কৃষ্ণপক্ষ হুমায়ূন আহমেদ pdf download | Krishnopokkho book pdf

5/5 - (28 votes)

কৃষ্ণপক্ষ হুমায়ূন আহমেদ pdf download | Krishnopokkho book pdf. | প্রিয় ভিউয়ার, আজকে ডাউনলোড করবেন(PDF Drive থেকে) হুমায়ূন আহমেদ এর লেখা সেরা উপন্যাস “কৃষ্ণপক্ষ” এবং বইটি সুবর্ণ কর্তৃক প্রকাশিত ৷ প্রতিদিন ফ্রি পিডিএফ পেতে প্রিয়বিডির সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

কৃষ্ণপক্ষ হুমায়ূন আহমেদ pdf download

কৃষ্ণপক্ষ উপন্যাস রিভিউঃ

  • বইঃ কৃষ্ণপক্ষ
  • লেখকঃ হুমায়ূন আহমেদ
  • প্রকাশকঃ সুবর্ণ
  • ফরম্যাটঃ পিডিএফ ফাইল
  • ক্যাটাগরিঃ রোমান্টিক উপন্যাস বই

কৃষ্ণপক্ষ উপন্যাস pdf download

মুহিবের গা দিয়ে শীতল স্রোত বয়ে গেল । বুক ধক ধক করতে লাগল । মনে হচ্ছে মাকড়শাটা এখন বলবে আজ রাতেই যেতে হবে । তুর্ণা নিশীথায় । মুহিব চাপা গলায় বলল , কখন যেতে হবে ? ‘ দি আর্লিয়ার , দি বেটার । ভোড়ের ট্রেনে যেতে পার । কিংবা দুপুরের দিকে যেতে পার । দুপুরে অফিসের একটা গাড়ি চিটাগাং যাবে ।

যেটা তুমি প্রেফার কর । তোমার জন্যে চাকরির ব্যাবস্থা করা হয়েছে । কি চাকরি বেতন কত সব চিটাগাং গেলেই জানবে । টেলিফোনে কথা বলে রেখেছি । আজ দুপুরেই কনফার্ম করা হয়েছে । ছয় সাত হাজার টাকা বেতন হবার কথা । তারচে ‘ বেশিও হতে পারে । সবচে যেটা ভাল সেটা হচ্ছে কোয়ার্টার আছে ।

যতদূর শুনেছি ভালো কোয়ার্টার । বিদেশে ট্রেনিং – এর সুযোগ পাবে । সব সুযোগ কাজে লাগাতে পারলে অল্প সময়ে ভালো উন্নতি করবে । মুহিবের হৃৎপিণ্ড এমন লাফাচ্ছে যে মনে হচ্ছে গলা দিয়ে রক্ত বের হয়ে আসবে । গলার ফুটো ছোট বলে বেরুতে পারছে না । এটা স্বপ্ন দৃশ্য নয়তো ? চেয়ারে বসে সে হয়তো ঘুমিয়ে পড়েছে । মাঝে মাঝে স্বপ্ন দৃশ্য খুব বাস্তব হয় ।

দুলাভাই তার দিকে তাকিয়ে আছেন । স্বপ্ন দৃশ্য হলেও এই মানুষটাকে ধন্যবাদ সূচক কিছু বলা উচিত । মুহিব ফ্যাস ফ্যাসে গলায় বলল , ‘ থ্যাংকস দুলাভাই । ‘ ‘ আমাকে থ্যাংকস দেবার দরকার নেই । তুমি আমাকে পছন্দ কর না তা আমি জানি । আমিও যে তোমাকে পছন্দ করি তাও না । যাই হোক , কাজকর্ম ঠিকমত করবে ।

কৃষ্ণপক্ষ হুমায়ূন আহমেদ বই PDF Download

আরও ডাউনলোড করুনঃ

No.Books
1.শূন্য হুমায়ূন আহমেদ PDF
2.দেয়াল উপন্যাস PDF

রেসপনসিবিলিটি নামক ব্যাপারটি আত্মস্থ করার চেষ্টা করবে । ঠিক আছে এখন তাহলে যাও । ‘ মানুষটাকে এখন আর মাকড়শার মত লাগছে না বরং সুন্দর লাগছে । সুন্দর । ঘর থেকে বেরুনোর সময় দরজায় ধাক্কা খেয়ে কপালের একটা অংশ ফুলে গেল । ব্যথা লাগছে । এটা তাহলে স্বপ্ন নয় । স্বপ্নে শারিরীক ব্যথা বোধ থাকে না ।

মুহিব আশঙ্কা করছিল রাত এগারটায় সে যখন উপস্থিত হবে অরু অসম্ভব রাগ করবে । কেঁদে – কেঁটে একাকার করবে । সে – রকম কিছু হল না । অরু হাসিমুখে বলল , আমি ভাবলাম তুমি পালিয়ে গেছ , প্রচণ্ড ক্ষিধে লেগেছে । এসো খেতে বসি । আদর্শ বাঙালী স্ত্রীদের মত না খেয়ে বসে আছি । মুহিব বলল , ওরা কোথায় ? অরু হাসতে হাসতে বলল , তুমি চলে যাবার কিছুক্ষণ পরই তোমার অন্য বন্ধুরা চলে গেল ।

তারপর মজার একটা ব্যাপার হল তোমার প্রিয় বন্ধু বজলু এবং রওশন আরা ভারী অকারণে তুমুল ঝগড়া শুরু করলেন । সে এক দেখার মত দৃশ্য । আমি হতভম্ব । এত অল্প সময়ে ঝগড়া ক্লাইমেক্সে চলে যেতে পারে তা আমার জানা ছিল না । রওশন আরা ভাবী কাঁদতে কাঁদতে বললেন , আমি কি নাইলনের দঁড়ি দিয়ে তোমাকে বেঁধে রেখেছি ? গো এওয়ে ।

তুমি চলে গেলে আমি প্রাণে বেঁচে যাই । তুমি আমার লাইফ হেল করে দিয়েছ । তারপরই ভাবী উল্কার বেগে ঘর থেকে বের হয়ে গেলেন । আমি তোমার বন্ধুকে বললাম , আপনি দেখছেন কি উনাকে আটকান । বজলু সাহেব গম্ভীর গলায় বললেন , আমি আটকাব কেন ? আমার কিসের দায় ? আপদ বিদেয় হয়েছে ভাল হয়েছে ।

তার আধ ঘণ্টা পরই বজলু সাহেবের মাথা ঠাণ্ডা হল । উনি নরম গলায় বললেন , আমার মিসটেক হয়েছে । খুবই খারাপ লাগছে । কি করা যায় বলুন তো ? ও গেছে তার ভাইয়ের বাড়ি নিয়ে আসি কি বলেন ? আমি কিছু বলার আগেই উনিও উল্কাল মত বেরিয়ে গেলেন । সেই থেকে আমি একা বসে আছি ।

ডাউনলোড করুন, Krishnopokkho book pdf

Krishnopokkho book pdf download

Click to download

  1. কৃষ্ণপক্ষ বইটির লেখক কে?

    উত্তরঃ হুমায়ূন আহমেদ ৷

  2. বইটির প্রকাশনীর নাম?

    উত্তরঃ সুবর্ণ ৷