Father of Medical Science | চিকিৎসা বিজ্ঞানের জনক কে [MCQ]

5/5 - (22 votes)

Who is the Father of Medical Science? | প্রিয় ভিউয়ার, চিকিৎসা বিজ্ঞানের জনক কে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানতে অনেকেই আগ্রহী । আপনারা অনেকে অনলাইনে খুজে থাকেন কিন্তু “চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় কাকে” প্রশ্নটির সঠিক উত্তর খুজে পান না ৷ সঠিক উত্তরটি জানতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

Father of Medical Science | চিকিৎসা বিজ্ঞানের জনক কে

✍️ 200+ বিভিন্ন বিষয়ের জনক

[MCQ] প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানের জনক কে | Who is the Father of Medical Science?

  • হিপোক্রেটিস
  • নিউটন
  • থ্যালিস
  • সক্রেটিস

উত্তরঃ হিপোক্রেটিস

চিকিৎসাবিজ্ঞানের জনক বলা মহান গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস কে ৷ Hippocrates is called the father of medical science.

মুসলিম চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ৷ ইসলামি স্বর্ণযুগের শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে পরিচিত ৷

সুস্বাস্থ্য আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার অনেক বড় নিয়ামত । বর্তমান যুগে সুস্বাস্থ্যের সংজ্ঞা অনেক বেশি বিস্তৃত । শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক ও আত্মিক সুস্থতাও এখন সমান গুরুত্বপূর্ণ এবং একটি অপরটি কে দারুণভাবে প্রভাবিত করে । কিন্তু আশ্চর্যের বিষয় হল আজ হতে প্রায় চৌদ্দশত বছর আগে এক মহামানব আমাদের জন্য রেখে গেছেন এমন এক জীবনাদর্শ যেখানে আমাদের শারীরিক , মানসিক ও আত্মিক অর্থাৎ সুস্বাস্থ্যের প্রত্যেকটি উপাদানের সুস্থতার নিশ্চয়তা প্রদান করে ।

চিকিৎসা মানুষের মৌলিক অধিকার । জগতের প্রথম যুগের মানুষেরা যখন থেকে রোগ – ব্যাধি মোকাবিলার সংগ্রামে লিপ্ত হয় , তখন থেকেই হয়তো চিকিৎসার সূত্রপাত । ইতিহাসবিদ আল – কিফতি তারিখুল হুকামা গ্রন্থে লেখেন, ‘ইদরিস আ. জগতের প্রথম চিকিৎসক । স্থানকালপাত্রভেদে এই বিদ্যা স্থবির হয়ে থাকেনি । জীবনের প্রয়োজনে এই শাস্ত্র আপন গতিতে এগিয়ে চলে । বিজ্ঞদের সংস্পর্শে তা ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে ।

রোগ – ব্যাধির চিকিৎসাতেই মুসলিমদের জ্ঞান – গবেষণা ও উদ্ভাবন সীমাবদ্ধ থাকেনি , বরং তারা এটিকে একটি মৌলিক পরীক্ষামূলক ভিত্তি দান করেছেন । তারাই প্রথম চিকিৎসাবিজ্ঞানকে দর্শন থেকে সম্পূর্ণরূপে পৃথক করে উপনীত করেন পরীক্ষামূলক বিজ্ঞানে । কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের নতুন প্রজন্মকে বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে যে , চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের মৌলিক কোনো অবদান নেই , কিংবা মুসলিমরা ছিল ভাসাভাসা জ্ঞানের অধিকারী । অথচ তারাই বিজ্ঞানের কারিগর , তাদের আলোতেই বিশ্ব আলোকিত ।

  • মুসলিম চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

    উত্তর: মুসলিম চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ৷

  • আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

    উত্তরঃ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক কে প্রশ্নটির উত্তর নিয়ে অনেকের কনফিউজে থাকতে হয় ৷ চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস, ইবনে সিনা দুজকেই বলা হয় ৷ এমসিকিউ প্রশ্নে যার নাম উল্লেখ থাকে সেটাই হবে সঠিক উত্তর ৷ একই ভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বা Father of modern medical science এ দুজকেই বলা হয় ৷