বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম MCQ প্রশ্নের উত্তর বিভিন্ন পরিক্ষায় আসা
61
’চক্রবাক’ কাব্যের রচয়িতা কে?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) কাজী নজরুল ইসলাম ৷
62
কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম কী?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) ধ্রুব ৷
63
‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
64
‘ঈশ্বর’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) সাম্যবাদী ৷
65
কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তুর্ভূক্ত?
66
কাজী নজরুল ইসলাম ‘বিদ্রাহী’ কবিতাটি কত সালে লিখেছিলেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) ১৯২১ সালে ৷
67
‘জীবন বন্দনা’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) সন্ধ্যা ৷
68
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
69
রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) বসন্ত ৷
70
কাজী নজরুল ইসলাম “অগ্নিবীণা” কাব্য কাকে উৎসর্গ করেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) বারীন্দ্রকুমার ঘোষ ৷
71
কাজী নজরুল ইসলাম নিচের কোন সাহিত্য কর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) সঞ্চিতা ৷
72
কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে ৷
73
কাজী নজরুল ইসলামের উপন্যাস “মৃত্যুক্ষুধা” কাদের পটভুমিতে রচিত?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) নিগৃহীত মহিলাদের ৷
74
কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার মূল সুর কী?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) স্বরাজ প্রতিষ্ঠা ৷
75
ঢাকার নবাব পরিবারের এক মহিলা অংকিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) খেয়াপারের তরণী ৷
76
“বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী” – এই কবিতাংশটুকুর কবি কে?
77
‘গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ । পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) জীবন-বন্দনা ৷
78
’গাহি সাম্যের গান, ধরণীর হতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙ্ক্তিটি কাজী নজরুল রচিত কোন কবিতার অংশ?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) জীবন-বন্দনা ৷
79
‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’ —এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
80
‘মম একহাতে বাঁকা বাশেঁর বাঁশরী, আর হাতে রণতৃর্য -এটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) বিদ্রোহী ৷
81
”যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণে-ভূমে রণিবে না।” -এ দুটি লাইন কাজী নজরুল ইসলামের কোন কবিতার?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) বিদ্রোহী ৷
82
‘বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে’ – উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (B) যৌবনের গান ৷
83
‘জাতের নামে বজ্জাতি সব জাতি- জাতিয়াত খেলছে জুয়া’ এই লাইনটি কাজী নজরুল ইসলামকে কোন কাব্যগ্রন্থে রয়েছে?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) বিষের বাঁশী ৷
84
“অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর” কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) নারী ৷
85
‘রক্ত ঝরাতে পারিনি না ত একা, তাই লিখে যাই এ রক্ত-লেখা,’ এই চরণদ্বয় কবি কাজি নজরুল ইসলামের কোন কবিতার অংশ?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (D) আমার কৈফিয়ৎ ৷
86
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালে আরেকজন কবিও একই বছরে জন্মগ্রহন করেন, তিনি কে?
87
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (C) বাঁধনহারা ৷
88
কোনটি কাজী নজরুল ইসলাম রচতি গ্রন্থ?
89
কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নাট্যগ্রন্থ?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) ঝিলিমিলি ৷
90
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা?
সঠিক উত্তর দেখুন
উত্তরঃ (A) রুদ্রমঙ্গল ৷