জোছনা ও জননীর গল্প pdf download | jochna o jononir golpo book pdf. | প্রিয় ভিউয়ার, আজকে ডাউনলোড করবেন(PDF Drive থেকে) হুমায়ূন আহমেদ এর লেখা সেরা উপন্যাস “জোছনা ও জননীর গল্প” এবং বইটি অন্যপ্রকাশ কর্তৃক প্রকাশিত ৷ প্রতিদিন ফ্রি পিডিএফ পেতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
জোছনা ও জননীর গল্প pdf download
জোছনা ও জননীর গল্প উপন্যাস রিভিউঃ
- বইঃ জোছনা ও জননীর গল্প
- লেখকঃ হুমায়ূন আহমেদ
- প্রকাশকঃ অন্যপ্রকাশ
- ফরম্যাটঃ পিডিএফ ফাইল
- ক্যাটাগরিঃ রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস বই
জোছনা ও জননীর গল্প বই pdf download
ফাল্গুন মাসের শুরু । রাত এগারোটার মতো বাজে । গ্রামে এই সময়ে শীত থাকে । নীলগঞ্জে তাঁকে কাঁথা গায়ে দিয়ে ঘুমুতে হয় । এখানে ভ্যাপসা গরম । আকাশে মেঘ আছে । বিদ্যুৎ চমকাচ্ছে । ফাল্গুন মাসে এরকম ভ্যাপসা গরম থাকার কথা না । আকাশে মেঘ থাকার জন্যেই বোধহয় এই অস্বাভাবিক উত্তাপ ।
বিদ্যুৎ যেভাবে চমকাচ্ছে তাতে মনে হয় বৃষ্টি নামবে । বৃষ্টি নামলেও সমস্যা । তিনি ছাতা আনেন নি । বাইরে বের হলে তিনি সবসময় ছাতা সঙ্গে রাখেন । এবারই ভুল করে ছাতা আনেন নি । বয়স যে হচ্ছে এটা তার লক্ষণ । বয়সকালেই মানুষ ছোটখাটো ভুল করতে থাকে । ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল ।
ইরতাজউদ্দিনের গায়ে তসরের গলাবন্ধ কোট । গলায় মাফলার । গরমে তার গা ঘেমে যাচ্ছে । কে জানত ঢাকা শহরে ফাল্গুন মাসের শুরুতে শীত থাকে না । শহরে মানুষ বেশি হয়ে গেছে । মানুষের শরীরের গরমে শহর গরম । কত লক্ষ লোক এখন এই শহরে বাস করছে কে জানে ! সংখ্যাটা জানা থাকা দরকার । তাঁর পানির পিপাসা হচ্ছে ।
পানি কোথায় পাওয়া যায় ইরতাজউদ্দিন জানেন না । এরা এত বড় স্টেশন বানিয়ে রেখেছে কিন্তু পানির ব্যবস্থা রাখে নি । পুটলা – পুঁটলি , পানির পিপাসা এবং কনুইয়ে হাঁসের কামড় নিয়ে তিনি বড়ই বিব্রত বোধ করছেন । তাঁকে যেতে হবে মালিবাগ । ১৮/৬ পশ্চিম মালিবাগ , গলির ভেতর বাসা । আগে একবার মাত্র এসেছেন , এখন খুঁজে পাবেন কিনা কে জানে ।
আরও ডাউনলোড করুনঃ
জোছনা ও জননীর গল্প হুমায়ূন আহমেদ বই PDF Download
ঢাকা শহরের সব গলি তাঁর কাছে একরকম লাগে । শুধু গলি কেন , এই শহরের মানুষগুলিও একরকম লাগে । মানুষ তো না , যেন মানুষের ছায়া । মানুষের সঙ্গে মানুষের তফাত করা যায় , ছায়ার সঙ্গে ছায়ার তফাত করা যায় না । ঢাকা হলো ছায়ামানুষের দেশ । ছায়ানগরী । কমলাপুর থেকে মালিবাগ এক টাকা ভাড়ায় ইরতাজউদ্দিন একটা রিকশা জোগাড় করে ফেললেন ।
রিকশাওয়ালা তাঁকে ঠকালো কিনা তিনি বুঝতে পারছেন না । ঢাকা শহরে তাঁর আসা হয় না । রিকশা ভাড়া সম্পর্কে তাঁর ধারণা নেই । তিনি কাউকে ঠকাতে চান না । কারো কাছ থেকে ঠকতেও চান না ।
শহরের মানুষ অন্যকে ঠকাতে ভালোবাসে । রিকশাওয়ালা ভাই , আপনার নাম কী ? বদরুল । শুনেন ভাই বদরুল , এক টাকার বদলে আমি আপনাকে দুই টাকা দেব , আপনি বাসাটা খুঁজে বের করে দেবেন । আমার কাছে ঠিকানা আছে– ১৮/৬ পশ্চিম মালিবাগ । রাজি আছেন ? রাজি থাকলে বলেন , আলহামদুলিল্লাহ ।
রাজি না থাকলে কোনো কথা বলার প্রয়োজন নাই । বাসা রেল গেইটের লগে ? এইসব আমার কিছুই মনে নাই । একবার মাত্র এসেছিলাম । শুধু মনে আছে বাসার সঙ্গে একটা ছাতিম গাছ আছে । মরা গাছ । ছাতিম হলো পল্লী গ্রামের গাছ । এরা শহরে বাঁচে না বলেই মরা । উঠেন দেহি আল্লাহ ভরসা ।
No. | Books |
---|---|
1. | শূন্য হুমায়ূন আহমেদ PDF |
2. | দেয়াল উপন্যাস PDF |
ডাউনলোড করুন, Jochna o jononir golpo Humayun Ahmed book pdf
-
জোছনা ও জননীর গল্প বইটির লেখক কে?
উত্তরঃ হুমায়ূন আহমেদ ৷
-
বইটির প্রকাশনীর নাম?
উত্তরঃ অন্যপ্রকাশ ৷