার বংশবৃদ্ধি করতে পারে ৷ এদের মধ্যে ভালো খারাপ দুটোই রয়েছে ৷ কেউ উপকার করে এবং কেউ ক্ষতি করে ৷

হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছা, তাই আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি, ছোট ছোট জিনিস দেখতে পেলে আমাদের জীবন কঠিন হয়ে যেত।

সবশেষ কথা, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন ভ্যান লিউয়েন হুক ৷ তাকে অণুবীক্ষণ যন্ত্রের জনক বলা হয় ৷ Van Leeuwen Hooke invented the microscope.

  • যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?

    উত্তর: যৌগিক অণুবীক্ষণ যন্ত্র করনেলস ড্রাব্বল আবিষ্কার করেন ৷

  • ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?

    উত্তরঃ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন নল ও রুসকা ৷

  • দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন?

    উত্তরঃ দূরবীক্ষণ যন্ত্র হ্যান্স লিপারশে আবিষ্কার করেন ৷